টেলিভিশনের চেনা মুখ। সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও তাঁকে দেখা যায়। টেলিপাড়ার গণ্ডি ছাড়িয়ে এই নায়িকা এখন হিন্দি সিরিয়ালেও কাজ করেছেন। তবে তাঁকে নিয়ে চর্চা-ট্রোল কম হয় না। মাঝে-মধ্যেই তিনি শহর ছাড়েন। তাঁর ঘুরতে বেড়ানোর নেশার কারণে তাঁকে ট্রোল হতে হয়। এই যেমন সম্প্রতি দুবাইতে গিয়ে সবুজ মনোকিনিতে ধরা দিলেন তিনি। আর তাঁকে দেখেই ঘুম উড়েছে নেট পাড়ার।
এতক্ষণে নিশ্চয়ই বোঝা গেছে যে কার কথা বলা হচ্ছে। ইনি হচ্ছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। যিনি প্রায়ই কোনও না কোনও কারণে চর্চায় থাকেন। সম্প্রতি দেবচন্দ্রিমা দুবাইতে ভ্যাকেশনে গিয়েছেন। আর সেখান থেকেই ছবি-ভিডিও পোস্ট করছেন নায়িকা। সম্প্রতি ইনস্টাগ্রামের স্টোরিতে দেবচন্দ্রিমা তাঁর মনোকিনি পরা ছবি শেয়ার করেন। যেখানে তাঁকে সবুজ রঙের মনোকিনিতে দেখা গিয়েছে। যদিও তাঁর মুখ ক্যামেরার পিছন দিকে। দুবাইতে গিয়ে রীতিমতো আগুন ধরালেন নায়িকা।
এই ছবি পোস্ট করতেই তাঁকে ট্রোল করতে ছাড়েননি নেটিজেনরা। তবে তা নিয়ে কোনও মাথা ব্যথা নেই নায়িকার। দেবচন্দ্রিমা এই বিষয়ে বলেন, আমার রুচি সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় নিজের ইচ্ছায় যা খুশি করতে পারি। সেখানে বাধা দেওয়ার কেউ নেই। বাংলায় কাজললতা, সাঁঝের বাতি, সাহেবের চিঠি সহ একাধিক সিরিয়ালে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন দেবচন্দ্রিমা। হিন্দি ধারাবাহিক সুহাগন চুড়েল-এ মুখ্য চরিত্রে দেখা যাচ্ছিল দেবচন্দ্রিমাকে। তবে সেই সিরিয়াল তিন মাসেই শেষ হয়েছে।
তাঁর ঘোরার শখ দেবচন্দ্রিমার সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়। সারা বছর তাঁকে নানান জায়গায় ঘুরতে যেতে দেখা যায়। মনোকিনি থেকে বিকিনি দেবচন্দ্রিমা প্রায়ই ধরা দেন বোল্ড অবতারে। দুবাইতে গিয়ে দেবচন্দ্রিমা তাঁর নিজের ভয়কেও জয় করে নিয়েছেন। দুবাই গিয়ে একেবারে ১৩০০০ ফিট থেকে ঝাঁপ দিলেন অভিনেত্রী। সেই ছবি পোস্ট করে লিখলেন, 'ফিল দ্য ফিয়ার, ডু ইট এনি ওয়ে।' যার বাংলা অর্থ হল যেভাবেই হোক ভয়কে জয় করুন। অভিনেত্রী আসলে 'স্কাই ডাইভিং' করেছেন দুবাইতে গিয়ে। ভারতে এখনও এই অ্যাডভেঞ্চার স্পোর্টস শুরু হয়নি। দুবাইয়ে গিয়ে সাধারণত তারকারা স্কাই ডাইভিংয়ের আনন্দ নেন। এর আগেও অভিনেত্রীকে দেখা গিয়েছিল সেখানকার এক মসজিদে ঘুরে বেড়াতে। তিনি সেই ছবি পোস্ট করে লিখেছিলেন ভগবানের কোনও ধর্ম হয় না।