আইনিভাবে বিচ্ছেদ হয়নি তথাগত-দেবলীনার। তবে প্রেমের মাসে তাঁদের দুজনকে নিয়েই চর্চা বিস্তর। তথাগত ও দেবলীনা দুজনেই এখন আলাদা থাকেন আর দুজনের সম্পর্ক নিয়েই টলিপাড়ায় গুঞ্জন কম নেই। এই বছর টলিপাড়ার অনেকেই নতুন করে প্রেমে পড়েছেন। আর সেই তালিকায় রয়েছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়।
শোনা যাচ্ছে, নতুন করে প্রেমে পড়েছেন পরিচালক। যদিও মাঝে তাঁর ও অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। বহুবার তাঁদের একসঙ্গে দেখা গেলেও পরিচালক বারংবার বলে এসেছেন তাঁরা শুধুই ভাল বন্ধু। তথাগত এই সম্পর্ক নিয়ে চর্চায় এতটাই বিরক্ত হন যে ঘোষণা করেন তিনি কোনও সম্পর্কে নেই। কিন্তু প্রেম দিবসের আগেই তাঁর নতুন করে প্রেমে পড়া নিয়ে গুঞ্জন চারা দিয়ে উঠেছে।
এক সংবাদমাধ্যমের কাছে তথাগত স্বীকার করেছেন যে তাঁর জীবনে প্রেম এসেছে। তবে এখনই তিনি তাঁর প্রেমিকার নাম, পরিচয় কিছুই জানাতে চাইছেন না। দুজনের সম্পর্কের বয়স মাত্র ২ মাস। সূত্রের খবর, তথাগতর মনের মানুষ ইন্ডাস্ট্রির মানুষ হলেও সে পর্দার পিছনে থেকে কাজ করেন। তবে তথাগত জানিয়েছেন যে তিনি এই সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস। এর বেশি কিছু আর জানা যায়নি। প্রসঙ্গত, তথাগতর সঙ্গে অভিনেত্রী-মডেল বিবৃতির সম্পর্ক নিয়ে তোলপাড় হয় টলিপাড়া। বেশ কিছু বছর ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা চললেও নিজেরা কোনওদিন এই বিষয়ে মুখ খোলেননি।
প্রসঙ্গত, ২০১২ সালে তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন দেবলীনা। এটা ছিল তথাগতর দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী কন্যাকুমারীর সঙ্গে সাত পাক ঘুরেছিলেন তিনি। একসঙ্গে বেশ কয়েকটি পোষ্য নিয়ে ছিল তথাগত-দেবলীনার সুখের সংসার। তবে ২০২১ সালের শেষের দিকে ভেঙে যায় তাঁদের সম্পর্ক। এই বিচ্ছেদের কারণ হিসাবে বারবার উঠে আসে বিবৃতির সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতার কথা। যদিও এখনও তথাগতর সঙ্গে আইনি ভাবে বিচ্ছেদ হয়নি নায়িকার। অপরদিকে, পরিচালকের প্রাক্তন স্ত্রী দেবলীনার সঙ্গেও অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে চর্চা জোরদার।