Advertisement

Parambrata-Piya: ন্যাড়া মাথায় পরমব্রত, স্ত্রী পিয়াকে নিয়ে বেবিমুনে অভিনেতা

Parambrata-Piya: সামনেই মুক্তি রয়েছে কিলবিল সোসাইটি-র। যার প্রচার চলছে জোর কদমে। আর এরই মাঝে অন্তঃসত্ত্বা পিয়াকে নিয়ে শহর ছাড়লেন মৃত্যুঞ্জয় কর তথা পরমব্রত চট্টোপাধ্যায়। শত ব্যস্ততার মাঝে পিয়ার যত্ন নিতে যে ভুলছেন না পরম, তা প্রমাণ দিলেন।

পরম-পিয়া তাঁদের বেবিমুনেপরম-পিয়া তাঁদের বেবিমুনে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Mar 2025,
  • अपडेटेड 2:43 PM IST
  • এরই মাঝে অন্তঃসত্ত্বা পিয়াকে নিয়ে শহর ছাড়লেন মৃত্যুঞ্জয় কর তথা পরমব্রত চট্টোপাধ্যায়।

সামনেই মুক্তি রয়েছে কিলবিল সোসাইটি-র। যার প্রচার চলছে জোর কদমে। আর এরই মাঝে অন্তঃসত্ত্বা পিয়াকে নিয়ে শহর ছাড়লেন মৃত্যুঞ্জয় কর তথা পরমব্রত চট্টোপাধ্যায়। গোয়ার সি-বিচ থেকে শেয়ার করলেন নিজেদের আদুরে মুহূর্তের ছবি। শত ব্যস্ততার মাঝে পিয়ার যত্ন নিতে যে ভুলছেন না পরম, তা প্রমাণ দিলেন। প্রসঙ্গত, ফেব্রুয়ারিতেই পরম-পিয়া জানিয়েছেন তাঁদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে। 

সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাসেই তারকা দম্পতির প্রথম সন্তান ভূমিষ্ট হবে। আর তার আগেই বেবিমুনে স্ত্রীকে নিয়ে গোয়া পাড়ি দিলেন পরম। কিলবিল সোসাইটি-র শ্যুটিং সেরে, সেই ‘মৃত্যুঞ্জয় কর’-এর সেই ন্যাড়া মাথা লুক নিয়েই পিয়ার হাত ধরে পরমব্রত পৌঁছে গিয়েছেন গোয়ায়। সমুদ্রের ধারে কাটানো সন্ধের কিছু ঝলক শেয়ার করেছেন পিয়া তাঁর সোশ্যাল মিডিয়া পেজে।

পিয়া যে ছবি ও ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে রাতের উত্তাল সমুদ্র। সি-বিচের ধারে টেবিল চেয়ারে বসে রয়েছেন পিয়া ও পরম। মোমবাতি জ্বলছে তাঁদের সামনে। কখনও পরমের সঙ্গে সেলফি তুলেছেন পিয়া আবার কখনও বা একাই নিজের ছবি তুলেছেন হবু মা। তাঁর এই পোস্ট বলছে, দক্ষিণ গোয়ার মাজর্ডা বিচে রয়েছেন তাঁরা। এই ছবির ক্যাপশনে পিয়া ইংরাজিতে লেখেন,  ‘Fly me to the moon/Let me play among the stars/Let me see what spring is like/ On a Jupiter and Mars/ In other words, hold my hand’। এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমাকে চাঁদে উড়িয়ে নিয়ে যাও, আমাকে তারাদের মাঝে খেলতে দাও, আমাকে দেখতে দাও বসন্ত কেমন, বৃহস্পতি ও মঙ্গল গ্রহের গ্রহ, অন্য কথায়, আমার হাত ধরো’। এটি আসলে আমেরিকান অভিনেতা-গায়ক ফ্রাঙ্ক সিনাত্রা-র গাওয়া একটি বিখ্যাত গান। এই গানের সঙ্গতে ছিলেন জ্যাজ পিয়ানোবাদক কাউন্ট বেসি।

১৪ ফেব্রুয়ারির পরের দিনই পিয়া ও পরম ঘোষণা করেছিলেন তাঁদের জীবনে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। পিয়া এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা। আর এই সময় পরম তাঁর যত্ন নিতে ভুলছেন না। পাশাপাশি পিয়াও তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন। এই সময় বাড়ির খাবারই খাচ্ছেন পরম-পত্নী। কিছুদিন আগেই অভিনেতা জানিয়েছিলেন, স্ত্রীকে সময় দিতে আর সন্তানের বেড়ে ওঠার সাক্ষী থাকতে পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মে মাস থেকেই তিনি ছুটিতে থাকবেন বলে জানিয়েছিলেন পরমব্রত। ছুটিতে থাকবেন বেশ কয়েক মাস।

Advertisement

Read more!
Advertisement
Advertisement