Advertisement

Jisshu-Nilanjana: নতুন কিছু শুরুর পথে যিশু-নীলাঞ্জনা, দাম্পত্য জোড়া লাগছে নাকি?

Jisshu-Nilanjana: এক বছরেরও বেশি সময় তাঁরা আর এক ছাদের নীচে থাকছেন না। স্ত্রী নীলাঞ্জনা বহু আগেই যিশুকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছিলেন। এরই মাঝে যিশুর দূরত্ব বেড়েছে বড় মেয়ে সারার সঙ্গেও।

যিশু-নীলাঞ্জনাযিশু-নীলাঞ্জনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 May 2025,
  • अपडेटेड 11:57 AM IST
  • এক বছরেরও বেশি সময় তাঁরা আর এক ছাদের নীচে থাকছেন না।

একে-অপরের পথ বহু আগেই আলাদা হয়ে গিয়েছে যিশু ও নীলাঞ্জনার। ব্যক্তিগত জীবন তাঁদের যেমনই হোক না কেন, পেশার জীবনে দুজনেই নতুনভাবে নতুন পথে চলা শুরু করলেন। শুক্রবার থেকেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে প্রযোজক নীলাঞ্জনা শর্মা পুজো দিচ্ছেন। ছবি দেখে মনে হচ্ছে নতুন কোনও সূচনার আগে যেমন পুজো দিয়ে সবটা শুরু হয়, তেমনই ব্যবস্থা করেছিলেন নীলাঞ্জনা। হরগৌরী পাইস হোটেলের সেটের সামনে দুটি ছবি পোস্ট করে নীলাঞ্জনা লিখেছেন শেষ থেকে শুরু। তাহলে কি নতুন কোনও সিরিয়াল শুরু করতে চলেছেন প্রযোজক নীলাঞ্জনা?

শোনা যাচ্ছে, নিনি চিনিজ মাম্মাজ প্রোডাকশনের তরফে রয়েছে বেশ কিছু নতুন পরিকল্পনা। ইন্ডাস্ট্রির কানাঘুঁসো, হরগৌরী পাইস হোটেল-এর পর নীলাঞ্জনার প্রোডাকশন নিয়ে আসছে নতুন সিরিয়াল। তবে এখনই তা নিয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। কিন্তু নীলাঞ্জনার পুজো দেওয়া, তাঁকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানানো, এইসব দেখে মনে হচ্ছে প্রযোজক নীলাঞ্জনা নতুন কিছু খুব তাড়াতাড়ি শুরু করবেন। প্রসঙ্গত, তাঁর প্রযোজিত হরগৌরী পাইস হোটেল পেয়েছিল বিপুল ভালবাসা।

ছবি সৌজন্যে: ফেসবুক

নীলাঞ্জনার মতো যিশু সেনগুপ্ত এবার অভিনয়ের পাশাপাশি নতুন অবতারে দেখা দিতে চলেছেন। অভিনয় ও প্রযোজক যিশুকে তো সকলেই চেনেন, এবার পরিচালক হিসাবেও হাতেখড়ি হতে চলেছে অভিনেতার। সব ঠিক থাকলে নাকি মহেশ ভট্ট পরিচালিত ‘অর্থ’ ছবির বাংলা রূপান্তর করতে চলেছেন তিনি। আর এক সংবাদমাধ্যমকে এই খবরে সিলমোহর দিয়েছেন অভিনেত-প্রযোজক সৌরভ দাস। আগামী বছর থেকেই এই ছবির শ্যুটিং শুরু হতে পারে। প্রসঙ্গত, এত দিন যৌথ ভাবে স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের সঙ্গে প্রযোজনা করেছেন যিশু। কিন্তু নীলাঞ্জনার সঙ্গে সম্পর্কে চিড় ধরার পর প্রযোজনা সংস্থা থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেতা। 

ছবি সৌজন্যে: ফেসবুক

এক বছরেরও বেশি সময় তাঁরা আর এক ছাদের নীচে থাকছেন না। স্ত্রী নীলাঞ্জনা বহু আগেই যিশুকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছিলেন। এরই মাঝে যিশুর দূরত্ব বেড়েছে বড় মেয়ে সারার সঙ্গেও।  মহেশের সহযোগিতায় যিশু সদ্য নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন। নাম, হোয়াই সো সিরিয়াস ফিল্মস। সৌরভ যিশুর সঙ্গে হাত মিলিয়েছেন। টলিপাড়ায় যিশু-নীলাঞ্জনা ছিলেন পারফেক্ট কাপলের উদাহরণ। কিন্তু গত বছর থেকেই তাঁদের দাম্পত্য জীবন টালমাটাল। যিশুর পরকীয়া নাকি অন্য কোনও কারণ এই বিচ্ছেদের পিছনে রয়েছে, তা জানা যায়নি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement