
গত বছর থেকে তাঁর দাম্পত্য জীবন টালমাটাল। স্বামীর পরকীয়া সম্পর্কের কথা প্রকাশ্যেও এনেছিলেন এই টেলি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে সেই অভিনেত্রী দাবি করেছিলেন যে তিনি তাঁর স্বামীর পরকীয়া হাতেনাতে ধরেছেন। স্বামী তাঁর বিরুদ্ধে মানহানির মামলাও করেন। তবে চলতি বছরেই সব যেন ঠান্ডা। অক্টোবরেই অভিনেত্রী সব মান-অভিমান, অভিযোগ মিটিয়ে ফের স্বামীর সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আর শুধু কি তাই, ১২ বছরের বিবাহবার্ষিকীর দিনে অভিনেত্রী স্বামীর সঙ্গে একগুচ্ছ ছবি দিয়ে জানালেন নতুন করে পথ চলা শুরু তাঁদের।
কথা হচ্ছে অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের। যিনি টেলি দুনিয়ায় নেগেটিভ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। টেলিভিশনের অত্যন্ত চেনা মুখ রিয়া। আর গত বছর স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরবও হয়েছিলেন তিনি। দুই সন্তানকে নিয়ে আলাদাই থাকছিলেন অভিনেত্রী। স্বামী অরিন্দম চক্রবর্তীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবেন বলেও ঠিক করেছিলেন। কিন্তু শাশুড়ির মৃত্যু যেন এক পলকে পুরো দৃশ্যটাই বদলে দিয়েছিল। অক্টোবরে মৃত্যু হয় রিয়ার শাশুড়ির। মৃত্যুর আগে শাশুড়ি তাঁকে ফিরে আসার কথা বললেও সেই সময় পরিস্থিতি অন্যরকম ছিল তাই ফিরতে পারেননি।
তবে শাশুড়ির মৃত্যু ফের মিলিয়ে দিল স্বামী-স্ত্রীকে। মা মারা যাওয়ার পর অরিন্দম একা হয়ে পড়েছিল, সন্তানদের কাছে চাইছিল। আর তাই রিয়াও সবটা ভুলে স্বামীর কাছে ফেরার সিদ্ধান্ত নেন। রিয়া নিজেদের সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। আর তাই বিয়ের ১২ বছরের উদযাপনে স্বামীর সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে রয়েছে রিয়া-অরিন্দমের সিঁদুর দানের মুহূর্ত কখনও তাঁদের ভালোবাসার মুহূর্ত উঠে এসেছে। আবার দুই সন্তানকে নিয়েও ছবি দিয়েছেন রিয়া। এই ছবির সঙ্গে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, না হাত ছেড়ে যেতে পারিনি এই জীবনে, যাবো না, সাত জনম ধরে একে অপরকে জ্বালাবো আবার আগলেও রাখবো। আজ আমাদের বিয়ের জন্মদিন, ১২ বছর ধরে একসাথে পথ চলা। রিয়া আরও লেখেন, অনেক খারাপ কথা ও অন্যায় করেছি সামাজিকভাবে, প্লিজ ক্ষমা করে দিও। আজকের দিনে এইটুকু চাওয়া। ভাল থেকো সুস্থ থাকো আর হাতটা শক্ত করে ধরে রেখো, বাকি ঈশ্বর সব সামলে নেবেন। শুভ বিবাহবার্ষিকী পতিদেব। এরপর অভিনেত্রী লেখেন, সব কিছু ভুলে নতুন করে পথ চলা শুরু হোক।
গত বছরই ইন্ডাস্ট্রির এর জুনিয়র আর্টিস্টের সঙ্গে স্বামী অরিন্দমের পরকীয়ার ঘটনা প্রকাশ্যে এনেছিলেন রিয়া। আইনি লড়াইও চলছিল তাঁদের মধ্যে। প্রসঙ্গত, বেশ অনেকদিন ধরে টলিউডে নিজের জায়গা তৈরি করেছেন রিয়া। ছোট পর্দা এমনকী বড় পর্দাতেও কাজ করছেন অভিনেত্রী। বাংলাদেশের শাকিব খানের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিয়া। মিঠিঝোরা সিরিয়ালে নেগেটিভ চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় তিনি। মাঝে মধ্যেই তাঁকে বোল্ড অবতারে দেখা যায়। শিবের ভক্ত রিয়া সময় পেলেই মহাদেব দর্শনে চলে যান।