Advertisement

Jeet: শুক্তো আর চিংড়ি মাছ প্রিয়, বাঙালি খাবার খেতে পছন্দ করেন অবাঙালি জিৎ

Jeet: টলিপাড়ার সুপারস্টার জিৎ। কর্মাশিয়াল ছবির রাজা এই মুহূর্তে যদি কেউ হয়ে থাকেন তিনি হলেন জিৎ। অবাঙালি হয়েও বাঙালি দর্শকদের মন খুব সহজেই জয় করে নিয়েছেন তিনি। বয়স ৪০-এর কোঠা পেরোলেও তাঁকে দেখে তা বোঝার উপায় নেই। নিজেকে এভাবেই ফিট রেখেছেন অভিনেতা জিৎ।

অভিনেতা জিৎঅভিনেতা জিৎ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Oct 2025,
  • अपडेटेड 11:31 AM IST
  • টলিপাড়ার সুপারস্টার জিৎ।

টলিপাড়ার সুপারস্টার জিৎ। কর্মাশিয়াল ছবির রাজা এই মুহূর্তে যদি কেউ হয়ে থাকেন তিনি হলেন জিৎ। অবাঙালি হয়েও বাঙালি দর্শকদের মন খুব সহজেই জয় করে নিয়েছেন তিনি। বয়স ৪০-এর কোঠা পেরোলেও তাঁকে দেখে তা বোঝার উপায় নেই। নিজেকে এভাবেই ফিট রেখেছেন অভিনেতা জিৎ। সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদির পডকাস্ট শো-তে এসে জিৎ তাঁর নিজের জীবন নিয়ে বহু অজানা কথাই শেয়ার করেছেন। আর সেই সময়ই অভিনেতা জানিয়েছেন বাঙালি খাবারের প্রতি তাঁর ভালোবাসার কথা। 

জিৎ-এর বেড়ে ওঠা এই কলকাতা শহরেই। তাই বাঙালি সংস্কৃতি ও এখানকার খাওয়া-দাওয়া সম্পর্কে তিনি যে জানবেন সেটাই স্বাভাবিক। জিৎ নিজেও বাঙালি বহু খাবার খেতেই পছন্দ করেন। রণবীরের পডকাস্টে এসে জিত তাঁর প্রিয় বাঙালি খাবার নিয়ে বলেন, আমি মাছ খেতে পছন্দ করি। সেই জন্য পাতুরি খেতে ভালোবাসি। এছাড়াও চিংড়ি মাছের যে কোনও পদ ভালোবাসি, সর্ষে চিংড়ি খুব প্রিয়। এছাড়াও জিৎ বলেন যে তিনি শুক্তো খেতে পছন্দ করেন এবং সাধারণ ডাল-ভাতও তাঁর অত্যন্ত প্রিয় খাবারের মধ্যে একটি। এর সঙ্গে সুপারস্টার এও জানিয়েছেন যে তিনি বাঙালি খাবার খেতে ভালোবাসেন। 

যদিও জিৎ মেনে চলেন কঠোর থেকে কঠোরতম ডায়েট। অভিনেতার ব্যক্তিগত ম্যানেজার এ বিষয়ে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে জিৎ সেদ্ধ খাবার ছাড়া আর কিছুই খান না। তাঁর খাওয়া-দাওয়া নিয়ে বিশাল সংযম দেখলে অবাক হতে হবে অন্যদের। তার পাশাপাশি প্রতিদিন নিয়ম করে জিমে যাওয়া তো রয়েছে। আর সেই কারণেই জিৎ তাঁর শরীরকে এত ভালভাবে ধরে রাখতে পেরেছেন। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ২৩ বছর পার করে নিলেন জিৎ। টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন অভিনেতা। 

অবাঙালি ছেলে জিৎ-এর সাথী সিনেমা বক্স অফিসে সুপারহিট। কালীঘাটে বড় হওয়া জিতু মদনানীকে বাংলা ইন্ডাস্ট্রি চিনল জিৎ নামে। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। এর পর ‘চ্যাম্পিয়ন’, ‘নাটের গুরু’, ‘সঙ্গী’ হয়ে ‘বন্ধন’ ও ‘শুভদৃষ্টি’, 'বস' সহ একাধিক বাণিজ্যিক ছবি উপহার দিয়েছেন সুপারস্টার দর্শকদের। অ্যাকশন হিরে হিসাবে সব সময়ই এগিয়ে জিৎ। টলিপাড়ার সব অভিনেতারা যখন অন্য ধারার সিনেমা নিয়ে ব্যস্ত, তখন জিৎ বর্তমান সময়ে দাঁড়িয়েও বাণিজ্যিক ছবিতে নিজেকে প্রমাণ করে চলেছেন।   
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement