
বাংলা সিরিয়ালের হিন্দি রিমেক নতুন নয়। আগে একাধিক সিরিয়াল হিন্দিতেও তৈরি হয়েছে। এবারেও বাংলার এক জনপ্রিয় সিরিয়াল হিন্দিতে হচ্ছে, যার প্রথম ঝলক দেখার পর সকলেই বুঝে গিয়েছে কোন মেগা সিরিয়ালের হিন্দি রিমেক এটি। বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ এবার যাত্রা শুরু করতে চলেছে হিন্দিতেও। তারই আগাম ঝলক পাওয়া গেল।
স্টার জলসায় ইন্দ্রজিৎ ও তৃণার জনপ্রিয় ধারাবাহিক পরশুরাম দর্শকদের খুবই পছন্দের। প্রতি সপ্তাহে টিআরপি তালিকাতেও পরশুরামের প্রাপ্ত নম্বর আগামী পর্বগুলো থেকে যেন আরও অনেক প্রাপ্তির আশা দেখেন দর্শক। এবার তৃণা-ইন্দ্রনীলের এই সিরিয়ালই হিন্দির দর্শকদের কাছেও পৌঁছে যাবে। ইতিমধ্য়েই চ্যানেলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে হিন্দি সিরিয়ালের টিজার সামনে এসেছে। ক্যাপশনে লেখা, পরিবার তাঁর পরিচয়, যার নাম পরশুরাম। পরিচয় করুন মিস্টার ও মিসেস পরশুরামের সঙ্গে খুব তাড়াতাড়ি।
প্রোমোতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বাজারের থলি হাতে বাজার সারতে বেড়িয়েছেন। তাঁর একহাতে বাজারের ব্যাগ আর অন্যহাতে বন্দুক। তারপরেই দেখা যায় সপরিবারে হেঁটে যাচ্ছে পরশুরাম। এই ঝলক সামনে আসার পর বুঝতে অসুবিধা হয়নি এটা কোন বাংলা সিরিয়ালের হিন্দি ভার্সন। বাংলায় পরশুরাম ধারাবাহিকে মুখ্য দুই চরিত্রে দর্শক দেখছেন ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহা। হিন্দিতে এই দুই চরিত্রে দর্শক কাকে দেখবেন এখন সেটাই দেখার।
সিরিয়ালে মুখ্য চরিত্রে কারা কারা থাকবেন, সে নিয়ে এখনও কিছুই জানা যায়নি। কখন এই সিরিয়ালের সম্প্রচার সেই বিষয়েও কিছু প্রকাশ্যে আনা হয়নি। 'পরশুরাম আজকের নায়ক' বর্তমানে বাংলা টেলি জগতের অন্যতম চর্চিত নাম। এই ধারাবাহিক যবে থেকে শুরু হয়েছে, তবে থেকেই টিআরপি তালিকায় সেরা পাঁচে নিজের জায়গা ধরে রেখেছে। শুধু তাই নয়, অধিকাংশ সপ্তাহেই দেখা গিয়েছে টিআরপি টপার হয়েছে। কিন্তু গত সপ্তাহে 'পরিণীতা'র কাছে প্রথম স্থান হাতছাড়া করেছে।