টলিউডের সুপারস্টার জিৎ। তাঁর ভক্ত-অনুগামীদের সংখ্যা নেহাত কম নয়। অবাঙালি হয়েও বাঙালি দর্শকদের মন জয় করতে একটুও সময় লাগেনি অভিনেতা জিৎ ওরফে জিতেন্দ্র মদনানীর। জিৎ বরাবরই কর্মাশিয়াল ছবিতে নিজের ক্যারিশ্মা দেখিয়ে এসেছেন। এটা হয়তো অনেকেই জানেন যে জিৎ তাঁর কেরিয়ারের শুরুর দিকে মুম্বইতে সংঘর্ষ করেছেন। আর এই মায়ানগরী তাঁকে এক বিশেষ শিক্ষা দিয়েছে।
মুম্বই বা মায়ানগরীর টান উপেক্ষা কেউই করতে পারেন না। টলিপাড়ার অনেক অভিনেতা-অভিনেত্রী তাঁদের প্রথম জীবনে মুম্বইতে অভিনয় করার জন্য গিয়েছিলেন। কেউ সফল হয়েছেন আবার কেউ বা অসফল হয়েই ফিরে এসেছেন কলকাতায়। অসফল অভিনেতাদের তালিকাতেই রয়েছেন জিৎ। কলকাতার ছেলে জিৎ-এর বেড়ে ওঠা, পড়াশোনা সবই এই শহরেই। গ্র্যাজুয়েটের পর জিৎ পারিবারিক ব্যবসায় যোগ দিলেও তাঁর মন পড়েছিল অভিনয়ের দিকেই। এরপর জিৎ বেশ কিছু সিরিয়ালে কাজ করলেও সেভাবে জনপ্রিয়তা পান না। এরপর অভিনেতা মুম্বই যান এবং ৫ বছর সেখানে থাকেন। সম্প্রতি এক পডকাস্টে জিৎ জানিয়েছেন যে এই মায়ানগরী তাঁকে কী শিখিয়েছে।
জিৎ বলেন, আমার মনে হয়েছে যে মুম্বই আমায় বাস্তবের জীবনটা ঠিক কেমন হয় তা শিখিয়েছে, যেটাকে আত্ম-নির্ভরতা বলে। এটা যে কোনও মানুষ ২-৪ বছর বাইরে থাকলেই সেটা নিজে থেকে শিখে যায়। তাই আমি মনে করি জীবনের কিছু বছর মানুষের বাইরে থাকা উচিত। মুম্বই আমাকে আত্ম-নির্ভর হতে শিখিয়েছে। জীবনের অনেক সত্যির সম্মুখীন হতে শিখিয়েছে, আর এরপর কলকাতায় এসে আমি কয়েক বছরে একজন অভিনেতা হিসাবে যতটা পূর্ণতা পেয়েছি তা অভাবনীয় আর আগামী দিনেও আরও পাব আশা রাখছি।
জিৎ ৫ বছর মুম্বই থাকার পর ফিরে এসে কিছু ইংরেজি নাটকে অভিনয় করেন। তবে কিছুতেই সন্তুষ্ট হন না। এরপর আবার মুম্বই যান এবং ২০০১ সালে দক্ষিণ ভারতীয় পরিচালকের হাত ধরে তেলেগু ছবি 'চাঁদু'-তে কাজ করেন জিৎ। এটাই তাঁর বড়পর্দায় ডেবিউ ছবি। ২০০১ সালের অক্টোবরে তিনি আবার কলকাতায় আসেন এবং পরিচালক হারানাথ চক্রবর্তীর কাছ থেকে দেখা করার প্রস্তাব পান এন.টি.ওয়ান. স্টুডিওতে। তাঁর কাছ থেকে তিনি ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত সাথী ছবিতে অভিনয়ের প্রস্তাব পান। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী। এই সিনেমার পর জিৎ-কে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমায় অভিনয় করে গিয়েছেন জিৎ। বস, ১০০% লাভ, দুই পৃথিবী, আওয়ারা, বুমেরাং, নাটের গুরু, পাওয়ার, অভিমান, শত্রু, রাবণ, বন্ধন সহ একাধিক হিট ছবিতে কাজ করেছেন তিনি।
টলিউডের পর এখন বলিউডেও ডেবিউ করছেন জিৎ। সৌজন্যে নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। এই সিনেমায় জিৎ-কে এক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। ২০০০ সালের কলকাতার পটভূমি। অপরাধের অন্ধ অলিগলি আর তৎকালীন আর্থসামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপট। সাত পর্বের অ্যাকশনে ঠাসা থ্রিলারের প্রেক্ষাপট এটাই। বিস্ফোরক, বারুদ আর রক্তে রাঙানো ওয়েব সিরিজ ‘খাকি’র দ্বিতীয় সিজিনটিও ক্ষমতায়ন, দুর্বৃত্তায়ন, খুন, শোধ-প্রতিশোধের চিত্রে ভরপুর। মুম্বই ও কলকাতা মিলিয়ে এই ছবির শ্যুটিং হয়েছে।