টেলিভিশনের চেনা মুখ জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। বহু বছর ধরেই টেলিভিশনে রাজত্ব করে এসেছেন তিনি। জয়জিৎকে এই মুহূর্তে দেখা যাচ্ছে ডায়মন্ড দিদি সিরিয়ালে। তবে কোনও না কোনও বিষয় নিয়ে প্রায়ই জয়জিৎকে আলোচনায় থাকতে দেখা যায়। কিছুদিন আগেই তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগও উঠেছিল। কিন্তু সেগুলোর কোনও কিছুই ধোপে টেকেনি। তবে এবার ইন্ডাস্টির ভেতরে শোনা যাচ্ছে ডিভোর্স হতে চলেছে নাকি জয়জিতের। এমনকী স্ত্রী শ্রেয়ার সঙ্গেও নাকি আলাদা থাকছেন অভিনেতা। কিন্তু সত্যি কি জয়জিৎ-শ্রেয়ার ডিভোর্স হচ্ছে?
কিছুদিন ধরেই টলিপাড়ায় জয়জিৎ-শ্রেয়ার ডিভোর্স নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে আসল বিষয়টি অভিনেতা নিজেই জানালেন। এক সংবাদমাধ্যমকে জয়জিৎ বলেন, 'আমি আর শ্রেয়া দুজনেই এটা ভাবতেই পারি নাষ আমার ব্যক্তিগত জীবনে যাই ঘটুক না কেন, তাতে রাগ-অভিমান থাকতে পারে, কিন্তু তাই বলে পথচলা আলাদা হবে? জয়জিৎ আরও বলেন, স্ত্রী যদি অভিমান করে দুদিন মাসির বাড়ি গিয়ে ওঠে, তবে সেটাকে বিবাহ বিচ্ছেদ বলে? কোন সংসারে এটুকু অভিমান থাকে না বলুন তো? এটা খুব স্বাভাবিক একটা ঘটনা।'
জয়জিতের এই কথা থেকেই স্পষ্ট যে স্ত্রী শ্রেয়ার সঙ্গে ঝগড়া হওয়ার জন্য স্ত্রী দুদিনের জন্য বাড়ি ছেড়েছিলেন আর সেটাই রটে গিয়েছে অভিনেতার ডিভোর্স হচ্ছে। ২০ বছরের সম্পর্ক জয়জিৎ ও শ্রেয়ার। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। বেশ গুছিয়েই করছেন সংসার। জয়জিতের সাফ কথা, তাঁরা ভালো আছেন। মাঝে মাঝেই জয়জিৎ তাঁর ও শ্রেয়ার সুখী দাম্পত্যের টুকরো টুকরো ছবি পোস্ট করেন। প্রসঙ্গত, জয়জিৎ-শ্রেয়ার ছেলে যশজিৎ ইতিমধ্যেই অভিনয় দুনিয়ায় পা রেখেছেন।
সোশ্যাল মিডিয়াতে প্রায়ই অভিনেতাকে দেখা যায় বিভিন্ন বিষয় নিয়ে সরব হতে। আরজি কর-কাণ্ড নিয়েও তিনি সোচ্চার হয়েছিলেন। ট্রোল-কটাক্ষ সবই সহ্য করতে হয়েছে অভিনেতাকে। এর আগেও জয়জিতের ভুয়ো মৃত্যুর খবরে তোলপাড় হয়েছিল গোটা টলিপাড়া। পরে জানা যায় সেটা ভুয়ো খবর। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছিল। অভিনেতার ভুয়ো মৃত্যুর খবরের মতোই তাঁর মিথ্যে ডিভোর্সের খবরও ছড়িয়েছে।