খোলা পিঠ আর সেই পিঠে সেভেন চক্রের ট্যাটু। আবার বাঁ হাতেও রয়েছে ট্যাটু, সেখানে কিছু লেখা আর ডান হাতেও রয়েছে ট্যাটু। এভাবেই নিজের ট্যাটু ফ্লন্ট করলেন ছোটপর্দার এই জনপ্রিয় নায়িকা। বহু বছর ধরেই যিনি সিরিয়ালে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। বাংলা টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী। যিনি দর্শকদের মনে পাকা জায়গা করে ফেলেছেন। পুজোর সময় তিনি কলকাতা ছেড়ে ভ্যাকেশনে গিয়েছেন। আর সেখানেই খোলামেলা পোশাকে নিজের শরীরের ট্যাটু ফ্লন্ট করলেন অভিনেত্রী।
ছোটপর্দার এই অভিনেত্রী যে পোশাক পরেছেন সেটা ব্যাকলেস। আর সেখানেই তাঁর পিঠের ট্যাটু দেখা গেল। অভিনেত্রীর পিঠ থেকে সেই ট্যাটু নেমেছে কোমর পর্যন্ত। খুব কাছ থেকে এই ট্যাটু দেখলে বুঝতে পারবেন এটা সেভেন চক্রের ট্যাটু। তবে এখানেই শেষ নয়, অভিনেত্রীর দুই হাতেও ট্যাটু রয়েছে। ইনি হলেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা সোনামণি সাহা। যাঁকে এই মুহূর্তে শুভ বিবাহ সিরিয়ালে দেখা যাচ্ছে।
সোনামণি যদিও সকলের কাছে মোহর নামেই বেশি জনপ্রিয়। বেশ অল্প সময়ের মধ্যেই সোনাণি দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। তাঁর অভিনয় বেশ প্রশংসিত। এই মুহূর্তে শুভ বিবাহ সিরিয়ালে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। টেলিপাড়ায় এখন কান পাতলেই শোনা যাচ্ছে সোনামণি সাহা তথা সুধার প্রেমের খবর। অভিনেত্রী নাকি জবরদস্ত প্রেমে পড়েছেন। যদিও নিজের মুখে তা স্বীকার এখনও করেননি। সোনামণির সঙ্গে অভিনেতা প্রতীক সেনের নতুন করে সম্পর্কে জড়ানোর খবর নিয়ে সরগরম টেলিপাড়া। এর আগে সোনামণি ও প্রতীকের প্রেমচর্চা নিয়ে টেলিপাড়ায় চর্চা ছিল তুঙ্গে। যদিও কখনই তাঁরা এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।
গত বছরই সোনামণির ডিভোর্স হয়েছে সোনামণির। তাই নতুন করে সম্পর্কে জড়াতে আর কোনও বাধাই নেই। টেলিভিশন তাঁকে ফেম দিয়েছে, কিন্তু ব়্যাম্পে হেঁটেই কেরিয়ার শুরু সোনামণির। ২০১৬ সালে মাত্র ১৭ বছর বয়সে মডেল হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি, তাই আজও ব়্যাম্পে হাঁটতে সমান ভালোবাসেন তিনি। সুযোগ পেলেই ভিন্ন রকম লুকে ফটোশ্যুটের সুযোগও ছাড়েন না। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই সোনামণির বোল্ড লুকের ছবি দেখা যায়।