Advertisement

Mahua Roychowdhury: মহুয়া রায়চৌধুরির অকাল মৃত্যু, এবার বড়পর্দায়, মহুয়ার ভূমিকায় কে?

Tollywood News: বাংলা ছবির অন্যতম সফল অভিনেত্রী ছিলেন মহুয়া রায়চৌধুরী। তবে কেরিয়ারের পিক পয়েন্টে এসে মহুয়ার অস্বাভাবিক মৃত্যু, যা নিয়ে চর্চা এখনও। ১৯৮৫ সালের ২২ জুলাই আচমকাই মৃত্যু হয় অভিনেত্রীর। তাঁর গায়ে আগুন কীভাবে লাগল, সেই রহস্যের সমাধান রয়েই গেছে। বাংলা ইন্ডাস্ট্রিতে নায়িকাকে নিয়ে বিতর্ক কম নেই।

মহুয়া রায়চৌধুরীমহুয়া রায়চৌধুরী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Sep 2025,
  • अपडेटेड 11:04 AM IST
  • বাংলা ছবির অন্যতম সফল অভিনেত্রী ছিলেন মহুয়া রায়চৌধুরী।

বাংলা ছবির অন্যতম সফল অভিনেত্রী ছিলেন মহুয়া রায়চৌধুরী। তবে কেরিয়ারের পিক পয়েন্টে এসে মহুয়ার অস্বাভাবিক মৃত্যু, যা নিয়ে চর্চা এখনও। ১৯৮৫ সালের ২২ জুলাই আচমকাই মৃত্যু হয় অভিনেত্রীর। তাঁর গায়ে আগুন কীভাবে লাগল, সেই রহস্যের সমাধান রয়েই গেছে। বাংলা ইন্ডাস্ট্রিতে নায়িকাকে নিয়ে বিতর্ক কম নেই। অনেকেই অনেক কথা বলে থাকেন তাঁকে নিয়ে। এই অভিনেত্রীর প্রতিভা নজরে এসেছিল টলিপাড়ার তাবড় পরিচালকদের। সুযোগ পাওয়ার পর দর্শকের মনেও জায়গা করে নিতে সময় নেননি মহুয়া। বিতর্কিত নায়িকাকে নিয়ে দর্শকদের কৌতুহল কম ছিল না। সেই মহুয়া রায়চৌধুরীর জীবন নিয়েই সিনেমা তৈরি করছেন পরিচালক সোহিনী ভৌমিক, নাম ‘গুনগুন করে মহুয়া’। তবে মহুয়ার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে জল্পনা-কল্পনা ছিল প্রচুর। এবার জানা গেল নায়িকার ভূমিকায় কাকে দেখা যাবে?

গত এক-দেড় বছর ধরেই মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তৈরি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। ছবিতে শুধুমাত্র নায়িকার মৃত্যু-রহস্যই উঠে আসবে এমনটা নয়, নায়িকার ফিল্মি কেরিয়ারকেও তুলে ধরা হবে।  ছবির প্রস্তুতি তিনি শুরু করে দিয়েছিলেন আগেই। তবে মহুয়ার চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়েও টলি পাড়ায় চলছিল বহু আলোচনা। অনেক নায়িকার নামই সেই তালিকায় উঠে আসলেও, চূড়ান্ত কাউকেই করা হয়নি। এবার জানা গেল মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় দেখা যাবে অঙ্কিতা মল্লিককে। যিনি এই মুহূর্তে জগদ্ধাত্রী ধারাবাহিকের প্রধান মুখ। এক সংবাদমাধ্যমকে অঙ্কিতা জানিয়েছেন যে তিনি এই চরিত্রের সুযোগ পেয়ে আপ্লুত ও নার্ভাস দুটোই। অঙ্কিতার কথায় মহুয়া তাঁর স্বপ্নের নায়িকা আর সেই চরিত্রে তিনি অভিনয় করবেন, এটা অভিনেত্রীর কাছে বিরাট পাওনা। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

জগদ্ধাত্রী সিরিয়ালের কাজ শেষ হলেই অঙ্কিতা এই ছবির কাজ শুরু করে দেবেন। বুধবার প্রয়াত অভিনেত্রীর ৬৭তম জন্মদিন।  আর এইদিনই এল জগদ্ধাত্রী নায়িকা অঙ্কিতা মল্লিকের নাম। এই ছবির মাধ্যমেই জগদ্ধাত্রী নায়িকার বড়পর্দায় ডেবিউ হবে। প্রসঙ্গত, গত দেড় বছর ধরে মহুয়াকে নিয়ে ছবি তৈরির স্বপ্ন দেখছ‌েন সোহিনী। এই ছবি দিয়ে বড় ছবি পরিচালনার দুনিয়ায় পা রাখছেন তিনি। প্রযোজক রানা সরকার।

Advertisement

অঙ্কিতার আগে এই চরিত্রের জন্য স্বস্তিকা দত্তের নাম শোনা গিয়েছিল। তবে অঙ্কিতাই পরিচালক ও প্রযোজকের শেষ পছন্দ সেটা বোঝাই গেল। এই ছবির শ্যুটিংয়ের থেকে মুক্তি পর্যন্ত বাংলা ধারাবাহিকে কাজ করবেন না অঙ্কিতা। অঙ্কিতার বয়স মহুয়ার চরিত্রের জন্য মানানসই, সেটাও একটা দিক। মোটের উপর মহুয়ার জীবনের পরতে-পরতে মোচড়। এখন বড়পর্দায় চিত্রনাট্যের ঠিক বুনোটে, এই ছবি অন্য মাত্রা পাবে কিনা, তা দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

  

Read more!
Advertisement
Advertisement