গত বছর আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। শহর থেকে গলি, রাজ্য থেকে দেশ, এমনকী আন্তর্জাতিক স্তরেও এই আরজি কর ঘটনার আঁচ পড়েছিল। আর এই ঘটনার পর পরই রাস্তায় আম মানুষের পাশাপাশি নেমে পড়েছিলেন টলিউড তারকারাও। স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, ঊষসী চক্রবর্তী, চৈতি ঘোষাল, বিদিপ্তা ও সুদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার সহ আরও অনেকে। আর সেই আরজি কর-কাণ্ডের আন্দোলন নিয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন পরিচালক অরিন্দম শীল। সংবাদমাধ্যমের কাছে তিনি অভিযোগ করেছেন, টলি তারকারা নাকি আরজি কর-কাণ্ডের প্রতিবাদী মুখ হয়েছেন নতুন মোবাইল আর অর্থের বিনিময়ে! পরিচালকের দাবি, এই খবর নাকি টলিউডের সকলেই জানেন, খোলা খাতার মতো। কিন্তু প্রকাশ্যে কেউই মুখ খুলছেন না। পরিচালকের আরও দাবি, সেই তারকাদের তালিকায় মহিলাদের সংখ্যাই বেশি। আর এই মন্তব্যের পর প্রতিবাদে সরব হয়েছেন আন্দোলনের সঙ্গে যুক্ত একাধিক তারকা। আর তাঁদের মধ্যে একজন হলেন দেবলীনা দত্ত। যিনি সম্পর্কে পরিচালকের বোন হন। bangla.aajtak.in-এর কাছে অভিনেত্রী ক্ষোভ উগরে দিলেন।
দেবলীনা বলেন, 'আরজি কর নিয়ে যখন আন্দোলনে ছিলাম, এখনও আছি, রাস্তায় যখন আমরা ছিলাম সেই সময় এই আন্দোলনের পাশাপাশি আন্দোলনের বিরুদ্ধেও একটা আন্দোলন হচ্ছিল। সেই সময় আন্দোলনের বিরোধিতা যারা করছিল, তারা ক্রমাগত এই কথাগুলি বলে যাচ্ছিল। সেই কথাগুলিকে আমরা কোনওদিনই পাত্তা দিই নি। কিন্তু সেই দলে যে অরিন্দম শীল ঢুকে পড়বেন তা আমি ভাবিনি। ঢুকে যখন পড়েছেন তখন আমার এই ব্যাপারটা নিয়ে করুণা হচ্ছে। অরিন্দম শীলের মন্তব্য এতটাই ভাইরাল হয়েছে, সবাই চর্চা করছে। অনেকে পোস্টও করেছেন এটা নিয়ে। আমি পোস্ট করিনি তবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছি, কারণ বক্তব্য তো রাখা দরকার।' অভিনেত্রী বলেন, 'আমার এটা ভেবে করুণা হচ্ছে যে একটা সময় ছিল ইন্ডাস্টিতে আমার সম্মানের তালিকায় সবথেকে ওপরে ছিলেন এই মানুষটি, আমার অনেক পদক্ষেপের পিছনে ওঁনার অনেক হাত আছে। উনি তো পারিবারিক সূত্রে আমার দাদা। সেটা এখন হয়েছে যে সেই তালিকাতেই আর নেই অরিন্দম শীল।'
দেবলীনা এরপর অতীতের একটি ঘটনা প্রসঙ্গে বলেন, 'এক পলকে একটু দেখা সিরিয়ালটির সময় সিরিয়ালের নায়িকার সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল সেই সময়ই আমি দাদার বিষয়ে জানতে পারি। ধারাবাহিকের নায়িকা প্রচণ্ড অস্বস্তি নিয়ে তাঁকে জানিয়েছিলেন, পরিচালক তাঁর সঙ্গে অনৈতিক আচরণ করেছেন। আমি নায়িকাকে রক্ষা করেছি কিন্তু দাদার মুখোমুখি হইনি। সেটা অন্যায় করেছি। এখন সেই অন্যায়টা শুধরে নিয়ে আমি বলছি যে তখন প্রতিবাদ না করে অন্যায় করেছি কিন্তু এখন বলছি। এটাতে খুব ক্ষুণ্ণ হয়েছিলাম, ক্ষুব্ধ হয়েছিলাম, সম্মান নষ্ট হয়েছিল। কিন্ত আরজি কর নিয়ে অরিন্দম শীলের বলা মন্তব্যে আমার খুব করুণা হচ্ছে। আমি ভাবতেও পারছি না যে অরিন্দমদা-কে এই জায়গায় আসতে হবে, যে এরকম কমেন্ট করে লাইমলাইটে আসবেন। আর সেটা তিনি সফলভাবেই করতে পেরেছেন। কিন্তু ব্যক্তিগতভাবে এই কমেন্টের জন্য আমি ব্যথিত, অপমানিত কোনওটাই নই। তার কারণ যিনি বলছেন, তিনি অরিন্দম শীল। তাঁর কথা কেউ ধর্তব্যেও ধরে না আজকাল। তাঁর বলা কথা জনগণের ওপর প্রভাব ফেলে না।' দেবলীনা বলেন, 'কিন্তু একটা সময় পারিবারিক সম্পর্ক ছিল তো, তাই করুণা হচ্ছে। একটু চিন্তাও হচ্ছে যে কতটা খারাপ থাকলে একটা মানুষ একটা আন্তর্জাতিক স্তরে পৌঁছানো আন্দোলনকে এভাবে অপমান করতে পারে। সেখানেও উনি মহিলা অর্থাৎ অভিনেত্রীদের দিকেই আঙুল তুলে বলছেন যে তাঁরাই নাকি বেশি করে যুক্ত। একটা অভিযোগের মধ্যেও তিনি আলাদা করে অভিনেত্রীদের দিকে আঙুল তুলছেন। তবে এটাও ঠিক যে উনি অভিনেতাদের চেয়ে অভিনেত্রীদের খবর বেশি রাখেন।'
দেবলীনা বলেন, 'উনি কারোর নাম বলেননি। উনি বলেছেন বন্ধুরা বলেছে যাদের নাম। সেই বন্ধুরা কারা তাঁদের নামও বলেননি আর বন্ধুরা কাদের নামে বলছেন তাঁদের নামও বলেননি। কিন্তু যাঁরা যাঁরা পরিচালককে নিয়ে বলেছেন তাঁরা কিন্তু কোনও রাখঢাক রাখেননি। আমি যখন হাওয়ায় কথা বলব তখন সেই কথার কোনও দামই নেই। এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আমরা নাকি টাকা নিয়েছি। আর এটা শোনার পর আমার মনে একটা প্রশ্ন জেগেছে। আন্দোলনে যাওয়ার জন্য যদি আমরা টাকা নিয়ে থাকি, আন্দোলন-বিরোধী কথা বলার জন্যও কি অর্থ বা সুবিধা পাওয়া যায়?'