টলিপাড়ায় দেব এই মুহূর্তে সুপারস্টার। একের পর এক হিট ছবি অভিনেতার ঝুলিতে। রাজনীতি ও অভিনয় দুটোই সমান তালে চালিয়ে যাচ্ছেন দেব। তাঁকে নিয়ে ট্রোল-কটাক্ষ প্রায়ই হয়ে থাকে। তবে এইসবে খুব একটা পাত্তা দিতে নারাজ দেব। নিজের মতো করেই সবটা সামলে চলেন তিনি। সম্প্রতি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিনে একটু অন্যরকম স্টাইলে দেখা গেল দেবকে। যদিও অভিনেতা জানিয়েছেন যে তাঁর স্টাইল কেমন হবে তা পুরোটাই রুক্মিণীকে জিজ্ঞেস করেই করেন তিনি।
টেক্কা ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিনের পার্টিতে দেব পরেছিলেন রেট্রো যুগের বেলবটম প্যান্ট। পুরনো দিনের সিনেমাতে অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, জিতেন্দ্র সহ মিঠুন চক্রবর্তীকেও এই বেলবটম প্যান্টে বহুবার দেখা গিয়েছে। সেই সময় এটাই ছিল হিট ফ্যাশন। সেই আশির দশকের বেলবটম প্যান্ট এখন আর কেউ পরেন না। এখন স্কিনি জিন্সের চাহিদাই বেশি। তবে খাদান ছবির শ্যুটিং করতে গিয়ে দেবকে পরতে হয়েছিল বেলবটম প্যান্ট। আর সেখান থেকেই ভালোবাসা শুরু এই স্টাইলটার প্রতি। সৃজিতের জন্মদিনেও তাঁকে কালো রঙের শার্ট ও একই রঙের বেলবটম প্যান্টে দেখা গিয়েছে।
দেব এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খাদান করতে গিয়ে তিনি বেলবটম পরতে শুরু করেন। সেটা ভাল লাগে অভিনেতার। এখন দেবের মাথায় ঘুরছে কীভাবে এই বেলবটমকে আবার ফিরিয়ে আনা যায়। এরপরই দেব জানান যে রুক্মিণী স্টাইল ডিভা, কোনটা ভাল কোনটা খারাপ সেটা রুক্মিণীকে জিজ্ঞেস করেই দেব পরেন। যাতে খুব বেশি এক্সপেরিমেন্টাল না হয়ে যায়। তবে রুক্মিণী জানেন যে দেবের পছন্দটা খারাপ নয়। পুজোর আগেই মুক্তি পাবে দেব-রুক্মিণী-স্বস্তিকার টেক্কা। এখন চলছে জোর কদমে প্রচারের কাজ।
এরই মাঝে খাদান ছবির শ্যুটিও শেষ হয়েছে। সেই খবরও দেব দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। দেব এদিন একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে তাঁর হাতে একটি খাঁড়া ধরা। রাগত চোখে তাকিয়ে আছেন তিনি। পরনের জামায় লেগে রক্তের দাগ। এটা দেবের আগামী ছবি খাদানের লুক। এই ছবিটি পোস্ট করে এদিন দেব জানান ছবির শ্যুটিংয়ের কাজ শেষ হল। ছবির ক্যাপশনে লেখেন, 'ফাইনালি শেষ হল শ্যুটিং। দেখা হচ্ছে বড় পর্দায়।' এর আগে খাদান ছবির শ্যুটিংয়ের ঝলক শেয়ার করেছিলেন দেব। আর সেখানেই তাঁকে দেখা গিয়েছিল বেলবটম প্যান্টে। তাই এই পুজোতে দেবের হাত ধরেই ফিরতে পাবে আশি-নব্বই যুগের ফ্যাশন বেলবটম প্যান্ট।