Advertisement

Actor Shoaib Kabeer: পর্দার আজমল কাসভ হুমায়ুনের দলে, TMC ছাড়লেন কেন? bangla.aajtak.in-কে যা বললেন শোয়েব

পর্দার আজমল কাসব এবার রাজনীতির ময়দানে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের সদ্য গঠিত রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-তে যোগ দিলেন টলিউডের অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুবনেতা শোয়েব কবীর। নতুন দলে যোগ দেওয়ার পরই তাঁকে রাজ্য মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

টলিউডের অভিনেতা শোয়েব কবীর।-ফাইল ছবিটলিউডের অভিনেতা শোয়েব কবীর।-ফাইল ছবি
সুকমল শীল
  • কলকাতা,
  • 24 Dec 2025,
  • अपडेटेड 6:31 PM IST
  • পর্দার আজমল কাসব এবার রাজনীতির ময়দানে।
  • ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের সদ্য গঠিত রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-তে যোগ দিলেন টলিউডের অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের যুবনেতা শোয়েব কবীর।

পর্দার আজমল কাসব এবার রাজনীতির ময়দানে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের সদ্য গঠিত রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-তে যোগ দিলেন টলিউডের অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুবনেতা শোয়েব কবীর। নতুন দলে যোগ দেওয়ার পরই তাঁকে রাজ্য মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

তৃণমূল ছাড়ার কারণ হিসেবে শোয়েব কবীর স্পষ্ট করে জানিয়েছেন, দলের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দল এবং তরুণ প্রজন্মের উপেক্ষাই তাঁর দলত্যাগের অন্যতম কারণ। bangla.aajtak.in-কে ফোনে শোয়েব বলেন, 'আমি মুর্শিদাবাদের ছেলে। পড়াশোনা আর অভিনয়ের জীবন কেটেছে কলকাতায়। এবার নিজের মানুষের জন্য লড়তে চাই।'

অভিনেতা শোয়েব কবীর।-ফাইল ছবি

শাসকদল ছাড়ার প্রসঙ্গে তাঁর আরও মন্তব্য, 'তৃণমূলের ভিতরে এমন অনেকেই আছেন, যাঁরা দলের ভাল চান না। তিনি জানান, সায়নী ঘোষের সঙ্গে কাজ করেছেন, দলের এক্সিকিউটিভ মেম্বার ছিলেন, পরে যুব সহ-সভাপতির দায়িত্বও পেয়েছিলেন। তবে গোষ্ঠীদ্বন্দ্ব ও দমবন্ধ করা পরিস্থিতির কারণেই তিনি নিজে সরে দাঁড়ান।'

নতুন দল জেইউপি কেন? এই প্রশ্নের উত্তরে শোয়েব বলেন, 'হুমায়ুন কবীর আমার মায়ের পাতানো ভাই। তাই ওঁর সঙ্গে কাজ করতে চাই। আমার মনে হয়েছে, নতুন কিছু করার এটাই সঠিক সময়।'

অভিনেতা শোয়েব কবীর।-ফাইল ছবি

এক সময় যুব তৃণমূলের নানা কর্মসূচিতে সামনের সারিতে দেখা যেত শোয়েবকে। মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূলের সহ-সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। অভিনয়ের জগতেও তিনি পরিচিত মুখ। অনীক দত্তের ‘অপরাজিত’ ছবিতে অভিনয় করেছেন, ‘মির্জা’ ছবিতে অঙ্কুশ হাজরার সহ-অভিনেতা ছিলেন। সাম্প্রতিক ওটিটি সিরিজ় ‘২০০৮ মুম্বই অ্যাটাকস’-এ আজমল কাসবের চরিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে নজর কেড়েছে।

অভিনয়ের কাজ নিয়েও আশাবাদী শোয়েব। তিনি জানান, সম্প্রতি যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের সঙ্গে ‘খ্যাপা ভাস্কর’ ছবিতে কাজ শেষ করেছেন। পাশাপাশি নতুন আরও একটি প্রজেক্ট নিয়েও আলোচনা চলছে।

 

Read more!
Advertisement
Advertisement