Advertisement

Kanchan Mullick: এবার রাঁধুনির ভূমিকায় TMC বিধায়ক, কী রান্না করলেন কাঞ্চন?

Kanchan Mullick: নতুন মা-বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। মেয়ে কৃষভিকে নিয়েই কাটছে তাঁদের জীবন। এমনিতে কাঞ্চন-শ্রীময়ীকে নিয়ে চর্চা কম হয় না। তবে সেইসব কিছুকে খুব একটা পাত্তা দিতে চান না এই তারকা দম্পতি। স্ত্রী শ্রীময়ীর দৌলতে তৃণমূল বিধায়ক তথা অভিনেতার একাধিক গুণের পরিচয় পেয়েছেন তাঁদের ভক্তরা।

কাঞ্চন এবার শেফের ভূমিকায়কাঞ্চন এবার শেফের ভূমিকায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jan 2025,
  • अपडेटेड 6:33 PM IST
  • নতুন মা-বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ।

নতুন মা-বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। মেয়ে কৃষভিকে নিয়েই কাটছে তাঁদের জীবন। এমনিতে কাঞ্চন-শ্রীময়ীকে নিয়ে চর্চা কম হয় না। তবে সেইসব কিছুকে খুব একটা পাত্তা দিতে চান না এই তারকা দম্পতি। স্ত্রী শ্রীময়ীর দৌলতে তৃণমূল বিধায়ক তথা অভিনেতার একাধিক গুণের পরিচয় পেয়েছেন তাঁদের ভক্তরা। কখনও কাঞ্চনকে দেখা গিয়েছে যত্নশীল স্বামীর ভূমিকায় আবার কখনও বা স্ত্রীর চুল হেয়ার ড্রায়ার দিয়ে যত্ন সহকারে শুকিয়ে দিচ্ছেন। এবার শেফ কাঞ্চনকে দেখা গেল রান্না করতে, তাও আবার মাটন। 

রবিবার শ্রীময়ী তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে কাঞ্চন ও শ্রীময়ী দুজনে এসেছেন কোনও এক বন্ধুর বাড়িতে চড়ুইভাতি করতে। আর সেখানেই ভিডিও করেছেন কাঞ্চন-পত্নী। শ্রীময়ীর শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে যে কাঞ্চন রান্নাঘরে এক কড়াই মাটন খুন্তি দিয়ে নাড়ছেন। শ্রীময়ীকে সেই ভিডিওতে বলতে শোনা যায়, 'আমাদের হচ্ছে চড়ুইভাতি। এই যে, কাঞ্চন একদম রান্না করতে পারে না, পুরো রান্নাটা রাঁধল (শ্রীময়ীর ক্যামেরা তাঁর বন্ধুর দিকে), ক্রেডিট নিচ্ছে খুন্তি নেড়ে কাঞ্চন।' অর্থাৎ মাটন রান্না করেননি তৃণমূল বিধায়ক, শুধুমাত্র খুন্তি নেড়েছেন। 

প্রেম থেকে বিয়ে কাঞ্চন-শ্রীময়ীর গোটা বিষয়টি চর্চায় ভরা। বহু বছর ধরে সম্পর্কে থাকলেও বিয়েটা তাঁরা করে গত বছরের মার্চ মাসে। আর বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই কোলে আসে ছোট্ট কৃষভি। সম্প্রতি অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে একটি ভিডিয়ো উঠে আসে। যেখানে শ্রীময়ী তাঁর ঘরের একটি দেওয়ালে সাজানো বেশকিছু ছবি তুলে ধরেছেন। যেখানে সবথেকে উপরে ছিল রামকৃষ্ণ দেব ও সারদা মায়ের ছবি। শ্রীময়ী বলেন, এই ছবিটা আমাকে আমার মা দিয়েছেন। খুব শীঘ্রই আমরা বেলুড়মঠ রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নেব।

সম্প্রতি এই তারকা দম্পতি ধর্ম-কর্মে মন দিয়েছেন। দুজনেই ঈশ্বরে বিশ্বাসী। বাড়িতে পুজো-আচ্চা প্রায়দিনই হয়ে থাকে। কিছুদিন আগেই মা কালীর পুজো দিতে দেখা গেল কাঞ্চন-শ্রীময়ীকে। তারাপীঠ সহ কঙ্কালীতলাতেও পুজো দেন তাঁরা। এই মুহূর্তে শ্রীময়ী সিরিয়াল থেকে দূরেই রয়েছেন, বরং মেয়েকে সামলাতে ব্যস্ত অভিনেত্রী। অপরদিকে কাঞ্চন রাজনৈতিক কাজের পাশাপাশি সিনেমাও করছেন চুটিয়ে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement