সদ্য মা হয়েছেন পরম-ঘরণী পিয়া চক্রবর্তী। তবে তাঁর ফিটনেস দেখলে মনেই হবে না সেটা। জুনে পরম-পিয়ার ঘরে এসেছে একরত্তি জুনিয়র, তাঁকে সামলাতে গিয়েই হিমসিম খাচ্ছেন নতুন মা-বাবা। আর তারই মধ্যে এসে গেল পিয়ার জন্মদিন। শনিবার, ১৬ অগাস্ট ছিল পরমব্রতর স্ত্রী পিয়ার জন্মদিন। আর এইদিনটা একেবারে হই হুল্লোড় করেই কাটালেন হট মাম্মা পিয়া।
এদিন পরমব্রত ও তাঁদের কাছের বন্ধু-বান্ধবদের নিয়েই জন্মদিনের দিন পিয়া পুল পার্টিতে মেতেছিলেন। সঙ্গে ছিল তাঁদের দুমাসের সন্তানও। সেও নাকি মা-বাবার সঙ্গে পার্টি করেছে। তবে পিয়াকে এদিন একেবারে অন্য লুকসে দেখা গেল। এতদিন পরম-ঘরণীকে শাড়ি অথবা অন্য কোনও পোশাকে দেখা গেলেও জন্মদিনের দিন পিয়া ধরা দিলেন সবুজ রঙের মনোকিনিতে। সঙ্গে খোলা চুল ও সানগ্লাস পরে দিনভর পুলেই চলল জলকেলি। কখনও প্রিয় বান্ধবীর সঙ্গে ছবি তুললেন আবার কখনও বা বন্ধু-বান্ধবদের সঙ্গে রিলস ভিডিও বানানো।
পিয়া এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই প্রথম তাঁর ছেলে বাইরে বের হল। এর আগে শুধু তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্যই বাইরে বের করা হয়। পিয়ার কথায়, বাইরে বেরিয়ে একরত্তি নাকি দারুণ উল্লসিত। বাবার কোলে চেপে সুইমিং পুলের কাছেই ছিল। জলে না নামলেও হাত-পা ছু়ডেছে মহানন্দে। পুচকেকে কোলে নিয়েই পুরো সময় কেটে গিয়েছে নতুন বাবার। পরম পিয়ার সঙ্গে পুলের জলে তাই সময় কাটাতে পারেননি। কিছুদিন আগেই পরব্রতকে দেখা গিয়েছিল ছেলেকে ফিডিং বোতলে দুধ খাওয়াচ্ছে। ছেলে অন্ত প্রাণ বাবার তা বলার অপেক্ষা রাখে না।
জন্মদিনের দিন পিয়া মায়ের হাতের খাবার খেয়েছেন। মেনুতে মাছ-মাংস আর পায়েস সবটাই ছিল। পরমের কাছ থেকে পেয়েছেন পারফিউম। ২০২৩ সালের নভেম্বরে বিয়ে করেন পিয়া ও পরমব্রত। এরপর ২০২৫-এর জুনে জন্ম হয় তাঁদের প্রথম সন্তানের। ছেলেকে দুজনে মিলেই সামলাচ্ছেন। সব মিলিয়ে একরত্তিকে নিয়ে তারকা দম্পতির সময় বেশ ভালই কাটছে।