Advertisement

Koel Mallick: 'স্বার্থপর' হিট হতেই অমৃতসরে কোয়েল, সপরিবারে গেলেন স্বর্ণমন্দিরে

Koel Mallick: বছরের শেষটা ভালই কাটল টলিউড কুইন কোয়েল মল্লিকের। মেয়ে কাব্য হওয়ার পর বড়পর্দায় কামব্যাক করেন নায়িকা 'স্বার্থপর' ছবির হাত ধরে। বক্সঅফিসে 'স্বার্থপর' ছবি ২৫ দিনেও দারুণ হিট। ভাই-বোনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে এই বাংলা সিনেমা দর্শকদের মনে জায়গা করে নিতে সফল হয়েছে।

কোয়েল মল্লিককোয়েল মল্লিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Nov 2025,
  • अपडेटेड 2:35 PM IST
  • বছরের শেষটা ভালই কাটল টলিউড কুইন কোয়েল মল্লিকের।

বছরের শেষটা ভালই কাটল টলিউড কুইন কোয়েল মল্লিকের। মেয়ে কাব্য হওয়ার পর বড়পর্দায় কামব্যাক করেন নায়িকা 'স্বার্থপর' ছবির হাত ধরে। বক্সঅফিসে 'স্বার্থপর' ছবি ২৫ দিনেও দারুণ হিট। ভাই-বোনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে এই বাংলা সিনেমা দর্শকদের মনে জায়গা করে নিতে সফল হয়েছে। ছবির প্রচার, পোস্ট-প্রচার, আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব সব নিয়ে ভীষণভাবে ব্যস্ত ছিলেন কোয়েল। এইসব মিটতেই স্বামী নিসপাল, দুই সন্তান ও শ্বশুরবাড়ির সঙ্গে পাড়ি দিলেন অমৃতসরে। দর্শন করলেন স্বর্ণমন্দিরে। 

কোয়েল তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে কোয়েলকে দেখা গিয়েছে হলুদ রঙের সালোয়ার কামিজে, মাথায় ওড়না দেওয়া। মায়ের কোলে ছোট্ট কাব্যর মাথাতেও রয়েছে গোলাপি পাগড়ি। মা-বাবা ও দাদা কবীরের সঙ্গে কাব্য এই প্রথমবার স্বর্ণমন্দিরে গেলেন। কোয়েল-নিসপালের সঙ্গে নায়িকার শ্বশুরবাড়ির লোকজনকেও দেখা গিয়েছে। সপরিবারে অমৃতসরে গিয়েছেন তাঁরা। ক্যাপশনে কোয়েল লিখেছেন, ‘অমৃতসরের গোল্ডেন টেম্পল ভ্রমণের অনবদ্য অভিজ্ঞতা।’

পুজোর পর পরই কোয়েলের ব্যস্ততা যেন বেড়ে যায়। কারণ ভাইফোঁটার আগেই মুক্তি পায় কোয়েল মল্লিকের কামব্যাক ছবি স্বার্খপর। ছবিটি দারুণভাবে সাড়া ফেলে দর্শকদের কাছে। স্বার্থপর-এর সাফল্যের আনন্দেই কাটছিল কোয়েলের দিনগুলো। পুজোর সিনেমাগুলোর মাঝেই সকলের মনে জায়গা করে নিয়েছে এই ছবি। ভাইবোনের সম্পর্ককে একেবারে অন্য মোড়কে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। তবে ‘স্বার্থপর’-এর সাফল্যের পরেই অভিনেত্রী তাঁর পরবর্তী ‘মিতিন মাসি’র প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। পরিচালকের সঙ্গে জমজমাট মিটিংয়ের মুহূর্তও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। 

গত বছর কোয়েল ও নিসপালের কোলে এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান কাব্য। মেয়ে হওয়ার পর থেকে তাঁকে গোপনেই রেখেছিলেন এই তারকা দম্পতি। তবে কোয়েল-কন্যাকে দেখার আগ্রহ ছিল সকলের মধ্যেই। এই বছর মল্লিক বাড়ির পুজোতে সপ্তমীর দিন মেয়ের সঙ্গে ছবি দেন কোয়েল। মেয়েকে কোলে নিয়ে বাড়ির পুজোর বিশেষ মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী। কোয়েল ও নিসপালের মেয়েকে দেখার পর সোশ্যাল মিডিয়ায় তাকে আদরে ভরিয়ে দেন সকলে। তাই অনেকেই মনে করছেন একদিকে ছোট্ট কাব্যকে নিয়ে ঈশ্বর দর্শন, অন্য দিকে সিনেমার সাফল্যের কারণেই অমৃতস্বরের স্বর্ণমন্দিরে ছুটে গিয়েছেন কোয়েল।

Advertisement

Read more!
Advertisement
Advertisement