আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রাস্তায় যেমন নেমেছেন তেমনই সোশ্যাল মিডিয়াতেও বারংবার তাঁকে সোচ্চার হতে দেখা গিয়েছে। এমনিতে অভিনেতা তাঁর ছোটখাটো ব্যক্তিগত বিষয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পিছুপা হন না। মজার মজার ভিডিও-ছবি তাঁকে হামেশাই শেয়ার করতে দেখা যায়। তবে এবার অঙ্কুশ যেটা শেয়ার করলেন, তা দেখার পর ভক্তদের মধ্যে তাঁকে নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
অঙ্কুশ যে ছবি তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন সেখানে তাঁকে দেখা গিয়েছে উসকো খুশকো চুল, চোখে চশমা। চোখে-মুখে বেশ ক্লান্তি অভিনেতার। বিছানায় শুয়ে রয়েছেন তিনি। আচমকাই খুব অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা। তাঁর ইনস্টা স্টোরি থেকেই জানা গিয়েছে যে তাঁর বুকে ব্যথা, গলায় ব্যথা, মাথা ব্যথা ও জ্বর নিয়ে তিনি বিছানায় পড়ে রয়েছেন। অসুস্থ হওয়ার খবর নিজেই দিলেন সেলফি পোস্ট করে। অভিনেতাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি রীতিমতো অসুস্থ। এখন এই গরম তো এই বৃষ্টিতে চারিদিক ঠান্ডা। এই আবহাওয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। রেহাই পেলেন না অঙ্কুশও।
অভিনেতা এও জানিয়েছেন যে রবিবার এভাবেই বিছানায় শুয়ে কাটাতে হয়েছে তাঁকে। নিজের অসুস্থ চেহারার ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, “আমার রবিবারটা এমনই কাটল। গলায় ব্যথা, বুকে যন্ত্রণা, মাথা ব্যথা আর জ্বরে।” তাঁর ছবি দেখে অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। এমনিতে অঙ্কুশ তাঁর ব্যক্তিগত জীবনের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন। সেগুলো কখনও ট্রোল হয় আবার কখনও বা পায় প্রশংসা।
সম্প্রতি অঙ্কুশ এবং ঐন্দ্রিলা তাঁদের একটি আদুরে ছবি পোস্ট করেন। যেকানে নায়ককে ভালোবেসে কিছু খাইয়ে দিচ্ছেন ঐন্দ্রিলা। যে ছবিটি পোস্ট করেন নায়ক তাতে দেখা যাচ্ছে বিছানায় বসে রয়েছেন তিনি। আর তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রেমিকা ঐন্দ্রিলা। তাঁর পরনে নীল-সাদা কো-অর্ড সেট। এই ছবি শেয়ার করে অঙ্কুশ লিখেছিলেন, যখনই নতুন কোনও রান্না এক্সপেরিমেন্ট করা হয় তখন আমাকেই গিনিপিগ হতে হয়। তারপর আমাকে জিজ্ঞেস করা হয় “কেমন লাগল?” আর তখন আমি আমার জীবনের সেরা অভিনয়টি প্রদর্শন করি। যাই হোক। ইনি রান্নাটি অসাধারণ করেন।” প্রসঙ্গত, অঙ্কুশ-ঐন্দ্রিলা গত কয়েক বছর ধরেই লিভ-ইন রিলেশনে রয়েছেন। বিয়ে কবে করবেন সেটা এখনও জানা যায়নি। অঙ্কুশকে শেষবারের মতো পর্দায় দেখা গিয়েছিল মির্জা ছবিতে।