Advertisement

Ankush Hazra: পেঁয়াজ-লঙ্কা দিয়ে রুটি-তড়কা, রাস্তার দোকানেই অঙ্কুশ সারলেন রাতের ডিনার, VIDEO

Ankush Hazra: টলিপাড়ার হিরো অঙ্কুশ হাজরা সবসময়ই মাটির কাছাকাছি থাকতে পছন্দ করেন। ইন্ডাস্ট্রির নায়ক হয়েও তিনি সাধারণের মধ্যে মিশে যেতে পারেন খুব চট করে। আর তাই অঙ্কুশকে সবাই ভালোবাসেন। সম্প্রতি কালনাতে গিয়েছিলেন অঙ্কুশ কোনও কাজে আর সেখানে গিয়েই সাধারণ এক হোটেলে রুটি-তড়কা খেলেন মন ভরে।

রাস্তার দোকানে অঙ্কুশ তৃপ্তিভরে খেলেন খাবাররাস্তার দোকানে অঙ্কুশ তৃপ্তিভরে খেলেন খাবার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jan 2025,
  • अपडेटेड 2:09 PM IST
  • টলিপাড়ার হিরো অঙ্কুশ হাজরা সবসময়ই মাটির কাছাকাছি থাকতে পছন্দ করেন।

টলিপাড়ার হিরো অঙ্কুশ হাজরা সবসময়ই মাটির কাছাকাছি থাকতে পছন্দ করেন। ইন্ডাস্ট্রির নায়ক হয়েও তিনি সাধারণের মধ্যে মিশে যেতে পারেন খুব চট করে। আর তাই অঙ্কুশকে সবাই ভালোবাসেন। সম্প্রতি কালনাতে গিয়েছিলেন অঙ্কুশ কোনও কাজে আর সেখানে গিয়েই সাধারণ এক হোটেলে রুটি-তড়কা খেলেন মন ভরে। আর জানালেন তিনি এভাবেই এইসব হোটেলে খেতে ভালোবাসেন। 

অঙ্কুশ তাঁর শেয়ার করা ভিডিওতে বলেন যে তিনি কালনা যাচ্ছেন শো করতে। অভিনেতা বলেন তাঁদের কালনা পৌঁছতে আধঘণ্টা বা ৪৫ মিনিট সময় লাগবে তাই তাঁরা খেতে নেমেছেন। অঙ্কুশের টেবিলে রাখা গরম গরম ডিম ভুজিয়া, রুটি আসছে বলেও জানান অভিনেতা। এরপর তিনি বলেন, আমরা অনেক সময়ই ফাইভস্টার সেভেনস্টারে খেতে যাই কিন্তু আসল খাবারের স্বাদ পাওয়া যায় এই ছোট ছোট হোটেলগুলিতে। অভিনেতা জানান যে তিনি এর আগেও ২০১৯ সালে এই হোটেলে এসেছিলেন এবং এখানে আসলে অঙ্কুশ রুটি-তড়কা, এগ তড়কা এগুলোই খান। অঙ্কুশ এও জানান যে তিনি যখনই কলকাতা থেকে বিভিন্ন জায়গায় শো করতে যান তখন এইসব জায়গাতেই খেয়ে থাকেন। 

এরপরই অঙ্কুশকে আন্ডা ভুর্জি ও গরম গরম রুটি খেতে দেখা যায়। আৎ এই খাবার খেয়ে অভিনেতা যে কতটা তৃপ্ত তা তাঁর মুখ দেখেই স্পষ্ট। অভিনেতা পেঁয়াজ-লঙ্কা চাইতে ভুললেন না। অঙ্কুশের এই ভিডিও তাঁর ভক্তদের মন ছুঁয়ে গিয়েছে। অনেকেই অভিনেতাকে কালনার বিখ্যাত মাখা সন্দেশ খাওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ কেউ আবার অভিনেতার প্রশংসা করতে ভোলেননি। এই ভিডিও শেয়ার করে অঙ্কুশ লেখেন, কালনা পৌঁছানোর আগে একটু রুটি তড়কা আহা। 

নতুন বছরের শুরুতেই একটা ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছিল, জল্পনা বাড়িয়েছে তার সঙ্গের লেখা। তবে কি সত্যিই এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন? সোশ্যাল মিডিয়ায় নজর রাখতেই দেখা গেল, তাঁরা গিয়েছেন বিয়ের কেনাকাটা করতে। ক্যাপশানে লেখা, 'নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। সবথেকে লম্বা পথ।' এই লেখা আরও জল্পনা বাড়িয়ে দিয়েছিল। তবে না, বিয়ে করছেন না তাঁরা। ডিজাইনার অভিষেক রায়ের জন্য বিশেষ ফটোশ্যুট করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। গত পাঁচ বছর ধরে একত্রবাস করছেন তাঁরা। তবে বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি তাঁরা। কিন্তু চলতি বছরেই কি একসঙ্গে বধূবেশে ও বরবেশে বাস্তব জীবনে দেখা যাবে তাঁদের? সেই জল্পনা কিন্তু রয়েই যাচ্ছে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement