Advertisement

Raghu Dakat-Dev: কপালে তিলক-লাল চোখ, ৪ বছর পর 'রঘু ডাকাত' লুকে দেব, কবে মুক্তি?

Raghu Dakat-Dev: চার বছর আগে 'রঘু ডাকাত' রূপে সামনে এসেছিল দেবের ফার্স্ট লুক। কিন্তু তারপরই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি চলে যায় বিশ বাঁও জলে। নানান কারণে সেই ছবির শ্যুটিং আর শুরু হয়নি। দেবও থেমে থাকেননি। একের পর এক সিনেমা দর্শকদের উপহার দিয়ে গিয়েছেন অভিনেতা।

রঘু ডাকাত রূপে দেবরঘু ডাকাত রূপে দেব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jan 2025,
  • अपडेटेड 10:22 AM IST
  • চার বছর আগে 'রঘু ডাকাত' রূপে সামনে এসেছিল দেবের ফার্স্ট লুক।

চার বছর আগে 'রঘু ডাকাত' রূপে সামনে এসেছিল দেবের ফার্স্ট লুক। কিন্তু তারপরই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি চলে যায় বিশ বাঁও জলে। নানান কারণে সেই ছবির শ্যুটিং আর শুরু হয়নি। দেবও থেমে থাকেননি। একের পর এক সিনেমা দর্শকদের উপহার দিয়ে গিয়েছেন অভিনেতা। কিন্তু কোথাও যেন রঘু ডাকাত হওয়ার প্রবল ইচ্ছে দেবের মধ্যে ছিল। তাই ২০২৪-এ দুটো বিগ বাজেটের সিনেমা মুক্তির পরই ২০২৫-এর জন্য একেবারে রেডি সুপারস্টার। বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন তাঁর রঘু ডাকাতের লুক। সঙ্গে জানিয়ে দিলেন ছবি মুক্তির দিনও। 

২০২৪-এর ডিসেম্বর কাঁপিয়ে দিয়েছে দেব-ইধিকা পালের খাদান। এই ছবির সাফল্যে রীতিমতো আপ্লুত দেব। গোটা বাংলা জুড়ে খাদান-এর জয়জয়কার। বহু বছর পর দেব বাণিজ্যিক ছবিতে কামব্যাক করেছেন। আর যে কারণে দেব-ভক্তদের মধ্যে এত উন্মাদনা। সেই সময়ই দেব কথা দিয়েছিলেন যে আগামী বছরও তিনি নতুন কিছু নিয়ে আসবেন। আর সেই কথাই রাখলেন সুপারস্টার। দেব তাঁর রঘু ডাকাতের যে লুক শেয়ার করেছেন সেখানে তাঁর আধা মুখ ঢাকা কালো কম্বলে, কপালে সিঁদুরের তিলক, নিষ্ঠুর দুটো চোখ। এই ছবি শেয়ার করে দেব লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার। কথা দিয়েছিলাম খাদান-এর পর আমি আমার নতুন ছবি নিয়ে আসব। এর সঙ্গে দেব এও জানিয়েছেন যে এই বছরের পুজোতেই মুক্তি পাবে রঘু ডাকাত।

 

‘বাংলার ডাকাত’ রঘু। গল্পগাছায় তার উল্লেখ রোঘো নামেও রয়েছে। কেউ বলেছেন নিষ্ঠুর দস্যু, কারও কাছে আবার সে যেন রবিনহুড! লাঠিখানি হাতে নিয়ে যদি একবার বলত ‘আমি রঘু ডাকাত!’ তাতেই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার উপক্রম। এমন চরিত্রে দেবের এই লুক দেখে উচ্ছ্বসিত ভক্তরা। তবে শোনা যাচ্ছিল, রঘু ডাকাত নতুন বছরে তৈরি হচ্ছে ঠিকই তবে বদলে যাচ্ছে প্রযোজক। ‘রঘু ডাকাত’-এর কাজ নাকি সত্যিই শুরু হবে তবে এসভিএফ নয় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে এই ছবি প্রযোজনা করবে সুরিন্দর ফিল্মস। খাদানের পর আবারও নিসপাল রানের সঙ্গেই নাকি হাত মেলাচ্ছেন দেব। কিন্তু সেটা যে শুধুই কানাঘুঁসো তা প্রমাণ করলেন দেব। এই ছবির প্রযোজক হিসাবে থাকছে এসভিএফ।

Advertisement

২০২১ সালে ঠিক কালীপুজোর আগে ‘রঘু ডাকাত’ তৈরির কথা ঘোষণা করেছিলেন দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ছবির ফার্স্টলুক শেয়ার করে দেব লিখেছিলেন, ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত।’ তারপর দীর্ঘ চার বছরের অপেক্ষা। এসভিএফ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি কি আদৌ তৈরি হবে? এই নিয়ে তৈরি হয় সংশয়। এতদিনে সেই সংশয় মিটল। নতুন বছরের পুজোতেই মুক্তি পাবে ‘রঘু ডাকাত’। নতুন পোস্টার প্রকাশ করেই তা জানিয়ে দেওয়া হল। টলিপাড়ার সূত্রের খবর, ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য লেখা শেষ করেছেন ধ্রুব। দেবের সঙ্গে নাকি শুটিংয়ের তারিখ নিয়ে আলোচনা হয়েছে। এমনকী, মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি ছবির কিছু দৃশ্যের শ্যুটিং হওয়ার কথা। তা নিয়ে চলছে রেইকি। 

 

Read more!
Advertisement
Advertisement