Advertisement

Anirban Bhattacharya: 'প্রতিবাদে নেই পুজোর শ্যুটে আছেন?', নেটিজেনদের তোপে অনির্বাণ

Anirban Bhattacharya: আরজি কর-কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের পাশাপাশি টলিউড তারকারাও প্রতিবাদে সামিল হয়েছেন। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে সোহিনী সরকার, সুদীপ্তা চক্রবর্তী, প্রসেনজিৎ, জিতু কমল সহ সকলেই আন্দোলনে সামিল হয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও আরজি কর-কাণ্ডের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন টলিউডের একাধিক তারকা। কিন্তু প্রথম থেকে মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

অনির্বাণ ভট্টাচার্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Sep 2024,
  • अपडेटेड 5:29 PM IST
  • আরজি কর-কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের পাশাপাশি টলিউড তারকারাও প্রতিবাদে সামিল হয়েছেন।

আরজি কর-কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের পাশাপাশি টলিউড তারকারাও প্রতিবাদে সামিল হয়েছেন। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে সোহিনী সরকার, সুদীপ্তা চক্রবর্তী, প্রসেনজিৎ, জিতু কমল সহ সকলেই আন্দোলনে সামিল হয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও আরজি কর-কাণ্ডের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন টলিউডের একাধিক তারকা। কিন্তু প্রথম থেকে মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। রাস্তায় নামা তো দূর আরজি কর-কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়াতেও অভিনেতা একটা বর্ণও খরচ করেননি। যার জন্য অনির্বাণের ওপর ক্ষুব্ধ ছিলেন নেটিজেনদের একাংশ। এবার এই প্রতিবাদ আবহেই পুজোর শ্যুটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই অনির্বাণকে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়। 

সম্প্রতি এক ফ্যাশন ব্র্যান্ডের পুজোর কালেকশনের বিজ্ঞাপনে দেখা গেল অনির্বাণকে। আর সেই বিজ্ঞাপনের ভিডিও পোস্ট হল অভিনেতার ইনস্টাগ্রামে। আর সেখানেই কমেন্ট বক্সে অভিনেতার দিকে উড়ে এল একের পর এক কটাক্ষের ঝড়। কেউ লিখলেন, ‘বেঁচে আছেন আপনি!’ আবার কেউ লিখলেন, ‘এই ইস্যুটায় অনেক মানুষকে চিনিয়ে দিল, তার মধ্য়ে আপনিও একজন।’ অনেকে আবার লিখলেন, ‘খোকা তুমি ছিলে কোথায়?’ তবে এইসব কটাক্ষের কোনও পাল্টা জবাব দেননি অনির্বাণ।

একদিকে যখন অনির্বাণ আরজি কর-কাণ্ড নিয়ে নীরবতা বজায় রেখেছেন অপরদিকে তাঁর স্ত্রী মধুরিমা গোস্বামী এই ঘটনায় রীতিমতো গর্জে উঠেছেন। প্রতিবাদ-আন্দোলনে তাঁকে দেখা গিয়েছে সক্রিয়ভাবে অংশ নিতে। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের স্ত্রী, মধুরিমা প্রথম থেকেই আরজি করের ঘটনার প্রতিবাদে। তবে প্রতিবাদ করা বা মিছিলে নামার সিদ্ধান্ত অন্য কাউকে দেখে নয়, বরং একান্তই নিজের, সম্প্রতি স্পষ্ট করে জানিয়েছিলেন মধুরিমা। আরজি কর-কাণ্ড নিয়ে অনির্বাণ কেন চুপ সেই বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করার সময় পাননি মধুরিমা।    

Advertisement

এদিকে টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, এই আর জি কর কাণ্ডের উত্তপ্ত আবহেই অনির্বাণ ভট্টাচার্য এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুজোর ছবি সম্ভবত বানচাল হতে চলেছে। কারণ হিসেবে, সিনেমার গল্পের সঙ্গে হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ, খুনের ঘটনার সাদৃশ্যের কথা বলছেন অনেকে। যদিও ছবিটি দক্ষিণী এক সিনেমার বাংলা সংস্করণ। অনেকে আবার বলছেন যে রাহুল মুখোপাধ্যায়ের বয়কট-শ্যুটিং বন্ধ নিয়ে অনেকটা সময়ই এগিয়েছে আর তাই পুজোর সময় এই ছবি মুক্তি পাওয়া বেশ কঠিন বিষয়। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement