
টলিপাড়ার ব্যস্ততম নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সিনেমা থেকে সিরিজ সবেতেই তাঁর দাপট। বাণিজ্যিক ছবি থেকে শুরু করে অন্য ধারার ছবিতে অভিনয় করে শুভশ্রী বুঝিয়ে দিয়েছেন তিনি জাত নায়িকা। তার ওপর দক্ষ হাতে সংসার সামলান শুভশ্রী। নিজের পেশা সামলে দুই সন্তানকে সময় দিতে ভোলেন না নায়িকা। বাংলা জুড়ে তাঁর ফ্যান ফলোয়ার্স কম কিছু নেই। সাধে তাঁকে লেডি সুপারস্টার বলা হয় না। এখন জগদ্ধাত্রী পুজো চলছে। চন্দননগরে তা দেখতে নানান মানুষের ভিড়। আর এই সময়ই হঠাৎ করে একটি ভিডিও ভাইরাল। যেখানে এক ভ্লগার দাবি করেছেন যে জগদ্ধাত্রী মায়ের সঙ্গে নাকি শুভশ্রীর মুখের মিল রয়েছে।
দুদিন আগেই এই ভিডিও ভাইরাল হয়েছে নেট পাড়ায়। যেখানে এক ভ্লগার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় গিয়েছেন। সেখানকার বাগবাজারের ঢাকাই সাজের জগদ্ধাত্রী মাকে দেখিয়ে ওই ভ্লগার দাবি করেন যে এই ঠাকুরের মুখটা তাঁর অনেকটা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো লাগছে। তাঁর এই দাবিকে অনেক নেটিজেনই একবাক্যে মেনে নিয়েছেন। তাঁরাও জানিয়েছেন যে তাঁদেরও এই মায়ের মুখ শুভশ্রীর মতোই লেগেছে।
অনেক নেটিজেনই এই ভিডিও দেখার পর বলেন যে তাঁরাও এটা নোটিস করেছেন। আবার কেউ ব্যাঙ্গ করে লেখেন, মৃৎশিল্পী শুভশ্রীর ফ্যান। আবার কেউ লেখেন, আর সিংহটা কি দেবের মতো দেখতে। আবার কেউ লেখেন, শুভশ্রী দি তো একদিকে যেমন নিজের সংসার জগৎ সামলাচ্ছে অন্যদিকে নিজের কেরিয়ার-এর জগৎটা সমানভাবে সামলাচ্ছেন তাকে তো মা জগদ্ধাত্রী বলাই যায়। এই ভিডিওতে সবাই ওই ভ্লগারের কথাকে সমর্থন করেছে।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় টলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম। একহাতে অভিনয় ও আর একহাতে তিনি সংসার সমালান। দুই জায়গাতেই ব্যালেন্স করে চলেন নায়িকা। শুভশ্রীর ভক্ত-অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়। তাঁকে একবার দেখার জন্য মানুষ দূর দূর থেকে ছুটে আসেন। মাঝে মধ্যেই ফ্যানদের সঙ্গে দেখা করেন শুভশ্রী। তখনই তাঁকে ঘিরে উন্মাদনা চোখে পড়ে। এই মুহূর্তে তাঁর ওয়েব সিরিজ অনুসন্ধান-এর প্রচার নিয়ে ভীষণ রকম ব্যস্ত শুভশ্রী। চন্দননগরেও গিয়েছিলেন নায়িকা।