Advertisement

Rahul Arunoday Banerjee: বিয়ের চিঠির বয়ান লিখলেন রাহুল, সোশ্যালে পোস্ট করতেই অভিনেতা পেলেন অর্ডার

Rahul Arunoday Banerjee: অভিনয় ছাড়াও যে নানান কাজে পারদর্শী টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা তা অনেকেই জানেন না। আর সেইসব প্রতিভাগুলো হঠাৎ হঠাৎ সামনে চলে আসলে অবাক তো হতেই হবে। যদিও সব ট্যালেন্ট বা প্রতিভা সামনে আসে না। তবে অভিনেতা রাহুল অরুণোদয় ভট্টাচার্য কিন্তু তাঁর প্রতিভাকে আর লুকিয়ে রাখতে পারলেন না।

বিয়ের চিঠি লিখলেন রাহুলবিয়ের চিঠি লিখলেন রাহুল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2024,
  • अपडेटेड 2:02 PM IST
  • বে অভিনেতা রাহুল অরুণোদয় ভট্টাচার্য কিন্তু তাঁর প্রতিভাকে আর লুকিয়ে রাখতে পারলেন না।

অভিনয় ছাড়াও যে নানান কাজে পারদর্শী টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা তা অনেকেই জানেন না। আর সেইসব প্রতিভাগুলো হঠাৎ হঠাৎ সামনে চলে আসলে অবাক তো হতেই হবে। যদিও সব ট্যালেন্ট বা প্রতিভা সামনে আসে না। তবে অভিনেতা রাহুল অরুণোদয় ভট্টাচার্য কিন্তু তাঁর প্রতিভাকে আর লুকিয়ে রাখতে পারলেন না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই হু হু করে একের পর এক প্রস্তাব আসতে লাগল অভিনেতার কাছে। কিন্তু কী এমন পোস্ট করেছেন রাহুল?

অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি বিয়ের কার্ড পোস্ট করেছেন। যেখানে জয়িতা ও সৌম্যদীপ্ত নামে দুজনের বিয়ে ১৫ ডিসেম্বর। অনেকেই ভাবতে পারেন যে বিয়ের কার্ডটা হয়ত রাহুলের বন্ধু অথবা বান্ধবীর। কিন্তু তাতে বিশেষ কী? আসলে এই বিয়ের কার্ডের যে লেখা তা লিখেছেন খোদ রাহুল। বিয়ের কার্ডের ছবি পোস্ট করে রাহুল লেখেন, বন্ধুর বিয়ের চিঠি, আমি লিখলাম। 

রাহুলের লেখা এই বিয়ের চিঠি অন্য বিবাহ পত্রের লেখার চেয়ে একেবারেই অন্য ধাঁচের। যেখানে পিতৃহীন দুই ছেলে-মেয়ের বিয়ে কোমর বেঁধে দিচ্ছেন দুই মা। দুই মা মিলেই বিয়ের নেমন্তন্ন করছেন। বিয়ের বয়ান রাহুল যে এত ভাল লিখতে পারেন, তা অনেকেরই বিশ্বাস হবে না। তাঁর লেখা বইয়ের কথা হয়তো জানেন ভক্তেরা। অভিনেতা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ১২ বছরের বন্ধুত্ব তাঁর ও সৌম্যদীপ্তর। তাই বন্ধুর কথা আর ফেলতে পারলেন না। অগত্যা কলম ধরে লিখে ফেললেন বিয়ের চিঠি। 

কার্ডের লেখার স্টাইলেও রয়েছে বেশ নতুনত্বও। মায়েদের সম্বোধন করে বিয়ের সন্ধ্যার দুই হৃদয়ের মিলনকে তুলে ধরা হয়েছে। যা কি না সকলের নজর কেড়েছে। রাহুর এই বিয়ের কার্ড পোস্ট করতেই অভিনেতার কাছে তাঁদের বিয়ের কার্ড লেখার আবদারও আসতে শুরু করে দেয়। অনেকে আবার রাহুলকে জানান যে তাঁরাও তাঁদের অনেক আত্মীয়-পরিজনদের বিয়ের কার্ডের লেখা লিখেছেন। রাহুলের ফেসবুক পোস্টে অভিনেতা দেবপ্রতীম দাশগুপ্ত লিখেছেন, ‘আমার ২০২৬-এ ৫ অগাস্ট বিয়ের ২৫ বছর। আগাম জানিয়ে রাখলাম কিন্তু। কার্ড ছাপাবো। কাউকে ডাকি আর না ডাকি কার্ড বানাবোই। এমন সুযোগ কে ছাড়বে।’    

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement