মঙ্গলবার ৩৬ বছরে পা দিলেন অভিনেতা সৌরভ দাস, যিনি মন্টু পাইলট হিসাবেই পরিচিত বেশি। টলি ইন্ডাস্ট্রিতে অভিনেতার পরিচিতি যথেষ্ট। আর সোমবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে তাঁর জন্মদিনের উদযাপন। স্ত্রী দর্শনাকে পাশে নিয়ে জন্মদিনের কেক কাটতেও দেখা গিয়েছে সৌরভকে। কিন্তু সৌরভের পাশে রাখা আরও একটি ছোট্ট কেক সকলের নজর কেড়েছে। নিজের জন্মদিনের সঙ্গে আর কার জন্মদিন সেলিব্রেট করলেন সৌরভ?
সৌরভের জন্মদিনের কেকের পাশে যে ছোট্ট চকোলেট পেস্ট্রিটা দেখা যাচ্ছে, তার ওপর লেখা শুভ জন্মদিন সুশান্ত। এদিন সৌরভের পাশাপাশি প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতেরও জন্মদিন। তাই বহু দিন ধরে সৌরভের ইচ্ছে ছিল জন্মদিনে নিজের জন্য কেক কাটার পাশাপাশি সুশান্তের জন্যও কেক কাটবেন তিনি। সেই ইচ্ছে পূরণ করতেই এদিন প্রয়াত অভিনেতাকে উৎসর্গ করে একটি কেক কাটেন সৌরভ। সেই ছবি সৌরভ তাঁর সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করতেই অভিনেতার প্রশংসায় নেটিজেনরা।
২০২১ সালের ১৪ জুন মুম্বইতে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্তের দেহ। এরপর সুশান্ত সিং রাজপুতের এই রহস্যজনক মৃত্যু নিয়ে সিবিআই তদন্ত চালালেও সেভাবে কোনও উদ্দেশ্য উঠে আসেনি। টলিপাড়ায় চর্চি জুটি সৌরভ-দর্শনা। প্রেম থেকে বিয়ে সবটাই গোপনে সেরেছিলেন তাঁরা। নতুন কেনা ফ্ল্যাটে সৌরভ ও দর্শনা তাঁদের সংসার পাতিয়েছেন। মাঝে মাঝেই নিজেদের সুখী গৃহকোণের ছবি দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়া পেজে। জীবনের সুন্দর সময়গুলো সকলের সঙ্গে ভাগ করে নেন তাঁরা।
কিছুদিন আগেও শীতের পারদ যখন কমেছিল তখন এক চাদরের নীচে আদরে-সোহাগে একেবারে মাখামাখি হয়ে দুজনে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া পেজে। সদ্য নতুন গাড়ি কিনেছেন জুটিতে। নতুন গাড়ি কেনার খুশি মা-বোনের সঙ্গে ভাগ করে নিয়েছেন সৌরভ। স্বামী-স্ত্রী দুজনেই চুটিয়ে অভিনয় করছেন। দর্শনা অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন। সৌরভ একের পর এক সিনেমা-সিরিজে নজর কাডছেন। ফেব্রুয়ারিতে তাঁর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে সৌমিতৃষাকে। আগামী মাসে মুক্তি পাবে ১০ই জুন ছবি।