Advertisement

Tollywood Gossip: বাবা হচ্ছেন এই টলিউড তারকা, ২ বছর আগে বিয়ে করেছিলেন বন্ধুর প্রাক্তনকে

Tollywood Gossip: প্রেম দিবসের পরের দিনই টলিপাড়ায় ফের সুখবর। শীঘ্রই মা-বাবা হচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় আদুরে ছবি পোস্ট করে সুখবর ভাগ করে নিলেন সকলের সঙ্গে।

বাবা হচ্ছেন টলিউডের এই তারকাবাবা হচ্ছেন টলিউডের এই তারকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Feb 2025,
  • अपडेटेड 12:24 PM IST
  • প্রেম দিবসের পরের দিনই টলিপাড়ায় ফের সুখবর

প্রেম দিবসের পরের দিনই টলিপাড়ায় ফের সুখবর। শীঘ্রই মা-বাবা হচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় আদুরে ছবি পোস্ট করে সুখবর ভাগ করে নিলেন সকলের সঙ্গে। খুব তাড়াতাড়ি নতুন সদস্য আসতে চলেছে পরম ও পিয়ার জীবনে। ভ্যালেন্টাইন্স ডে-এর দিন এমন সুখবর পেয়ে স্বাভাবিকভাবেই খুশি তাঁদের ভক্ত-অনুগামীরা। 

শনিবার পিয়া ও পরম তাঁদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে চারটে ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা যাচ্ছে পরম-পিয়া একে-অপরের দিকে চেয়ে রয়েছেন, দ্বিতীয় ছবিতে তাঁদের বড় কন্যা নিনা (পোষ্য কুকুর), তৃতীয় ছবিতে গত বছর তাঁদের সংসারে আসা বাঘা (বিড়াল) আর চতুর্থ ছবিতে লেখা বেবি অন দ্য ওয়ে। এই ছবির ক্যাপশনে লেখা রয়েছে, ভ্যালেন্টাইন্স ডে-এর পার্টি করতে একটু দেরি হল...আমরা ব্যস্ত ছিলাম ১) আমাদের নিয়ে ২) আমাদের বড় মেয়ে নিনাকে নিয়ে ৩) গত বছর আসা বাঘাকে নিয়ে ৪) আর আমাদের ভালোবাসা গড়ে উঠছে,  নতুন সদস্য যোগ হতে চলেছে এই পরিবারে'। আর এই পোস্ট দেখে স্পষ্ট যে পিয়া অন্তঃসত্ত্বা। বাবা হতে চলেছেন পরমব্রত। 

এক সংবাদমাধ্যমকে পিয়া জানিয়েছেন তিনি পাঁচ মাসের প্রেগন্যান্ট। সব ঠিকঠাক থাকলে জুন মাসেই তারকা দম্পতির সন্তান পৃথিবীর আলো দেখবে।  পরম-পিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। জেন বিটা আসছে তাঁদের জীবনে, কমেন্টে সে কথাও লিখেছেন পিয়া। ২০২৩-এর নভেম্বরে গোপনে খুব কাছের কয়েকজন মানুষদের নিয়ে বাড়িতেই আইনি বিয়ে সারেন পরম-পিয়া।  তবে বিয়ের আগে তাদের প্রেম নিয়ে দু'জনেই জানিয়েছেন, তাঁরা শুধুই ভাল বন্ধু। বিয়ের পরও অবশ্য বন্ধুত্ব অটুট, তবে পরিবারে এবার বন্ধুর সংখ্যা বাড়তে চলেছে। পরম-পিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বহু টলি তারকা থেকে নেটিজেনরাও। 

পিয়ার যদিও এটা দ্বিতীয় বিয়ে। এর আগে পিয়া সংসার পেতেছিলেন গায়ক অনুপম রায়ের সঙ্গে। তবে তাঁদের কোনও সন্তান নেই। এরপরই অনুপমের সঙ্গে ডিভোর্সের পর পিয়া বিয়ে করেন পরমব্রতকে। যদিও তাঁদের সম্পর্ক নিয়ে অনেক আগে থেকেই গুঞ্জন ছিল। বিয়ের পর একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছিল তাঁদের। তবে এইসব কিছুকে পাত্তা না দিয়ে প্রেমের জোয়ারে ভেসেছেন পিয়া-পরমব্রত। এবার শীঘ্রই মা-বাবা হওয়ার স্বাদ নিতে চলেছেন তাঁরা।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement