Advertisement

Kanchan Mullick: 'মেয়ের গাল আর চোখটা...', কৃষভিকে কার মতো দেখতে? জানালেন বাবা কাঞ্চন

Kanchan Mullick: গত বছর কালীপুজোর পরের দিনই কাঞ্চন-শ্রীময়ীর ঘরে এসেছে ফুটফুটে মেয়ে। প্রেগন্যান্সি থেকে সন্তান প্রসব, সবটাই হয়েছে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। জন্মের পর মেয়ে কৃষভিকে একেবারেই লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন এই তারকা দম্পতি। পাঁচমাসেই মুখে ভাত হল কৃষভির। আর এইদিনই মেয়ের মুখ সকলকে দেখান কাঞ্চন-শ্রীময়ী।

মা-বাবার কোলে ছোট্ট কৃষভিমা-বাবার কোলে ছোট্ট কৃষভি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 May 2025,
  • अपडेटेड 3:22 PM IST
  • গত বছর কালীপুজোর পরের দিনই কাঞ্চন-শ্রীময়ীর ঘরে এসেছে ফুটফুটে মেয়ে।

গত বছর কালীপুজোর পরের দিনই কাঞ্চন-শ্রীময়ীর ঘরে এসেছে ফুটফুটে মেয়ে। প্রেগন্যান্সি থেকে সন্তান প্রসব, সবটাই হয়েছে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। জন্মের পর মেয়ে কৃষভিকে একেবারেই লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন এই তারকা দম্পতি। পাঁচমাসেই মুখে ভাত হল কৃষভির। আর এইদিনই মেয়ের মুখ সকলকে দেখান কাঞ্চন-শ্রীময়ী। মেয়েকে মা নাকি বাবার মতো দেখতে হয়েছে, এ নিয়ে নানান জনের নান মত। এবার বাবা কাঞ্চন জানিয়ে দিলেন মেয়ের মুখ ঠিক কার মতো?

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এসে কাঞ্চন জানান মেয়ে কৃষভির মুখ কার মতোন। কাঞ্চন বলেন, মেয়ের মুখ কার মতো দেখতে হয়েছে, মানুষের বাচ্চার মুখ নাকি ৫-৭ বছরে ৭ বার পরিবর্তন হয়। আমার তো মনে হয় বাবা-মা মিলিয়ে হয়েছে। অভিনেতা এরপর জানান যে কৃষভির গাল একেবারে ওর মা শ্রীময়ীর মতোন। আর চোখটা কাঞ্চনের মতো বলে মনে হয় অভিনেতার। এরপরই কাঞ্চন জানান যে তাঁর মেয়ে কৃষভি যখন অভিনেতার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, তখন কাঞ্চনের মনে পড়ে তাঁর মাকে। কারণ অভিনেতার মাও তাঁর দিকে ওভাবেই তাকাতেন। তাই কৃষভি যখন কাঞ্চনের দিকে তাকায় অভিনেতা চেষ্টা করেন মেয়ের মনোযোগ সরানোর।  

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

অক্ষয় তৃতীয়ার দিন ইসকন মন্দিরে গিয়ে মেয়ের মুখে ভাত সেরেছেন কাঞ্চন ও শ্রীময়ী। আর সেদিনই একরত্তি কৃষভি সকলের সামনে আসে। অন্নপ্রাশনের দিন কৃষভি পরেছিল লাল বেনারসি, তাও আবার ম্যাচিং ব্লাউজ দিয়ে। মাথায় সোনালি মুকুট, শোলার মুকুট, কপালে টিপ, গলায় একাধিক হার পরে মিষ্টি করে সেজেছিল এই একরত্তি। হাতেও ছিল সোনার গয়না। কৃষভির মুখ একেবারেই বাবা কাঞ্চনের মতো। ইন্ডাস্ট্রির সকলে সেটাই বলছে। এখন কৃষভিকে নিয়েই কাঞ্চন ও শ্রীময়ীর ব্যস্ততা তুঙ্গে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

২০২৪ সালের ফেব্রুয়ারিতে আইনি বিয়ে ও মার্চে সামাজিক মতে বিয়ে সারেন কাঞ্চন ও শ্রীময়ী। এরপর দোলের দিনই শ্রীময়ী জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা। তবে কাকপক্ষীতেও টের পাইনি কাঞ্চন-শ্রীময়ীর জীবনের এই সুখবর। একেবারে গোপনেই হয়েছে সবকিছু। সেই বছরের নভেম্বরেই শ্রীময়ী-কাঞ্চনের কোলে আসে কৃষভি। এমনিতেই তাঁদের প্রেম থেকে বিয়ে সবটাই ভীষণ রকমভাবে চর্চিত। যদিও এইসব নিয়ে একটুও ভাবেন না তারকা দম্পতি। নিজেদের মতো করেই সবকিছু সামলে চলেছেন তাঁরা। কৃষভির জন্মের পর শ্রীময়ী কামব্যাক করেছেন সিরিয়ালে। তাঁকে দেখা যাচ্ছে বুলেট সরোজিনী-তে।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement