দুজনেই শীতের পোশাক পরে রয়েছে, সম্পর্কে তারা দাদা-ভাই। আর একটি ছবিতে ঠাকুমার সঙ্গে দুই ভাই আর তৃতীয় ছবিতে মা-বাবার সঙ্গে দাঁড়িয়ে দুই ভাই। সম্প্রতি দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজেদের ছোটবেলার ছবি পোস্ট করেছেন জনপ্রিয় ইউটিউবার। যার পরিচিতি নতুন করে দেওয়ার কিছুই নেই। প্রায়ই তাঁর নিত্য নতুন কনটেন্ট আসে সোশ্যাল মিডিয়া পেজে। যার ভিউ লাখো লাখো। বুঝতে পারছেন এটা কার ছোটবেলার ছবি?
কিরণ দত্ত, যিনি বং গাই নামে পরিচিত এটা তাঁরই ছোটবেলার ছবি। দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই কিরণ তাঁর ছোটবলোর কিছু ছবি পোস্ট করেছেন। যদিও নিজের ব্যক্তিগত জীবনকে খুব একটা লাইম লাইটে আনতে চান না কিরণ। শুধুমাত্র নিজের কনটেন্ট পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি দাদার বিয়ে উপলক্ষ্যে ছবি পোস্ট করেছিলেন কিরণ। সেখানে লেখেন, একমাত্র দাদার একমাত্র বিয়ে। দাদার বিয়েতে ভাই কিরণকে খুবই মজা করতে দেখা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় অনেক তারকাই তাঁদের ছোটবেলার স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করে থাকেন। সেই তালিকায় কিরণও রয়েছেন। ইউটিউবার কিরণ দত্তকে চেনেন না এমন মানুষ খুবই কম। খুব অল্প বয়সের মধ্যেই কিরণ জনপ্রিয়তার তুঙ্গে উঠে গিয়েছেন। গত বছরই ফোবর্সের তালিকায় তাঁর নাম দেখা গিয়েছিল। প্রসঙ্গত, একাধিক সময়ে বারে বারেই বিতর্কে জড়িয়েছিলেন 'বং গাই'। প্রথম থেকেই রোস্টিং ভিডিও করেই ভাইরাল হয়েছেন তিনি। ইউটিউবে ভিডিও করার পাশাপাশি কিরণ ইতিমধ্যে অভিনয়েও হাত পাকিয়েছেন। কলকাতা চলন্তিকাতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে।
এই মুহূর্তে কিরণের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৪.০৮ মিলিয়ন অর্থাৎ ৪০ লক্ষেরও বেশি। পেশাগতভাবে কিরণ ইঞ্জিনিয়ারিং করেছেন। একসময়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়েই তিনি শুরু করেন ইউটিউবে কনটেন্ট তৈরি করা। দীর্ঘদিন ধরে এই কাজে তিলে তিলে নিজের জায়গা গড়ে তুলেছেন 'বং গাই'। তবে কিরণ দত্ত কোনওদিন ফ্যামিলি ব্লগ বানাতে ইচ্ছুক নন। কারণ তিনি কখনই তাঁর ব্যক্তিগত বিষয়গুলোকে নিয়ে ভিডিও বানাতে চান না। তাঁর লজ্জা লাগে বলেই জানিয়েছেন সম্প্রতি। যদিও কিরণের লাভ লাইভ কারোরই অজানা নয়।
প্রেম নিয়ে কোনও রাখঢাক রাখেননি বাংলার নম্বর ১ ইউটিউবার। কিরণের প্রেমিকা হিসাবে সকলেই চেনেন অন্তরা নয়না রায় মজুমদারকে। তিনি নিজেও কনটেন্ট ক্রিয়েটার, সোশ্য়াল মিডিয়ায় অন্তরা পরিচিত-আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই নামে। মাঝে মাঝেই নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন কিরণ ও অন্তরা। দাদার বিয়ের পর কবে কিরণ ও অন্তরা বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়ে গুঞ্জন চলছে সব জায়গাতে।