Advertisement

Actor Dev: বাবা হতে চান দেব? নিজের ইচ্ছের কথা জানালেন নায়ক

Actor Dev: পুজোর সময়ই মুক্তি পেয়েছে রঘু ডাকাত। এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আর অগাস্টে দেবের ধূমকেতু ছিল সুপার হিট। তবে টলিপাড়ায় দেবের ক্যারিশ্মা একেবারেই অন্যরকম। দর্শকেরা তাঁকে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন। পেশা জীবন অভিনেতার তরতরিয়ে এগোলেও ব্যক্তিগত জীবনে দেব এখনও খুব বেশি এগোতে পারেনি।

বাবা হতে চান দেব?বাবা হতে চান দেব?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Oct 2025,
  • अपडेटेड 1:27 PM IST
  • রুক্মিণী মৈত্রর সঙ্গে দেবের সম্পর্ক বহু বছরের।

পুজোর সময়ই মুক্তি পেয়েছে রঘু ডাকাত। এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আর অগাস্টে দেবের ধূমকেতু ছিল সুপার হিট। তবে টলিপাড়ায় দেবের ক্যারিশ্মা একেবারেই অন্যরকম। দর্শকেরা তাঁকে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন। পেশা জীবন অভিনেতার তরতরিয়ে এগোলেও ব্যক্তিগত জীবনে দেব এখনও খুব বেশি এগোতে পারেনি। রুক্মিণী মৈত্রর সঙ্গে প্রেম করলেও কবে দেব বিয়ে করছেন এ প্রশ্নের উত্তর অধরাই রয়েছে। বিয়ের কথা স্ফষ্ট করে না বললেও বাবা হতে চান কিনা অভিনেতা সেটা তার আগেই জানালেন।  

রুক্মিণী মৈত্রর সঙ্গে দেবের সম্পর্ক বহু বছরের। শুভশ্রীর সঙ্গে ব্রেকআপের পর পরই রুক্মিণীর সঙ্গে সম্পর্ক শুরু হয় দেবের। নয় নয় করে বহু বছরই একসঙ্গে কাটিয়ে দিলেন দেব। তবে তাঁরা বিয়ে কবে করবেন, সেই উত্তর দুজনের কেউই দেননি। এই বছর দেব ৪৩ বছরে পা দেবেন। আর এখনও অবিবাহিত। আপাতত তাঁকে বাংলার মোস্ট এলিজেবল ব্যাচেলার বললেও কিছু ভুল হয় না। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় দেবকে প্রশ্ন করা হয় তিনি বাবা হতে চান কিনা। সেই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, অবশ্যই আমি চাই, আমার পরিবার হোক। বিষয়টা আমি ডেস্টিনির হাতে ছেড়ে দিয়েছি। 

ধূমকেতুর সময় থেকেই দেব ও রুক্মিণীর সম্পর্কে দুরত্বের সৃষ্টি হয়। টলিপাড়ার গুঞ্জন, রুক্মিণী এখন মুম্বইতে থাকছেন। কাজ বা শ্যুটিং থাকলে তিনি তবেই কলকাতায় আসেন। একসঙ্গে তাঁদের অনেকদিনই দেখা যায়নি। প্রতি বছর দুর্গাপুজোর ঠিক পরেই বেড়াতে যান দেব। সঙ্গে থাকেন তাঁর বান্ধবী রুক্মিণী মৈত্র। এবার একাদশীর দিন থেকেই কাজ শুরু করে দিয়েছেন দেব। আপাতত হলে রমরমিয়ে চলছে দেবের ‘রঘু ডাকাত’। মুক্তির অপেক্ষায় প্রজাপতি ২। যেখানে দেব সিঙ্গল ফাদারের ভূমিকায় অভিনয় করছেন। 

প্রজাপতি ২-তে ফের একবার দেখা যাবে দেব ও মিঠুনের জুটি। এটি অভিজিৎ সেন পরিচালনা করেছেন। নায়িকা হিসেবে দেখা যাবে ইধিকা পাল ও জ্যোর্তিময়ী কুণ্ডুকে। এই ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। লন্ডনে হয়েছে ছবির শ্যুটিং। বড়দিনের সপ্তাহে ছবি মুক্তির কথা রয়েছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement