Advertisement

Kanchan-Sreemoyee: ইস্কনে মুখেভাত কাঞ্চন-শ্রীময়ী কন্যার, আজই সামনে আসবে কৃষভি

Kanchan-Sreemoyee: গত বছর নভেম্বরে কাঞ্চন ও শ্রীময়ীর কোলে এসেছে ছোট্ট কৃষভি। যদিও এখনও একরত্তিকে সামনে আনেননি তারকা দম্পতি। দেখতে দেখতে প্রায় ৬ মাসের হয়ে গেল কৃষভি। আর বুধবার কৃষভির মুখেভাতের অনুষ্ঠান। কেমন আয়োজন হচ্ছে মেয়ের প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠানে?

কাঞ্চন-শ্রীময়ীর মেয়ের মুখেভাতকাঞ্চন-শ্রীময়ীর মেয়ের মুখেভাত
মৌমিতা ভট্টাচার্য
  • কলকাতা,
  • 30 Apr 2025,
  • अपडेटेड 11:27 AM IST
  • গত বছর নভেম্বরে কাঞ্চন ও শ্রীময়ীর কোলে এসেছে ছোট্ট কৃষভি।

গত বছর নভেম্বরে কাঞ্চন ও শ্রীময়ীর কোলে এসেছে ছোট্ট কৃষভি। যদিও এখনও একরত্তিকে সামনে আনেননি তারকা দম্পতি। দেখতে দেখতে প্রায় ৬ মাসের হয়ে গেল কৃষভি। আর বুধবার কৃষভির মুখেভাতের অনুষ্ঠান। কেমন আয়োজন হচ্ছে মেয়ের প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠানে? মঙ্গলবার রাতে বুলেট সরোজিনী সিরিয়ালের সাংবাদিক সম্মেলন থেকে ফিরে bangla.aajtak.in-কে পুরোটা জানালেন কৃষভির মা শ্রীময়ী। 

কাঞ্চন-শ্রীময়ীর কন্যা কৃষভির বুধবারই মুখেভাতের অনুষ্ঠান। তবে জাঁকজমক করে এই অন্নপ্রাশনের অনুষ্ঠান করা হচ্ছে না বলেই জানিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। কৃষভির মা বলেন, 'আমার বাড়িতে যেহেতু গোপাল আছে, তাই মুখেভাত অনুষ্ঠানের কোনও প্রথা নেই। বাড়িতে তাই কোনও অনুষ্ঠান হবে না। শুধু সকালবেলা নিয়ম মেনে নান্দীমুখ, গায়ে হলুদ এইগুলো হবে। এরপর ইস্কনে গিয়ে প্রধান প্রসাদ কৃষভিকে খাওয়ানো হবে।' তবে শ্রীময়ী জানান যে তাঁর নিজের কোনও ভাই বা দাদা নেই, দিদি আছে। তাই মামা নয়, দাদুর কোলে বসে নাতনি ভাত খাবে। ইস্কনের মহারাজ কৃষভিকে প্রসাদ খাইয়ে দেবেন বলে জানান কাঞ্চন-পত্নী। 

তবে শ্রীময়ী বেশ নার্ভাস এইদিনকে ঘিরে। কারণ তাঁর মেয়ে এই প্রথমবার বাইরে যাচ্ছে এবং অচেনা মানুষদের দেখে কী করবে তাই ভেবে রীতিমতো রাতের ঘুম ওড়ার জোগাড়। বুধবার মুখেভাতের পরই কৃষভির মুখ সকলকে দেখাবেন বলে কাঞ্চন ও শ্রীময়ী সিদ্ধান্ত নিয়েছেন। মুখেভাতে কৃষভি যেটা পরবেন তার ডিজাইন করেছেন মেয়ের মা-বাবা মিলে। দুপুর ১টার সময় ইস্কনে অনুষ্ঠিত হবে কৃষভির মুখেভাতের অনষ্ঠান। শ্রীময়ী জানিয়েছেন, পরিবার ও কাছের মানুষদের নিয়েই এই ঘরোয়া মুখেভাতের অনুষ্ঠান হবে। এর আগে নীলষষ্ঠীর দিন ছোট্ট কৃষভিকে আংশিক দেখার সুযোগ হয়েছে অনুরাগীদের। তবে তার মুখ দেখা যায়নি।

ইতিমধ্যেই মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন শ্রীময়ী। 'বুলেট সরোজিনী' সিরিয়ালের শ্য়ুটিং করছেন তিনি। অন্যদিকে কাঞ্চনও একাধিক ছবির কাজে বেজায় ব্যস্ত। তবে ছোট্ট কৃষভি থাকে তার দিদার কাছেই। শ্রীময়ীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর একেবারেই গোপনে ছিল। দিওয়ালির পরের দিনই তাঁরা কৃষভি হওয়ার খবর দেন। এখন এই একরত্তিকে ঘিরেই নতুন করে উত্তেজনা-আনন্দ তৈরি হয়েছে এই দম্পতির মধ্যে। এখন অপেক্ষা ছোট্ট কৃষভিকে দেখার।   
 

Advertisement

    

Read more!
Advertisement
Advertisement