টলিপাড়ার জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু করলেও এখন তিনি চুটিয়ে ওয়েব সিরিজেও কাজ করছেন। সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় থাকেন তিনি। দেবচন্দ্রিমার ডেইলি ভ্লগ দেখতে অনেকেই পছন্দ করেন। সায়ন্ত মোদকের সঙ্গে বহু বছরের সম্পর্কে থাকার পর ব্রেক আপ হয় তাঁদের। তবে দেবচন্দ্রিমা সিঙ্গল নাকি মিঙ্গল, সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এরই মধ্যে শোনা গেল মনের মানুষের খোঁজে অভিনেত্রী নাকি ডেটিং অ্যাপে প্রোফাইল খুলেছেন। সত্যিই কি তাই?
সত্যিটা জানালেন অভিনেত্রী
ছোটপর্দার পরিচিত মুখ দেবচন্দ্রিমা। নিজের কেরিয়ার ও ডেইলি ভ্লগ এইসব নিয়েও ব্যস্ত থাকেন। এরই মাঝে শোনা গেল, ডেটিং অ্যাপে প্রোফাই খুলেছেন নাকি তিনি। দেবচন্দ্রিমা সিংহ রায়ের নামে ডেটিং অ্যাপে প্রোফাইল পাওয়া যাচ্ছে। সম্প্রতি অভিনেত্রী এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। দেবচন্দ্রিমা লিখেছেন, 'আমার নামে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে একটি ডেটিং অ্যাপে। কোনওদিনই আমার ডেটিং অ্যাপে কোনও প্রোফাইল ছিল না। আর বয়সও পেরিয়ে গিয়েছে।'
দেবচন্দ্রিমার আশঙ্কা
অভিনেত্রীর মনে হচ্ছে যে এই ডেটিং অ্যাপে তাঁর প্রোফাইল খুলে যদি কারোর সঙ্গে কথা বলা হয়, তাহলে সেই ব্যক্তি ভাববেন যে দেবচন্দ্রিমার সঙ্গেই কথা বলছেন তিনি। যেটা একেবারেই সঠিক নয়। যদিও এই ধরনের অ্যাপের মাধ্যমে অনেকেই তাঁদের মনের মানুষ খুঁজে পেয়েছেন। দেবচন্দ্রিমা বলেন, 'আমি এই মাধ্যমের বিরোধিতা করছি না। কিন্তু এ সবে আমার কোনও আগ্রহ নেই। তাই যদি কেউ আমার নামে কোনও প্রোফাইলের (সংশ্লিষ্ট ব্যক্তির) সঙ্গে কথা বলে থাকেন তা হলে তা একেবারে ভুয়ো।' সকলকে সাবধান করতেই দেবচন্দ্রিমা এই পোস্ট করেন।
এখন থাইল্যান্ডে
এই মুহূর্তে নায়িকা তাঁর প্রিয় বান্ধবী অদ্রিজার সঙ্গে থাইল্যান্ডে রয়েছেন। সেখান থেকে নানান ছবি-ভিডিও পোস্ট করছেন। সুযোগ পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন তিনি। কখনও সোলো ট্রিপ আবার কখনও বা বন্ধুদের সঙ্গে। বাংলা সিরিয়ালের পাশাপাশি হিন্দি ধারাবাহিকেও তিনি কাজ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় দেবচন্দ্রিমা। ডেইলি ভ্লগের মাধ্যমে অভিনেত্রী এখন কনটেন্ট ক্রিয়েটারও। ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবে অভিনেত্রীর অনুগামীর সংখ্যা নেহাত কম নেই। দর্শকেরাও দেবচন্দ্রিমার রোজনামচা দেখতে বেশ পছন্দই করেন।