টলিপাড়ায় কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজকে নিয়ে আলোচনা কম হয় না। তাঁদের প্রেম থেকে বিয়ে সবটাই চর্চিত। এখন তো নতুন সদস্য এসেছে তাঁদের জীবনে। কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। তাঁদের জীবন এখন অনেকটাই অন্যরকম হয়ে গিয়েছে। শ্রীময়ী আপাতত কাজ থেকে বিরতি নিয়ে মেয়ে কৃষভিকে সামলাচ্ছেন। আর তারই ফাঁকে রবিবার শ্রীময়ীর যত্ন নিতে দেখা গেল কাঞ্চনকে।
শ্রীময়ী তাঁর ইনস্টা স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাঁকে দেখে বোঝা যাচ্ছে সদ্য স্নান করে বেরিয়েছেন। আর অভিনেত্রীর চুল শুকিয়ে দিচ্ছেন স্বয়ং কাঞ্চন। শ্রীময়ী নিজেই সেই ভিডিওতে জানিয়েছেন যে তিনি অবেলায় স্নান করেছেন। আর স্ত্রীর যাতে ঠান্ডা না লাগে তাই হেয়ার ড্রায়ার দিয়ে স্ত্রীয়ের চুল শুকিয়ে দিচ্ছিলেন। সেখানেই কাঞ্চনকে বলতে শোনা যায় যে তিনি এক পার্লারে পাঁচবছর কাজ করেছিলেন, তাই হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকাতে ভালই পারেন। ছোট ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আমার মিষ্টি স্বামী চুল শুকিয়ে দিচ্ছে।'
নভেম্বরেই কাঞ্চন ও শ্রীময়ীর ঘরে আসে লক্ষ্মী। দুজনে মিলে মেয়ের নাম রাখে কৃষভি। মেয়ের জন্য রাতও জাগতে হচ্ছে তাদের। তবে এখনও মেয়েকে সামনে নিয়ে আসেননি কাঞ্চন-শ্রীময়ী কেউই। তবে শ্রীময়ী জানিয়েছেন মেয়ে খুব ফর্সা হয়েছে। দিওয়ালির পর পরই কাঞ্চন ও শ্রীময়ী সুখবর শোনান। তার আগে শ্রীময়ীর প্রেগন্যান্সি নিয়ে কেউই কিছুই জানতে পারেননি। চলতি বছরের দোলের দিনই শ্রীময়ী জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা। এর আগেও হাসপাতালে কাঞ্চনকে দেখা গিয়েছে স্ত্রীর যত্ন নিতে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমে আইনি বিয়ে সারেন কাঞ্চন-শ্রীময়ী। তারপর মার্চ মাসে সামাজিকভাবে বিয়ে করেন তাঁরা। দোলের দিনই শ্রীময়ী জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু কাউকেই কিছু বুঝতে দেননি অভিনেত্রী। প্রেগন্যান্ট অবস্থাতেই তিনি কাজ করে গিয়েছিলেন যতটা পেরেছেন। তবে কালীপুজোর সময় তাঁর বেবিবাম্প সামনে আসে, যা নিয়ে চর্চা শুরু হয়। কিন্তু তখনও কাউকে কিছুই বলেননি এই তারকা দম্পতি। পরে কাঞ্চন সোশ্যাল মিডিয়া পেজে তাঁদের সন্তান আসার কথা জানান।