Advertisement

Sreemoyee-Kanchan: 'কখনও তোমার ভালোবাসা মাখা আদর', শ্রীময়ীর জন্মদিনে আদুরে পোস্ট MLA কাঞ্চনের

Sreemoyee-Kanchan: জীবনে দুটো ব্যর্থ বিয়ে। তারপর তৃণমূলের বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিকের জীবনে আসেন শ্রীময়ী চট্টরাজ। বন্ধুত্ব, প্রেম, কটাক্ষের শিকার, বিয়ে, সংসার আর এখন তাঁরা এক কন্যা সন্তানের অভিভাবকও। কাঞ্চনের কথায় শ্রীময়ী তাঁকে সবদিক দিয়ে সমৃদ্ধ করে তুলেছেন। দুজনের বয়সের পার্থক্য হলেও সেই বাধা কোনওভাবেই সম্পর্কের ওপর পড়েনি।

কাঞ্চন-শ্রীময়ীকাঞ্চন-শ্রীময়ী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jun 2025,
  • अपडेटेड 12:42 PM IST
  • কাঞ্চনের কথায় শ্রীময়ী তাঁকে সবদিক দিয়ে সমৃদ্ধ করে তুলেছেন।

জীবনে দুটো ব্যর্থ বিয়ে। তারপর তৃণমূলের বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিকের জীবনে আসেন শ্রীময়ী চট্টরাজ। বন্ধুত্ব, প্রেম, কটাক্ষের শিকার, বিয়ে, সংসার আর এখন তাঁরা এক কন্যা সন্তানের অভিভাবকও। কাঞ্চনের কথায় শ্রীময়ী তাঁকে সবদিক দিয়ে সমৃদ্ধ করে তুলেছেন। দুজনের বয়সের পার্থক্য হলেও সেই বাধা কোনওভাবেই সম্পর্কের ওপর পড়েনি। গত বছর ফেব্রুয়ারিতে আইনি বিয়ে এবং মার্চে সামাজিক বিয়ে সারেন এই তারকা দম্পতি। শ্রীময়ীর জন্মদিনে আবেগে ভাসলেন কাঞ্চন। নিজের লেখা কবিতা পাঠ করে সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ীর ভিডিও পোস্ট করে জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানালেন। 

কাঞ্চন যে ভিডিও পোস্ট করেছেন তাতে বিয়ে থেকে শুরু তাঁদের হানিমুন, শ্রীময়ীর অদেখা কিছু ছবি, কৃষভি সব কিছু মিলিয়ে গত ১ বছরের দাম্পত্যের সুখের ছবি তুলে ধরেছেন। এই ভিডিওর নেপথ্যে শোনা যাচ্ছে কাঞ্চনের কিছু কথা। তা একান্তভাবেই তাঁর স্ত্রী শ্রীময়ীকে নিয়েই বলা। কাঞ্চন বলছেন, কখনও তোমার ভালোবাসা মাখা আদর, কখনও তোমার আগলে রাখা শাসন, কখনও তোমার স্নেহ মাখা মুখে অভিমানের ঝলক, আমায় ঘিরে তোমার প্রতিদিনের নানা রূপ বারবার পরিপূর্ণ করে চলেছে আমাকে। মনের কথা গুছিয়ে কবিতা আকারে গড়ে তুলেছেন কাঞ্চন। সেটা জনসমক্ষে এনে বুঝিয়ে দিলেন, শ্রীময়ীকে তিনি কতটা ভালোবাসেন।

কাঞ্চনের কবিতার আরও দুটো লাইন হল, নাই বা মিলল দুনিয়ার সঙ্গে তাল...শুধু ভালোবাসা ঘিরে থাকুক প্রতিটা মুহূর্তে। বিধায়ক-অভিনেতার এই কথা থেকেই স্পষ্ট যে দুনিয়া তাঁদের সম্পর্ক নিয়ে কী মনে করেন, তা নিয়ে ভাবতে রাজি নন দম্পতি। বরং একে-অন্যের ভালোবাসায় ডুবে সামনের দিনগুলো কাটাতে চান। প্রসঙ্গত, কাঞ্চনের দুটো ব্যর্থ বিয়ের পর শ্রীময়ীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই তাঁদের কটাক্ষের শিকার হতে হয়। তবে এইসব ট্রোলিংকে বিশেষ পাত্তা দেন না তাঁরা। এই পোস্ট দেখে শ্রীময়ী অবাক হয়ে গিয়েছেন। শ্রীময়ী ফেসবুকে লিখেছেন, আমি সত্যিই অবাক হয়ে গিয়েছি। আমি ভাবতেও পারি না, তুমি আমার জন্য এটা তৈরি করতে পারো। মাই গড…তুমি আর কৃষভি আমার জীবনের সবকিছু। তুমি আমার জীবন ভালোবাসায় ভরিয়ে দিয়েছ। লাভ ইউ মাম্মা।

Advertisement

৩০ জুন ২৮ বছরে পা দিলেন শ্রীময়ী আর কাঞ্চনের বয়স ৫১ বছর। দুজনের মধ্যে বেশ অনেকটাই বয়সের ফারাক। তাই কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কাটাছেঁড়া হয়েছিল। তবে সেসব সমালোচনায় প্রভাবিত না হয়ে, দু’জনে সুখে সংসার করছেন। এই মুহূর্তে কাঞ্চন রাজনৈতিক কাজ ও অভিনয় দুটোই সমান তালে সামলে চলেছেন। তবে শ্রীময়ীর হাতে এখন কাজ নেই। ভাল চরিত্রের জন্য অপেক্ষা করছেন অভিনেত্রী। 

  

Read more!
Advertisement
Advertisement