Advertisement

Television Actress: ভাই-বোনেদের সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার, লাল সোয়েটার পরা মেয়েটি টেলিপাড়ার নায়িকা

টলিপাড়ার অনেক তারকাই মাঝে মধ্যে তাঁদের শৈশবের ছবি শেয়ার করে থাকেন। নেটপাড়ায় সেই সব ছবি ঘিরে ভক্ত-অনুরাগীদের কৌতুহল কম নেই। সেরকমই একটি ছবি শেয়ার করলেন টেলিপাড়ার এক জনপ্রিয় নায়িকা। সব ভাই-বোনেদের মাঝে তাঁকে দেখে বোঝার উপায় নেই, এখন তিনি টেলিপাড়ার দারুণ চেনা মুখ।

লাল সোয়েটারে থাকা মেয়েটিকে চিনতে পারছেন?লাল সোয়েটারে থাকা মেয়েটিকে চিনতে পারছেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Dec 2025,
  • अपडेटेड 1:50 PM IST
  • টলিপাড়ার অনেক তারকাই মাঝে মধ্যে তাঁদের শৈশবের ছবি শেয়ার করে থাকেন।

টলিপাড়ার অনেক তারকাই মাঝে মধ্যে তাঁদের শৈশবের ছবি শেয়ার করে থাকেন। নেটপাড়ায় সেই সব ছবি ঘিরে ভক্ত-অনুরাগীদের কৌতুহল কম নেই। সেরকমই একটি ছবি শেয়ার করলেন টেলিপাড়ার এক জনপ্রিয় নায়িকা। সব ভাই-বোনেদের মাঝে তাঁকে দেখে বোঝার উপায় নেই, এখন তিনি টেলিপাড়ার দারুণ চেনা মুখ। সব ভাই-বোনেদের মাঝে নজর কাড়ছে লাল সোয়েটার পরা এই ছোট্ট মেয়েটি। হালকা হাসি রয়েছে ঠোঁটে। এই ছবি পোস্ট করে ওই নায়িকা লিখেছেন, তাঁকে ছোটবেলায় শাহরুখ খানের মতো দেখতে ছিল। 

খুব কম সময়ের মধ্যেই টেলিভিশনের এই অভিনেত্রী জনপ্রিয়তা পেয়েছেন। সিরিয়ালে তাঁর চরিত্র সর্বদাই মিষ্টি আর চুলবুলি হয়ে থাকে। ছোটপর্দার জনপ্রিয় মুখ, কাজ করেছেন বড় পর্দাতেও। তবে কাজ পেতে অন্য অভিনেত্রীদের চেয়ে একটু বেশি বেগ পেতে হয়। এখন যে সিরিয়ালে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করছেন, সেই সিরিয়ালের হিরোর সঙ্গে তিনি আগেও জুটি বেঁধেছেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

টেলিপাড়ার এই নায়িকা হাসি-খুশি বলেই পরিচিত। বর্ধমানের মেয়ে তিনি। তবে বাড়ি ছেড়ে কলকাতায় এসে থাকছিলেন অভিনয় নয়, পড়াশোনার জন্য। সাইকোলজিতে অনার্স পড়ছেন যোগমায়া কলেজে। যদিও বরাবর অভিনেত্রী হতেই চেয়েছিলেন তিনি। একাধিক সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। সফলতা এলেও, এই নায়িকা সাদামাটা জীবন যাপন করতেই ভালোবাসেন। প্রতি বছরই বাড়ির দুর্গাপুজোয় বর্ধমানে যান তিনি। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, কার কথা বলা হচ্ছে। 

লাল রঙের সোয়েটার পরা এই অভিনেত্রী আসলে অন্বেষা হাজরা। তিনি সম্প্রতি তাঁর ছোটবেলার ছবি শেয়ার করেছেন নেট দুনিয়ায়। সঙ্গে তাঁর আরও ভাই-বোনেরাও রয়েছেন। ছোটবেলার এই ছবি শেয়ার করে অন্বেষা লেখেন, সকাল সকাল বাবা আমায় এই ছবিটা পাঠালো...আমারো বেশ লাগলো...একটা বেশ বেবি লুনিটুন্স মার্কা ব্যাপার ছিল তখন...আমরা সবাই ছোট ছিলাম...তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম...ওই সময় আমি শাহরুখ খানের মতো দেখতে ছিলাম। অন্বেষাকে এর আগে এই পথ যদি না শেষ হয় সিরিয়ালে ঋত্বিকের সঙ্গে দেখা গিয়েছিল, যেটি দারুণ জনপ্রিয় হয়।  ‘আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম’, ‘চুনিপান্না’ সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে। বর্তমানে অন্বেষা আনন্দী সিরিয়ালে নাম ভূমিকায় অভিনয় করছেন।       

Advertisement

Read more!
Advertisement
Advertisement