Advertisement

Rachna Banerjee: রচনার ছেলে খেল শ্যাম্পেন, TMC সাংসদের পোস্ট ভাইরাল

তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই আলোচনার কেন্দ্রে চলে আসেন। বিশেষ করে তাঁর ব্যক্তিগত বিষয়গুলি নিয়ে। স্বামী প্রবাল বসুর সঙ্গে ডিভোর্স হয়নি, তবে তাঁরা আলাদাই থাকেন। যদিও এখন তাঁদের একসঙ্গে সব অনুষ্ঠানেই দেখা যাচ্ছে। আসলে রচনা চেয়েছিলেন তাঁর ছেলে প্রণীল তার মা-বাবাকে নিয়ে কোনও তির্যক প্রশ্নের মুখে পড়ুক।

ছেলে প্রণীলের সঙ্গে রচনাছেলে প্রণীলের সঙ্গে রচনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Oct 2025,
  • अपडेटेड 12:06 PM IST
  • তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই আলোচনার কেন্দ্রে চলে আসেন।

তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই আলোচনার কেন্দ্রে চলে আসেন। বিশেষ করে তাঁর ব্যক্তিগত বিষয়গুলি নিয়ে। স্বামী প্রবাল বসুর সঙ্গে ডিভোর্স হয়নি, তবে তাঁরা আলাদাই থাকেন। যদিও এখন তাঁদের একসঙ্গে সব অনুষ্ঠানেই দেখা যাচ্ছে। আসলে রচনা চেয়েছিলেন তাঁর ছেলে প্রণীল তার মা-বাবাকে নিয়ে কোনও তির্যক প্রশ্নের মুখে পড়ুক। আর তাই স্বামীর সঙ্গে তিনি আইনি বিচ্ছেদের পথে জাননি। নিজের জন্মদিন বন্ধু-বান্ধবদের সঙ্গে বিদেশে কাটালেও স্বামী প্রবালের জন্মদিনের আগেই শহরে ফিরে আসেন। ছেলেকে নিয়ে স্বামীর জন্মদিন সেলিব্রেট করলেন রচনা। 

এদিন রচনা ও প্রণীলকে দেখা যায় স্বামী প্রবালে জন্মদিনের পার্টিতে। স্ত্রী রচনাকে পাশে নিয়ে কেক কাটেন তিনি। শুধু তাই নয়, জন্মদিনের পার্টিতে শ্যাম্পেনের বোতল খোলা হয় এবং সেই শ্যাম্পেন প্রথম ছেলে প্রণীলকে খাওয়ান বাবা প্রবাল। ছেলেকে একা হাতেই মানুষ করেছেন রচনা। তার প্রতিটি গতিবিধির দিকেই সাংসদ-অভিনেত্রীর কড়া নজর থাকে। তাই ছেলের শ্যাম্পেন খাওয়া নিয়ে রচনার প্রতিক্রিয়া কি তা এখনও জানা যায়নি। রচনাকে এদিন সিলভার রঙের পোশাকে দেখা গিয়েছেষ স্বামীর কেক কাটার সময় তিনি পাশে ছিলেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এক পুরনো সাক্ষাৎকারে রচনা জানিয়েছিলেন যে তাঁর ও প্রবালের দাম্পত্য সুখের নয়। তবে ছেলেকে যাতে কোনও দিন শুনতে না হয় যে, তাঁর বাবা-মা ‘ডিভোর্সি’, সেই কারণেই তিনি ও স্বামী আইনি বিচ্ছেদের পথে হাঁটেননি। স্বামীকে নিয়ে কোনও অভিযোগ নেই তাঁর। জানিয়েছিলেন, ছেলের পরীক্ষার সময় স্বামী এসে পড়ান, একসঙ্গে ঘুরতে যান, খাওয়াদাওয়াও করেন। রচনা এবং তাঁর স্বামী ‘কো-পেরেন্টিং’-এর পথেই হেঁটেছেন।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

গত বছর রাজনীতিতে যোগ দেন রচনা। হুগলি কেন্দ্র থেকে টিকিট পান। এরপর থেকেই রচনার সঙ্গে প্রচারে দেখা যেতে শুরু করে স্বামী প্রবালকে। স্ত্রীর খুঁটিনাটি সব বিষয়েই নজর তাঁর। তখন থেকেই জল্পনা শুরু হয় যে তাহলে কি আবার রচনা ও প্রবাল এক হলেন? না, তাঁরা একসঙ্গে থাকেন না। তবে সব জায়গায়ায় একসঙ্গেই যান। এমনকি রচনার পার্লামেন্টে প্রথম শপথের দিনও ছেলেকে নিয়ে সেখানে গিয়েছিলেন প্রবাল। 

Advertisement

রচনার স্বামী লেডিবাগ টেলস নামে এক প্রতিষ্ঠানের কর্ণধার ও ডিরেক্টরও। এছাড়াও প্রবাল যুক্ত রয়েছেন আরও একটি সংস্থার সঙ্গেও। এর আগে প্রবাল সাহারা ইন্ডিয়া পরিবারের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ছিলেন। ব্যবসার আগে প্রবাল বিদেশি এক ব্যাঙ্কেও উচ্চপদে কাজ করতেন। ব্যবসার পাশাপাশি রচনার স্বামী প্রবাল অসম্ভব ফিটনেস ফ্রিক। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যাবে তাঁর জিম করা ছবি।  
 

Read more!
Advertisement
Advertisement