Advertisement

Jeetu Kamal: সারা পিঠে লাল চাকা চাকা দাগ, হঠাৎ করে কী হল জিতুর?

Jeetu Kamal: বহু বছর পর টেলিভিশনে ফিরেছেন জিতু কমল। তাঁকে এখন আর্য সিংহ রায়ের চরিত্রে দেখা যাচ্ছে 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালে। টিআরপি তালিকায় এই সিরিয়াল বেশ ভাল স্থানেই রয়েছে। অভিনয় পেশার পাশাপাশি জিতু সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকেন।

জিতু কমলজিতু কমল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Dec 2025,
  • अपडेटेड 11:31 AM IST
  • বহু বছর পর টেলিভিশনে ফিরেছেন জিতু কমল।

বহু বছর পর টেলিভিশনে ফিরেছেন জিতু কমল। তাঁকে এখন আর্য সিংহ রায়ের চরিত্রে দেখা যাচ্ছে 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালে। টিআরপি তালিকায় এই সিরিয়াল বেশ ভাল স্থানেই রয়েছে। অভিনয় পেশার পাশাপাশি জিতু সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকেন। নিজের ব্যক্তিগত জীবনের টুকটাক বিষয় শেয়ার করে থাকেন অভিনেতা। তবে এবার জিতু যে ছবি পোস্ট করেছেন, সেটা দেখে তাঁর ভক্তরা যেমন আঁতকে উঠেছেন, তেমনি অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। 

কী ছবি পোস্ট করেন জিতু? পর্দার আর্যের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, জিতুর সারা পিঠে লাল চাকা চাকা দাগ। এছাড়াও বেশ কয়েকটি ছুঁচ ফুটে রয়েছে তাঁর পিঠে। আর এই ছবি পোস্ট হতেই তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যে অভিনেতাকে নিয়ে চিন্তা বাড়তে থাকে। আবার কী কিছু হল জিতু কমলের? এই ছবি পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লেখেন, ইচ্ছে আর অনিচ্ছের মাঝে। 

দুঃশ্চিন্তা করার মতো কিছুই নেই। এটা আসলে একটা থেরাপি, যেটা জিতু করিয়েছেন। আসলে শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য জিতু গ্লাস কাপিং সেট থেরাপি নিচ্ছেন। এটি একটি ম্যাসাজের পদ্ধতি, যেটির পরে শরীরের সমস্ত ব্যথা দূর হয়ে যায়। এই গ্লাস থেরাপি নেওয়ার জন্য বেশ কয়েকটি বিশেষ আকৃতির গোল চাকতির মত জিনিস ব্যবহার করা হয় যেটি পিঠে চেপে ধরে রাখতে হয়, যাতে পেশির যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়।এছাড়া ঘাড়ের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এই বিশেষ ছুঁচ ব্যবহার করা হয়, যেটি কাঁধে এবং ঘাড়ে ফুটিয়ে রাখলে শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই। 

আসলে সিরিয়ালের শ্যুটিং অপরদিকে সিনেমার কাজ, দুটোই সামলাতে হচ্ছে জিতুকে। মেগা সিরিয়ালের জন্য ঘণ্টার পর ঘণ্টা জিতুকে শ্যুটিং করতে হয়। আর তারওপর শ্রাবন্তীর সঙ্গে নতুন সিনেমার কাজ। তাই ধকল যে শরীরের ওপর দিয়ে যাচ্ছে জিতুর, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর সেই ধকল, শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই এই দ্লাস কাপিং থেরাপি নিলেন তিনি। তবে জীতু এই থেরাপির ফলে শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেলেও অভিনেতার শরীরে এমন দাগ যেন মেনে নিতে পারছেন না ভক্তরা। অনেকেই লিখেছেন, দেখে ভীষণ কষ্ট লাগলো। শুধু জিতু নন, দেবকেও এই গ্লাস কাপিং থেরাপি নিতে দেখা গিয়েছিল। টলিপাড়ার অনেকেই শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে এই থেরাপি নিয়ে থাকেন।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement