Advertisement

Kanchan-Sreemoyee: মা-বাবার সঙ্গে প্রথম কফি ডেট, দিদার কোলে চেপে কী করল শ্রীময়ী-কন্যা ?

Kanchan-Sreemoyee: দিওয়ালির পরেই কাঞ্চন ও শ্রীময়ীর ঘর আলো করে এসেছে তাঁদের প্রথম কন্যা সন্তান কৃষভি। এখন তাকে নিয়েই তারকা দম্পতির সব ব্যস্ততা। যদিও কৃষভি হওয়ার পর থেকে তার মুখ এখনও দেখায়নি কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই।

কাঞ্চন-শ্রীময়ীকাঞ্চন-শ্রীময়ী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2025,
  • अपडेटेड 7:23 PM IST
  • দিওয়ালির পরেই কাঞ্চন ও শ্রীময়ীর ঘর আলো করে এসেছে তাঁদের প্রথম কন্যা সন্তান কৃষভি।

দিওয়ালির পরেই কাঞ্চন ও শ্রীময়ীর ঘর আলো করে এসেছে তাঁদের প্রথম কন্যা সন্তান কৃষভি। এখন তাকে নিয়েই তারকা দম্পতির সব ব্যস্ততা। যদিও কৃষভি হওয়ার পর থেকে তার মুখ এখনও দেখায়নি কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই। তবে একরত্তির একাঝিক ঝলক সামনে এসেছে। ছোট্ট রাজকন্যাকে দেখার ইচ্ছে নেটিজেনদের মধ্যে প্রবল। আর এরই মাঝে মেয়েকে নিয়ে মা-বাবা গেলেন কফি ডেটে। 

শ্রীময়ী তাঁর মা, দিদি ও বোনঝির সঙ্গে কফি শপে গিয়েছেন। সঙ্গে রয়েছেন কাঞ্চনও। আর ভিডিওতে দেখা গিয়েছে ছোট্ট কৃষভি তাঁর দিদার কোলে চেপে আছে আর বাবা কাঞ্চন তাকে অনেক কিছু দেখাচ্ছে কফি শপের মধ্যে। কৃষভিও অবাক হয়ে দেখছে সবকিছু। মা শ্রীময়ী ক্যামেরার দিকে তাকাতে বললেও কাঞ্চন, শ্রীময়ীর মা সেদিকে পাত্তা না দিয়ে মেয়ে কৃষভিকে নিয়েই ব্যস্ত থাকতে দেখা যায়। শ্রীময়ীর মেয়েকে লাল রঙের পোশাক পরে থাকতে দেখা গিয়েছে। কফি শপে পরিবারের সঙ্গে কাটানো সুন্দর এই মুহূর্তটিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রীময়ী। 

নিত্যদিনই একে অপরকে জুড়ে চর্চায় থাকেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের পর দুজনে মিলে জমিয়ে করছেন সংসার। তাঁদের জীবনে এসেছে ছোট্ট কৃষভিও। শ্রীময়ী-কাঞ্চন কন্য়ার বয়স এখন মাত্র ৬মাস। প্রসঙ্গত, শ্রীময়ীকে দেখা গিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালেও। সেখানে তাঁর হাতে লাল গোলাপ ও আইসক্রিমও দেখা গিয়েছে। কিন্তু কাঞ্চন ছাড়া তাঁকে এগুলো কে দিল তা জানা যায়নি। 

প্রসঙ্গত, গত বছর ১৪ ফেব্রুয়ারি সই-সাবুদ করে বিয়েটা সেরে ফেলেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। তারপর হয় তাঁদের সামাজিক বিয়ের অনুষ্ঠান। ২ নভেম্বর সবার অগোচরে মা হন কাঞ্চন-ঘরণী। আর তা নিয়েও চর্চা কম হয়নি। তবে এইসব চর্চাকে শ্রীময়ী বা কাঞ্চন কেউই অতটা পাত্তা দিতে রাজি নন। নতুন করে সিরিয়ালে কামব্যাক করছেন শ্রীময়ী। নতুন সিরিয়ালে তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে। এছাড়াও রক্তবীজ ২-তে একটি চরিত্রে দেখা যাবে শ্রীময়ীকে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement