Advertisement

Bengali Serial: শুরু হতে না হতেই বাজিমাত, এবার হিন্দি রিমেক এই বাংলা সিরিয়ালের

Bengali Serial: বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তা বাংলার ঘরে ঘরে। বিকেল হতে না হতেই দর্শকেরা টিভির সামনে বসে পড়েন একের পর এক সিরিয়াল দেখার জন্য। টিআরপি তালিকায় সেই সিরিয়াল প্রথম হল না শেষ হল, সেটা নিয়ে দর্শকদের মাথাব্যথা থাকে না। এর আগেও বাংলার জনপ্রিয় সিরিয়াল হিন্দির দর্শকদের জন্য তৈরি হয়েছে বহুবার।

হিন্দি রিমেক এই বাংলা সিরিয়ালেরহিন্দি রিমেক এই বাংলা সিরিয়ালের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2025,
  • अपडेटेड 2:47 PM IST
  • বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তা বাংলার ঘরে ঘরে।

বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তা বাংলার ঘরে ঘরে। বিকেল হতে না হতেই দর্শকেরা টিভির সামনে বসে পড়েন একের পর এক সিরিয়াল দেখার জন্য। টিআরপি তালিকায় সেই সিরিয়াল প্রথম হল না শেষ হল, সেটা নিয়ে দর্শকদের মাথাব্যথা থাকে না। এর আগেও বাংলার জনপ্রিয় সিরিয়াল হিন্দির দর্শকদের জন্য তৈরি হয়েছে বহুবার। তালিকায় রয়েছে অনেক সিরিয়ালই। তবে এবার সদ্য শুরু হওয়া এক বাংলা সিরিয়াল হিন্দিতে শুরু হতে চলেছে। 

কিছুদিন আগেই শুরু হয়েছে বাংলা সিরিয়াল 'মন দরদিয়া'। আর কিছুদিনের মধ্যেই এই সিরিয়ালের হিন্দি ভার্সন শুরু হবে, না 'শাহজাদি হে তু দিল কি।' বাংলা এই সিরিয়াল মন দরদিয়া-র হাত ধরেই টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী রণিতা দাস। ইষ্টি কুটুম-এর পর বাহাকে আর দেখা যায়নি ছোটপর্দায়। প্রায় ১০ বছর পর ফিরতে দেখা গেল অভিনেত্রীকে। তাঁর বিপরীতে রয়েছেন বিশ্বজিৎ ঘোষ, অন্যদিকে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা ফাহিম মির্জা।

হিন্দি ধারাবাহিকে মুখ্য চরিত্রে আশিকা পাড়ুকোন ও অঙ্কিত রায়জাদাকে মুখ্য চরিত্রে দেখা যাবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে হিন্দি ধারাবাহিকটির ট্রেলার। বাংলা ধারাবাহিকটির সঙ্গে গল্পের হুবহু মিল রয়েছে সেখানে। তবে এই সিরিয়াল কবে থেকে সম্প্রচার হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ট্রেলারে বাংলা ধারাবাহিকের বাণীর মতোই অন্তঃসত্ত্বা অশিকার চরিত্রটির স্বামী তাকে ছেড়ে চলে যায়। একাই সন্তানের জন্ম দিতে যায় সে। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই রাস্তায় অসুস্থ হয়ে পড়ে অশিকার চরিত্রটি। ঠিক তখনই তাকে উদ্ধার করে অঙ্কিতের চরিত্রটি। স্টার জলসার 'ও মোর দরদিয়া'র রিমেক হয়ে যে আসছে এই মেগা তা আর বুঝতে বাকি নেই দর্শকের।

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিক হিন্দি টেলিভিশনের দর্শকদের জন্য তৈরি করা হয়েছে। যেমন শ্রীময়ী ধারাবাহিকের হিন্দি রিমেক অনুপমা, যা রমরমিয়ে চলছে। এছাড়াও কথা, অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী ধারাবাহিকের হিন্দি ভার্সনও দেখেছেন দর্শকেরা। যা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement