Advertisement

Tollywood Actress: শুধু দেখা যাচ্ছে আঙুল, ফোলা পায়ে প্লাস্টার, কোন টলি নায়িকা চোট পেলেন?

Tollywood Actress: পায়ে প্লাস্টার দেওয়া, পাশে রাখা দুটি ডাম্বল। এই ছবি পোস্ট করে টলিউডের ব্যস্ততম নায়িকা জানিয়ে দিলেন তিনি পায়ে চোট পেয়েছেন। যদিও কবে আর কীভাবে তাঁর পায়ে চোট লাগে সে সম্পর্কে কিছুই খোলসা করেননি নায়িকা।

কোন টলি নায়িকা পায়ে চোট পেলেন?কোন টলি নায়িকা পায়ে চোট পেলেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Aug 2025,
  • अपडेटेड 3:20 PM IST
  • যদিও কবে আর কীভাবে তাঁর পায়ে চোট লাগে সে সম্পর্কে কিছুই খোলসা করেননি নায়িকা।

পায়ে প্লাস্টার দেওয়া, পাশে রাখা দুটি ডাম্বল। এই ছবি পোস্ট করে টলিউডের ব্যস্ততম নায়িকা জানিয়ে দিলেন তিনি পায়ে চোট পেয়েছেন। যদিও কবে আর কীভাবে তাঁর পায়ে চোট লাগে সে সম্পর্কে কিছুই খোলসা করেননি নায়িকা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন, ডাম্বেল। ডাম্বগার্ল। অর্থাৎ টলি নায়িকা নিজেকে বোকা মেয়ের অ্যাখা দিলেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করতেই সকলেই ইশার দ্রুত আরোগ্য কামনার জন্য কমেন্ট করেছেন। 

টলিপাড়ার এই নায়িকার আইনজীবী হওয়ার ইচ্ছে থাকলেও হয়ে যান অভিনেত্রী। ছোট পর্দা দিয়ে কেরিয়ার শুরু করলেও এখন বড়পর্দা ও ওয়েব সিরিজের দাপুটে নায়িকা বলা চলে। তাঁর অভিনয় বরাবরই প্রশংসা পেয়েছে দর্শকদের কাছে। শুধু তাই নয়, এই নায়িকার স্টাইল স্টেটমেন্ট অন্যদের চেয়ে একেবারেই আলাদা। কম মেকআপ ও বোহো লুকসেও বেশি দেখতে পাওয়া যায় এই নায়িকাকে। 

তাঁর নাম জড়িয়েছে টলিউড ও বলিউডের এক অভিনেতার সঙ্গে। অভিযোগ উঠেছিল এই নায়িকার কারণেই অভিনেতার ১৪ বছরের সংসার ভাঙে। যদিও সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন এই নায়িকা। এতক্ষণে বুঝতে পেরেছেন কার কথা বলছি। ইনি হলেন ইশা সাহা। যিনি টলিপাড়ার ব্যস্ততম অভিনেত্রী। ইশাই তাঁর পায়ে চোট লাগার ছবি শেয়ার করেন। যেখানে তাঁর পায়ে প্লাস্টার রয়েছে আর পা বেশ ফুলেছে তা বোঝা যাচ্ছে। তবে নায়িকা কী করে এই চোট পেলেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। 

আরও পড়ুন

ছবি সৌজন্যে: ফেসবুক

চলতি বছরেই লহ গৌরাঙ্গের নাম রে ছবির ঘোষণা করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই ছবিতে দীর্ঘদিন পরে জুটিতে ফিরছেন ইন্দ্রনীল সেনগুপ্ত-ইশা সাহা। প্রসঙ্গত, ‘তরুলতার ভূত’ ছবিতে প্রথম তাঁরা জুটি বেঁধেছিলেন। প্রথম ছবি থেকেই তাঁদের নিয়ে প্রেমের গুঞ্জন। তার কিছু দিনের মধ্যেই বরখা বিস্তের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন অভিনেতা। ফলে চর্চা আরও জোরালো হয়। যদিও এইসব গুঞ্জনে পাত্তা দিতে নারাজ ইশা ও ইন্দ্রনীল দুজনেই। ইন্দ্রনীল এবং ইশা আর অচেনা নন। এ বার তাঁরা দ্বিতীয় ছবিতে কাজ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁদের। কিছুদিন আগেই পুরীতে লহ গৌরাঙ্গের নাম রে ছবির শ্যুটিংয়ের জন্য গিয়েছিলেন ইশা-ইন্দ্রনীল। তবে কীভাবে ইশার পায়ে চোট লাগল সেটা একেবারেই স্পষ্ট নয়।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement