Advertisement

Guess This Tollywood Actor: মা-বাবার মাঝে বসা ছেলেটিকে চেনেন? জুনে বাবা হবেন এই জনপ্রিয় অভিনেতা

Guess This Tollywood Actor: মা-বাবার মাঝখানে ছোট্ট একরত্তি। ৬-৭ বছরের এক শিশু, নীল স্ট্রাইপ শার্ট, কোঁকড়ানো চুল আর মুখে অমায়িক হাসি। মা-বাবার সঙ্গে ঘুরতে গিয়ে পোজ দিয়েছেন এই শিশু। তবে ইনি একেবারেই সাধারণ শিশু নন, নিজগুণে আজ তিনি অসাধারণ।

চিনতে পারছেন মা-বাবার সঙ্গে থাকা এই টলি তারকাকে?চিনতে পারছেন মা-বাবার সঙ্গে থাকা এই টলি তারকাকে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Mar 2025,
  • अपडेटेड 3:37 PM IST
  • মা-বাবার মাঝখানে ছোট্ট একরত্তি।

মা-বাবার মাঝখানে ছোট্ট একরত্তি। ৬-৭ বছরের এক শিশু, নীল স্ট্রাইপ শার্ট, কোঁকড়ানো চুল আর মুখে অমায়িক হাসি। মা-বাবার সঙ্গে ঘুরতে গিয়ে পোজ দিয়েছেন এই শিশু। তবে ইনি একেবারেই সাধারণ শিশু নন, নিজগুণে আজ তিনি অসাধারণ। একাধারে দুর্দান্ত অভিনেতা আবার পরিচালনার কাজেও হাত পাকিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় টলিউডের এই অভিনেতা-পরিচালক তাঁর ছোটবেলার ছবি শেয়ার করেছেন। ইনি আবার বিখ্যাত পরিচালক ঋত্ত্বিক ঘটকের পরিবারের। 

মিষ্টি হাসির এই শিশু এখন বলিউড ও টলিউড দু জায়গাতেই নিজের পরিচয় গড়ে নিয়েছেন। কদিন আগেই জানিয়েছেন বাবা হওয়ার সুখবর। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। এই ছোট্ট শিশুটি আসলে পরমব্রত চট্টোপাধ্যায়। আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে স্ত্রী ও মায়ের ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেতা। আর ক্যাপশনে লিখেছেন, ‘না সুদে, না শোধে তবু বাড়তে থাকে ঋণ...ভালোবাসায় সীমাহীন #HappyInternationalWomensDay’। 

১৯৮০ সালের ২৭ জুন কলকাতাতেই জন্ম পরমব্রতর। বাবার নাম সতীনাথ চট্টোপাধ্যায় এবং মা সুনেত্র ঘটক। তিনি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের নাতি। ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু পরমব্রতর। অভিনয়ের পাশাপাশি তিনি খুব ভাল গান করেন। বাংলা সিনেমায় পরমব্রতর অভিনয় বরাবরই প্রশংসিত। বর্তমানে অবশ্য অভিনয়ের পাশাপাশি চলছে পরিচালনা ও প্রযোজনাও। অভিনয়ের পাশাপাশি অভিনেতা ঠোঁটকাটাও বটে। যেটা ঠিক সেই বিষয়ে স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। 

ব্যক্তিগত জীবনে একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়ালেও ২০২৩ সালে নভেম্বরে আচমকাই বিয়ে সেরে নেন পরম। সামাজিক স্বাস্থ্যকর্মী পিয়ার সঙ্গে আইনি বিয়ে করেন অভিনেতা। তা নিয়ে ট্রোলের মুখে পড়লেও সবটা সামলে নিয়ে চুটিয়ে সংসার করছেন পরম। এরই মাঝে ভ্যালেন্টাইন্স ডে-এর দিন বাবা হওয়ার সুখবরও শেয়ার করেন দম্পতি। বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী। সব ঠিক থাকলে জুনেই আসবে খুদে। খুব ছোটবেলায় মা-বাবা দুজনকেই হারিয়েছেন পরমব্রত। তবে যে মূল্যবোধ তৈরি হয়েছিল, তা আজও ধরা পড়ে অভিনেতার কথায়।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement