Advertisement

Abir Chatterjee: লাইমলাইট থেকে কেন দূরে রাখেন মেয়েকে? নিজেই জানালেন আবির

Abir Chatterjee: স্ত্রী নন্দিনীকে নিয়ে ফিল্মি পার্টিতে দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় সেভাবে স্ত্রীর সঙ্গে ছবি দেন না আবির। তারওপর আবির-নন্দিনীর একটি মেয়ে রয়েছে, সেটাও অধিকাংশ জনের অজানা ছিল। মেয়েকে একেবারে আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেতা।

আবির চট্টোপাধ্যায়আবির চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Aug 2025,
  • अपडेटेड 2:53 PM IST
  • সম্প্রতি এক পডকাস্টে এসে মেয়েকে নিয়ে প্রকাশ্যেই কথা বলেন অভিনেতা।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবির চট্টোপাধ্যায় হ্যান্ডসম অভিনেতা বলেই পরিচিত। তাঁর অভিনয় বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে। পেশাদার জীবন যতটা খোলামেলা ততটাই ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে ভালোবাসেন আবির। স্ত্রী নন্দিনীকে নিয়ে ফিল্মি পার্টিতে দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় সেভাবে স্ত্রীর সঙ্গে ছবি দেন না আবির। তারওপর আবির-নন্দিনীর একটি মেয়ে রয়েছে, সেটাও অধিকাংশ জনের অজানা ছিল। মেয়েকে একেবারে আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেতা। এমনকি তাকে কোনও ফিল্মি পার্টি বা ছবির প্রিমিয়ারেও দেখা যায় না। মেয়ে ময়ুরাক্ষীকে নিয়ে এবার সিক্রেট তথ্য ফাঁস করলেন অভিনেতা আবির। 

সম্প্রতি এক পডকাস্টে এসে মেয়েকে নিয়ে প্রকাশ্যেই কথা বলেন অভিনেতা। জানালেন ময়ূরাক্ষী বিশেষভাবে সক্ষম সন্তান তাঁদের। আবির বলেন, আমার সিনেমাগুলো খুব বেশি দেখ না ময়ূরাক্ষী, ও নিজের মতো করে দেখতে থাকে, আমার সঙ্গে গিয়ে দেখা হয় না। আমি মিস করি সেটা। এরপর অভিনেতা এও জানান যে তিনি মেয়ের সঙ্গে খুব বেশি ফিল্মি পার্টি বা জনসমক্ষে যান না তার কারণ আবির চান না তাঁর মেয়ে প্রয়োজনের চেয়ে বেশি মনোযোগ পান। কারণ সো যদি অভিনেতা থাকাকালীন হয় এবং সেটার কারণে মেয়ের কোনও অসুবিধা হলে সেটা আবিরের কাছেও মেনে নেওয়া সম্ভব নয়। মেয়েকে নিয়ে যদি একান্তই কোথাও যেতে হয় তাহলে অভিনেতা অনেক ভেবেচিন্তে তবেই সেখানে একসঙ্গে যান। যে কারণে পারিবারিক কোনও অনুষ্ঠানেও আবির ও তাঁর মেয়ে একসঙ্গে যেতে পারেন না। 

মেয়ে ময়ূরাক্ষীর থেকে আবির যেটা প্রতিনিয়ত শেখেন তা হল নিঃশর্তহীন ভালোবাসা। আবির বলেন, ময়ূরাক্ষীর একটি অদ্ভুত ক্ষমতা আছে। তা হল ওর আশেপাশে যারা আছে তাদেরকে ও অদ্ভুতভাবে ভালোবেসে ফেলে। প্রসঙ্গত, টলিপাড়ার একাধিক ইভেন্টে আবির ও নন্দিনীকে একসঙ্গে দেখা গেলেও, মেয়ে ময়ূরাক্ষীকে দেখা যায় না কোথাও। একমাত্র কন্যা ময়ূরাক্ষীকে সচরাচর প্রকাশ্যে আনেন না আবির বা নন্দিনী কেউই। 

Advertisement

ময়ূরাক্ষী এখন কিশোরী। গত বছর দোলের দিন প্রথমবার আবিরের মেয়েকে সামনে নিয়ে আসেন স্ত্রী নন্দিনী। বিশেষ বিশেষ দিনগুলোতে মেয়ের সঙ্গেই সময় কাটান আবির। মেয়েকে একেবারেই লাইমলাইট থেকে দূরে রেখেছেন অভিনেতা ও তাঁর স্ত্রী। আবির চট্টোপাধ্যায়ের কন্যাকে নিয়ে তেমন চাপা উত্তেজনা ছিলই। এর আগে একবার ময়ূরাক্ষীর জন্মদিনে প্রকাশ্যে এসেছিল তাঁর ছবি। তবে আবির-নন্দিনীর মেয়ে যে বিশেষভাবে সক্ষম, সে কথা অধিকাংশ জনই জানেন না।   

Read more!
Advertisement
Advertisement