
টলিপাড়ার তলে তলে কত কী না ঘটে, যার খোঁজ-খবর পাওয়া ঠিক অতটা সহজ নয়। তবে চোখ-কান খোলা রাখলেই কানে আসতে পারে অনেক সিক্রেট কথাও। সেরকমই এক সিক্রেট কথা সম্প্রতি জানা গিয়েছে। শহরের এক জনপ্রিয় ব্যবসায়ীর সঙ্গে সি-বিচে রোম্যান্সে মজেছিলেন টেলিপাড়ার এক অভিনেত্রী। যদিও সেই খবর কাকপক্ষীতেও টের পায়নি। একেবারে গোপনেই তাঁরা সেরেছিলেন সেই ভ্যাকেশন।
বিনোদন দুনিয়ায় সেই ব্যবসায়ী কিন্তু ভীষণ পরিচিত মুখ। তাঁর ব্র্যান্ডের সঙ্গে নাম জড়িয়েছেন নামী দামী টলিউড নায়িকাদের। এক নায়িকার সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়িয়েছিলেন তবে তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। এরপর সেই ব্যবসায়ীর নাম একাধিক নায়িকার সঙ্গে জড়ালেও কে যে তাঁর প্রেমিকা হবেন, তা কেউই জানেন না। যদিও ইন্ডাস্ট্রিতে তাঁর ক্যাসানোভা স্বভাবের বিষয়ে সকলেই জানেন। গত বছরও এক টলি নায়িকার প্রেমে ছিলেন এই ব্যবসায়ী, কিন্তু শোনা যাচ্ছে তাঁদের নাকি চুপি চুপি ব্রেকআুপ হয়ে গিয়েছে আর তারপর নাকি গোয়ার সি-বিচে সেই ব্যবসায়ী ভ্যাকেশনে যান।
না, না একা একেবারেই নয়। সঙ্গে ছিলেন টেলিপাড়ার এই চেনা মুখের অভিনেত্রী। এই অভিনেত্রী একাধিক সিরিয়াল ও ওয়েব সিরিজে পার্শ্বচরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। টেলিপাড়ায় বহু বছর ধরেই কাজ করছেন তিনি। অভিনেত্রীর কাজের প্রশংসাও রয়েছে। বর্তমানে তাঁকে একটি জনপ্রিয় সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে। সেই অভিনেত্রীকে নিয়েই গোয়ায় গিয়েছিলেন এই ব্যবসায়ী। তবে কবে নাগাদ এই অভিসারটি হয়, তা জানা যায়নি। সেই সময় টলিপাড়ার নায়িকার সঙ্গে ওই ব্যবসায়ীর প্রেম টিকে ছিল কিনা, সেটাও ধোঁয়াশায়। যদিও হঠাৎ করেই সেই নায়িকা ব্যবসায়ীর সঙ্গে সব সম্পর্ক ছেদ করে দেন। এখন নিজেকে সিঙ্গল বলেই দাবি করছেন তিনি।
অপরদিকে, এই টেলি অভিনেত্রী কিন্তু একেবারেই সিঙ্গল নন, চুটিয়ে প্রেম করেন তিনি। মাঝে মধ্যেই প্রেমিকের সঙ্গে ছবিও পোস্ট করেন তিনি। ইন্ডাস্ট্রির নায়িকাদের সঙ্গে তাঁকে মাঝে মধ্যেই পার্টি করতে দেখা যায়। তবে ওই ব্যবসায়ীর সঙ্গে কোথায় কবে আলাপ হল এই অভিনেত্রীর, তা জানা যায়নি। তবে গোয়া ভ্রমণের সেই খবর ইন্ডাস্ট্রির অনেকেই জানেন। কিন্তু এইসব তো ইন্ডাস্ট্রিতে হয়েই থাকে, কার আর মাথাব্যথা বলুন।