Advertisement

Sayantika Banerjee: 'যতদিন ছিলে রাজার মতো', প্রিয় পোষ্যের নামে ট্যাটু করালেন MLA সায়ন্তিকা

Sayantika Banerjee: টলিপাড়ায় পশুপ্রেমীদের মধ্যে অন্যতম বিধায়ক-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বহু আগেই বড়পর্দা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন নায়িকা। এখন সর্বক্ষণ রাজনীতির কাজেই ব্যস্ত থাকতে হয় তাঁকে। বরানগরের বিধায়ক পদে গত বছরই নির্বাচিত হয়েছেন তিনি।

পোষ্যের নাম শরীরে খোদাই করালেন সায়ন্তিকাপোষ্যের নাম শরীরে খোদাই করালেন সায়ন্তিকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jul 2025,
  • अपडेटेड 2:50 PM IST
  • টলিপাড়ায় পশুপ্রেমীদের মধ্যে অন্যতম বিধায়ক-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

টলিপাড়ায় পশুপ্রেমীদের মধ্যে অন্যতম বিধায়ক-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বহু আগেই বড়পর্দা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন নায়িকা। এখন সর্বক্ষণ রাজনীতির কাজেই ব্যস্ত থাকতে হয় তাঁকে। বরানগরের বিধায়ক পদে গত বছরই নির্বাচিত হয়েছেন তিনি। দিনের বেশিরভাগ সময়টা তাঁর নিজের কেন্দ্রেই কাটে। আর সময় পেলেই পোষ্যদের সঙ্গে খেলা করেন সায়ন্তিকা। গত ২২ জুন সায়ন্তিকার জীবনে ঘটে গিয়েছে এক অঘটন। তিনি হারিয়েছেন তাঁর সর্বক্ষণের সঙ্গী প্রিয় পোষ্যকে। সোশ্যাল মিডিয়ায় গোল্ডেন রিট্রিভার সিরাজের মৃত্যুর খবর জানান সায়ন্তিকা। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। আর সিরাজ যাতে বিধায়কের সঙ্গে সর্বদা থাকতে পারেন, তার জন্য আঙুলে খোদাই করালেন পোষ্যের নাম। 

সায়ন্তিকা তাঁর বাঁ হাতের মধ্যমাতে সিরাজের নাম লেখেন ইংরাজিতে, সঙ্গে রাজার মুকুট। এই ছবির সঙ্গে বিধায়ক-অভিনেত্রী পোস্ট করেন আরও একটি ছবি। যেখানে সায়ন্তিকাকে তাঁর প্রিয় পোষ্য সিরাজের সঙ্গে সোফাতে বসে থাকতে দেখা গিয়েছে। এই ছবির ক্যাপশনে লেখেন, ২২ জুনের স্মৃতিতে এই ট্যাটু করলাম। তুমি যতদিন ছিলে রাজার মতো ছিলে, তুমি চলে গেলে রাজার মতো সিরাজ। প্রসঙ্গত, প্রিয় পোষ্যকে হারিয়ে সায়ন্তিকা কতটা যে ভেঙে পড়েছিলেন, তা তাঁর একাধিক পোস্ট দেখলেই বোঝা যায়।

 

গত ২২ জুন সিরাজ মারা যায়। সায়ন্তিকা তাঁর প্রিয় পোষ্যের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। কোথাও সায়ন্তিকার সঙ্গে বসে আছে সিরাজ। কোথাও আবার জানলা দিয়ে উঁকি মারছে সে। কোথাও আবার সায়ন্তিকার সঙ্গে চলছে তার খুনসুটি। এই ছবিগুলো পোস্ট করে বিধায়ক-অভিনেত্রী লেখেন, সিরাজ, তোর আত্মার শান্তি কামনা করছি। তুই তোর সঙ্গে আমার হৃদয়টাকেও নিয়ে চলে গিয়েছিস। তোকে ছাড়া আমি আর কখনওই আগের মতো থাকতে পারব না। তুই আমার গোটা পৃথিবী ছিলি। আমরা সবাই তোকে খুব ভালবাসি। 

সিরাজ ছাড়াও সায়ন্তিকার আরও ২টি পোষ্য রয়েছে। এর আগে তাঁর ফেনি বলে আরও একটি পোষ্য মারা যায়। তাকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। খুব ছোট অবস্থায় ফেনিকে নিয়ে এসেছিলেন। আর তারপর সিরাজের মৃত্যুর শোক। সায়ন্তিকা বরাবরই পশুপ্রেমী। নিজের প্রিয় পোষ্যদের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন তিনি। প্রায়ই চারপেয়ে সন্তানদের নিয়ে ছবি ভাগ করে নিতেন সায়ন্তিকা। টলিপাড়ায় একাধিক নায়কের সঙ্গে অভিনয় করেছেন সায়ন্তিকা। তবে এখন পুরোপুরি রাজনীতিতেই মন দিয়েছেন নায়িকা। বরানগরের বিধায়ক হিসাবেই পরিচিত এখন তিনি।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement