Advertisement

Jeetu Kamal: হঠাৎ করে লালবাজারে জিতু কমল, কেন ডাকলেন পুলিশ কমিশনার?

Jeetu Kamal: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জিতু কমলের গৃহপ্রবেশ। যেখানে তাঁর অভিনয় বেশ প্রশংসিত। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকেন অভিনেতা। মাঝে মধ্যেই সমাজের নানান ঘটনা নিয়ে সরব হতেও দেখা যায় তাঁকে। গৃহপ্রবেশ নিয়ে দর্শকদের মধ্যে বেশ ভালই সাড়া মিলেছে।

জিতু কমলজিতু কমল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2025,
  • अपडेटेड 10:40 AM IST
  • কিন্তু হঠাৎ করে লালবাজার থেকে ডাক পেলেন অভিনেতা।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জিতু কমলের গৃহপ্রবেশ। যেখানে তাঁর অভিনয় বেশ প্রশংসিত। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকেন অভিনেতা। মাঝে মধ্যেই সমাজের নানান ঘটনা নিয়ে সরব হতেও দেখা যায় তাঁকে। গৃহপ্রবেশ নিয়ে দর্শকদের মধ্যে বেশ ভালই সাড়া মিলেছে। সকলেই অভিনেতার প্রশংসা করেছেন। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করে লালবাজার থেকে ডাক পেলেন অভিনেতা। শুক্রবার সাত সকালেই তিনি দৌড়ে গেলেন কলকাতা পুলিশের কাছে। কী এমন হল অভিনেতার সঙ্গে যে তাঁকে লালবাজার থেকে তলব করা হল।  

না, কোনও অপরাধ করেননি জিতু। বরং গোয়েন্দা জিতু কমল এসেছেন পুলিশ কমিশনারের কাছে টিপস নিতে। আসলে ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ ছবিতে জীতু একটা গোয়েন্দা চরিত্র করেছিলেন। তার এক বছর পূর্ণ হলো। সেই ছবির গল্প একটি প্রকাশনী সংস্থার পক্ষ থেকে গল্পের আকারে প্রকাশিত হল। তাই ছবির ডাক্তার, যে গোয়েন্দাগিরি করে রহস্য সমাধান করেছিলেন, জীতু এই বই নিজে হাতে তুলে দিলেন পুলিশ কমিশনারের মনোজ কুমার বর্মার হাতে। লালবাজারে পুলিশ কমিশনারের হাতে এই বইয়ের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন ডিসিপি অলোক সান্যাল।

ছবি সৌজন্যে: ফেসবুক

বই প্রকাশের পর লালবাজার ঘুরে দেখলেন জিতু কমল। এখানেই শেষ নয়। বড় পর্দায় ‘অরণ্য চট্টোপাধ্যায়’ আবার ফিরছে। ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’-এর সিক্যুয়েলের মাধ্যমে, জানিয়েছেন ছবির পরিচালক। চিত্রনাট্য লেখার কাজ দ্রুত গতিতে চলছে। এই মুহূর্তে জীতু কমলকে ঘিরেও দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই জীতুকে দেখা যাচ্ছে ‘গৃহপ্রবেশ’ ছবিতে। সেই ছবি হিট হয়েছে। পাশাপাশি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জীতু আর্য সিংহ রায়ের চরিত্রে অভিনয় করছেন। সেখানে দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

ছোটপর্দা থেকে অভিনয় কেরিয়ার শুরু জিতুর। একাধিক ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করার পর এখন বড়পর্দাতেও নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে ফেলেছেন। একের পর এক সিনেমায় কাজ করছেন অভিনেতা। এরই পাশাপাশি জিতু মেগা ধারাবাহিকেও চুটিয়ে কাজ করছেন। নবনীতার সঙ্গে ডিভোর্সের পর এখন আপাতত সিঙ্গল জিতু কমল। নিজের কেরিয়ারের দিকেই ফোকাস করছেন অভিনেতা।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement