Advertisement

Ritwick Chakraborty: সইফ-কাণ্ড এবার কলকাতায় ঋত্বিকের বাড়িতে! ঢুকে পড়ল আগন্তুক, তারপর...

Ritwick Chakraborty: অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর হয় বাড়িতে ঢুকে পড়ল এক অজানা ব্যক্তি। অভিনেতার সঙ্গে ধাক্কাধাক্কিও হয় বলে জানিয়েছেন অভিনেতা। ঋত্বিক এই ঘটনায় রীতিমতো হতভম্ব। তিনি নিজে এই পুরো ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। প্রসঙ্গত, বছরের শুরুতেই বলিউড অভিনেতা সইফ আলি খানের বাড়িতেও ঢুকে পড়েছিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি।

ঋত্বিক চক্রবর্তীঋত্বিক চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Feb 2025,
  • अपडेटेड 12:44 PM IST
  • অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর হয় বাড়িতে ঢুকে পড়ল এক অজানা ব্যক্তি।

অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর হয়  বাড়িতে ঢুকে পড়ল এক অজানা ব্যক্তি। অভিনেতার সঙ্গে ধাক্কাধাক্কিও হয় বলে জানিয়েছেন অভিনেতা। ঋত্বিক এই ঘটনায় রীতিমতো হতভম্ব। তিনি নিজে এই পুরো ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। প্রসঙ্গত, বছরের শুরুতেই বলিউড অভিনেতা সইফ আলি খানের বাড়িতেও ঢুকে পড়েছিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। অভিনেতার ওপর হামলাও চালানো হয়। আর সেই ঘটনার পর ঋত্বিকের বাড়িতেও এভাবে কারোর ঢুকে পড়া রীতিমতো হইচই ফেলে দিয়েছে। আসল ঘটনাটা ঠিক কী?

ঋত্বিক তাঁর ভিডিওতে বলেছেন যে তিনি ব্যালকনিতে বসে বই পড়তে পড়তে জল নিতে পাশের ঘরে ঢুকেছিলেন। বুঝতেই পারেননি ঠিক পিছন পিছন ঘরে ঢুকেছে দুষ্কৃতী! জল নিতে যখন তিনি ফ্রিজের কাছাকাছি, ঘাড় ঘোরাতেই চোখ কপালে! এ কে! কীভাবে ঢুকল, কোন মতলবে! ভয়ে বাড়ির মালিক চিৎকার করে উঠতেই ঝাঁপিয়ে পড়ে সেই দুষ্কৃতী। ধস্তাধস্তির মাঝেই শেষমেশ দুষ্কৃতী উধাও। এতটা দেখার পর নিশ্চয়ই মনে হতেই পারে যে অভিনেতার ওপর হামলার চেষ্টা হয়েছে সইফ আলি খানের আদলে। কিন্তু আসলে এটা হয়। কারণ ভিডিওর শেষেই রয়েছে আসল টুইস্ট। 

ভিডিওর শেষে ঋত্বিককে বলতে শানা যায় যে সেই দুষ্কৃতির মুখ ধরা পড়েছ্ল তাঁর সিসি ক্যামেরায়। অভিনেতা সেটা দেখাতেই দেখা গেল ক্যামেরার সামনে চিরকুট মেলে ধরে সেই দুষ্কৃতীই জানাচ্ছে, ‘এটুকুই জানাতে এসেছিলাম…’। তলায় লেখা ছবির নাম ও মুক্তির তারিখ। ঋত্বিকের পরবর্তী ছবি পরিচয় গুপ্ত আসছে আগামী ২১ ফেব্রুয়ারি। আর সেই ছবিরই এটা অভিনব প্রচার। আর এই ভিডিও সামনে আসতেই কমেন্ট বক্সে ভরে যায় সইফ আলি খানের ওপর হামলার ঘটনার কথা।

নিজেদের ছবির প্রচারে অভিনব কৌশল ব্যবহারের রেওয়াজ বহুদিনই চালু বলিউডে। প্রথিতযশা অভিনেতা আমির খানকে তো নিজের ছবির প্রচারে ছদ্মবেশে গোটা দেশ চষে ফেলতে দেখা গিয়েছে। কিন্তু ঋত্বিকের ছবির প্রচারের কৌশলকে ভালোভাবে নেয়নি নেটিজেনদের একাংশ।  বলিউডের এক তারকার জীবনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা নিয়ে এমন প্রচার আখেরে টলিউডেরই মর্যাদাহানি করেছে বলেও সরব অনেকেই।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement