
বছর শেষের মুখে। আর গোটা বছর জুড়েই টলিপাড়ায় চলেছে ভাঙা-গড়ার খেলা। কেউ নতুন সম্পর্কে পা দিলেন আবার কারোর বা দীর্ঘদিনের প্রেম-বিয়ে ভেঙে চৌচির। টলিউডে সেরকমই কিছু পরিচিত জুটি রয়েছেন, যাঁরা ভেবেছিলেন একসঙ্গে পথ চলবেন, কিন্তু সেটা আর হয়ে উঠল না। এক নজরে দেখে নিই ২০২৫ সাল কোন কোন টলি তারকাদের পথ আলাদা হল।
সুস্মিতা-সব্যসাচী
সুস্মিতা রায় সব্যসাচী চক্রবর্তী টলিপাড়ার জনপ্রিয় দম্পতিদের মধ্যে অন্যতম। কিন্তু চলতি বছরেই সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সব্যসাচী জানিয়েছিলেন তাঁদের বিচ্ছেদের কথা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে নতুন জীবনের দিকে এগিয়ে গেলেন সব্যসাচী ও সুস্মিতা। যদিও তাঁদের একসঙ্গে দেখতেই সবাই পছন্দ করতেন। তবে হঠাৎ করে এঁদের পথ আলাদা হওয়ায় তা নিয়ে চর্চা কম হয়নি।
সুদীপ-পৃথা
টেলিপাড়ার চেনা জুটি সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তী। কিন্তু হঠাৎ করেই তাঁরা এই বছর সোশ্যাল মিডিয়াতে নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন। তারপর থেকেই তাঁদের নিয়ে জলঘোলা কম হয়নি। মাঝে যদিও একসঙ্গে দেখা গিয়েছিল সুদীপ-পৃথাকে। সেই সময় শোনা গিয়েছিল, দু'জনের দূরত্ব নাকি মিটে গিয়েছে। তবে এই বিষয়ে আর মুখ খোলেননি তাঁরা।
অঙ্কিতা-প্রান্তিক
২০২২ সালে একেবারে গোপনে বিয়ে সেরেছিলেন অঙ্কিতা ও প্রান্তিক। দুজনেই টলিউডের চেনা মুখ। কিন্তু বিয়ের মাত্র ৩ বছর ঘুরতে না ঘুরতেই দাম্পত্য জীবনে ইতি টানছেন এই তারকা জুটি। প্রান্তিক তাঁদের দাম্পত্য জীবনের ইতি টানা নিয়ে সিলমোহর দিলেও অঙ্কিতা নিজের ব্যক্তিগত জীবনে আড়ালেই রাখতে চান।
নীল ভট্টাচার্য ও তৃণা সাহা
২০২১ সালে রাজকীয়ভাবে বিয়ে সেরেছিলেন নীল ও তৃণা। টেলিপাড়ার এই দম্পতিকে সবাই পাওয়ার কাপল হিসাবেই চিনতেন। তবে গত বছর থেকেই তাঁদের বিচ্ছেদ নিয়ে নানান আলোচনা শোনা গেলেও তা প্রকাশ্যে আসেনি। তবে ২০২৫ সালের শুরু থেকেই চর্চা যে, দুজনে নাকি ‘চুক্তির বিয়ে’ করেছিলেন। আপাতত খবর ইতিমধ্যেই আইনিভাবে ডিভোর্সের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এই জুটি।
সৌরসেনী ও নিখিল জৈন
বছরের শুরুতেই প্রেমে সিলমোহর দিয়েছিলেন সৌরসেনী ও নিখিল। দুজনেই জমিয়ে প্রেম করছিলেন। তবে হঠাৎ করেই তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছিল না। সেখান থেকেই বিচ্ছেদ জল্পনা শুরু হয়। সম্প্রতি সৌরসেনীকে এক সংবাদমাধ্যমে বলতে শোনা যায়, ‘এমনিতে শীতে বয়ফ্রেন্ডের হুডি পরে যায়। তবে এবার নিজেকে কিনতে হবে’!
আদিত্য-অনুষা
প্রেমের বয়স খুব বেশিদিনের নয়। আগামী বছর জানুয়ারিতে চারহাত এক হওয়ার কথা ছিল আদিত্য ও অনুষা বিশ্বনাথনের। কিন্তু কিছুদিন আগেই সেই বিয়ে ভাঙার খবর সামনে আসে। যদিও কেন বিয়ে-সম্পর্ক ভাঙল তা নিয়ে দুই পরিবারের কেউই মুখ খোলেননি। বছর শেষে আর এক জুটির সম্পর্ক ভাঙল বলা চলে।
শুভদীপ-শ্রীপর্ণা
বিয়ের দেড় বছরের মাথায় ডাক্তার বর শুভদীপ ভট্টাচার্যর সঙ্গে ডিভোর্সের খবর আসে অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের। ২০২৩ সালের ২৮ নভেম্বর বিয়ে করেছিলেন তাঁরা। একটি অনলাইন ম্যাট্রিমনি সাইটের অ্যাপের মাধ্যমে আলাপ হয়। হাওড়ার বালির মেয়ে, বিয়ের পর সংসার পাতেন চন্দননগরে। ডিভোর্স নিয়ে কথা বলতে চাননি শ্রীপর্ণা। এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, ‘বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। তাই এই নিয়ে কোনও মন্তব্য করব না।’
শ্রীনন্দা-গেভ
বছর শেষে আইনত আলাদা হওয়ার কথা ঘোষণা করলেন শ্রীনন্দা শঙ্কর। স্বামী গেভের সঙ্গে তিনি আর একসঙ্গে থাকেন না। সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি বিবৃতি দিয়ে বিচ্ছেদের বিষয়টা ঘোষণা করলে নৃত্যশিল্পী। এখন শ্রীনন্দা লন্ডনে ভ্যাকেশনে রয়েছেন।