ব্যক্তিগত জীবনে যতই টানাপোড়েন থাক না কেন, পেশাগত জীবনে তার প্রভাব একেবারেই প্রভাব ফেলেনি যিশু সেনগুপ্তের। টলিউডের গণ্ডি ছাড়িয়ে যিশু বহদিন আগেই বলিউডে নিজের ছাপ ফেলেছেন। হিন্দি সিনেমা, ওয়েব সিরিজে অভিনেতার দক্ষ অভিনয় দর্শকদের নজর কেড়েছে বারংবার। আগেই খবর ছিল যে পরিচালর রোহিত শেট্টির ছবিতে কাজ করবেন বং অভিনেতা। কিন্তু এবার সামনে এল নতুন এক খবর। প্রিয়দর্শন পরিচালিত অক্ষয় কুমারের 'ভূত বাংলা' ছবিতে শ্যুটিং শুরু করেছেন যিশু। আর সেই শ্যুটিং ফ্লোর থেকে অক্ষয় কুমারের সঙ্গে ছবি শেয়ার করতেই শোরগোল পড়ে যায় টিনসেল টাউনে।
অক্ষয় কুমারের ভূতুড়ে ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে যিশুকে। আর সেই শ্যুটিং ফ্লোর থেকেই বলিউডের খিলাড়ির কাঁধে হাত দিয়ে ক্যামেরায় পোজ দিতে দেখা গেল বাঙালি অভিনেতাকে। সেই ছবি যিশু শেয়ার করে লেখেন, সেটে মদার মুহূর্ত। আর দুই অভিনেতার এই ছবি দেখে যিশুর কাছে কমেন্ট বক্সে আবদার করে বসলেন গায়িকা ইমন চক্রবর্তী। কমেন্ট বক্সেই তিনি যিশুকে লেখেন, আমার হয়ে অক্ষয়কে একটা হাই বলে দিও। ইমন ছাড়াও অনেক টলিউড তারকাদেরই এদিন যিশু-অক্ষয়ের ছবিতে প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে।
টলিউড, বলিউড এবং দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি মিলিয়ে যিশু বর্তমানে বেশ ব্যস্ত অভিনেতা। বাংলা ছবির পাশাপাশি চুটিয়ে হিন্দি ছবিতেও অভিনয় করছেন। ৩টি দক্ষিণী ছবিও করে ফেলেছেন। প্রথম সারির বলিউড ছবি ‘মরদানি’, ‘মণিকর্নিকা’, ‘বরফি’, ‘পিকু’, ‘শকুন্তলা দেবী’র মতো সিনেমার পাশাপাশি ট্রায়াল সিরিজেও অভিনয় করেছেন যিশু। কখনও তাঁকে বিদ্যা বালন, রানি মুখোপাধ্যায়ের স্বামীর ভূমিকায় তো কখনও বা আবার কঙ্গনা রানাউতের বিপরীতে দেখা গিয়েছে। তবে এবার অক্ষয় কুমারের সঙ্গে যিশুর অভিনয় এই প্রথমবার।
নববর্ষের দিনই যিশু ও সৌরভ দাস সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন তাঁদের নতুন প্রযোজনা সংস্থার। নাম রেখেছেন 'হোয়াই সো সিরিয়াস'। এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন পরিচালক মহেশ ভাটও। শুধু বাংলা নয়, এই প্রযোজনা সংস্থা কাজ করবে সর্বভারতীয় স্তরেও। যিশু যখন মহেশ ভাটের 'আর্থ' সিনেমাটিকে নিজের পরিচালনায় বাংলা সংস্করণে উপহার দিতে উদ্যোগী। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই এই ছবির শ্যুটিং শুরু হবে।