Advertisement

Ditipriya Roy: অভিনয় সামলে পড়াশোনা, মাস্টার্স ডিগ্রি পেলেন দিতিপ্রিয়া, এবার কী প্ল্যান?

Ditipriya Roy: একদিকে অভিনয় আর একদিকে কেরিয়ার। দুটোই সামলে চলেছেন দিতিপ্রিয়া রায়। রানি রাসমণি সিরিয়ালে অভিনেত্রী নাম ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন। এরপর ছোটপর্দা থেকে অনেকদিনই দূরে ছিলেন পর্দার রাসমণি। তবে বসেছিলেন না, বড়পর্দা, ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করে গিয়েছেন।

দিতিপ্রিয়া রায়দিতিপ্রিয়া রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 May 2025,
  • अपडेटेड 6:05 PM IST
  • রানি রাসমণি সিরিয়ালে অভিনেত্রী নাম ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন।

একদিকে অভিনয় আর একদিকে কেরিয়ার। দুটোই সামলে চলেছেন দিতিপ্রিয়া রায়। রানি রাসমণি সিরিয়ালে অভিনেত্রী নাম ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন। এরপর ছোটপর্দা থেকে অনেকদিনই দূরে ছিলেন পর্দার রাসমণি। তবে বসেছিলেন না, বড়পর্দা, ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করে গিয়েছেন। আর কিছুদিন আগেই ছোটপর্দাতেও কামব্যাক করেছেন দিতিপ্রিয়া। জিতু কমলের বিপরীতে তাঁকে দেখা যাচ্ছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে। পেশাগত জীবনের পাশাপাশি অভিনেত্রী আরও এক সাফল্য অর্জন করলেন। আর সেই সুখবর সকলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে ভুললেন না। 

মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন দিতিপ্রিয়া। জমা দিলেন ডিসার্টেশন পেপার। মঙ্গলবার অভিনেত্রী তাঁর ইউনিভার্সিটি থেকে কিছু ছবি শেয়ার করে নিয়েছেন। সাদা টি-শার্ট ও ডেনিমে দিতিপ্রিয়াকে কলেজ পড়ুয়াই লাগছে। গলায় ঝোলানো ইউনিভার্সিটির কার্ড। অভিনেত্রী তাঁর বন্ধুদের সঙ্গেও ছবি তোলেন। অভিনেত্রীর হাতে ছিল তাঁর ডিসার্টেশন পেপার। এই ছবি শেয়ার করে দিতিপ্রিয়া লেখেন, 'রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছি, অসংখ্য ড্রাফট, আমার সুপারভাইজরের সঙ্গে লম্বা লম্বা কথপোকথন এবং আমার ডিসার্টেশনের এই সফর অবশেষে শেষ হল। আমি গতকাল আমার পেপার জমা দিলাম, আর আনুষ্ঠানিক ভাবে এর সঙ্গেই শেষ হল আমার মাস্টার্স ডিগ্রি।' 

দিতিপ্রিয়া তাঁর পোস্টে অধ্যাপক, সুপারভাইজার, বন্ধু ও তাঁর পরিবারকে কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়াও অভিনেত্রী জানান যে তিনি তাঁদেরকেও ধন্যবাদ জানাতে চান যারা ভেবেছিলেন যে অভিনেত্রী ক্লাস টেনের গণ্ডিও পেরোতে পারবে না। আর দিতিপ্রিয়ার জেদ তারাই বাড়িয়ে দিয়েছিল। অভিনেত্রীর প্রথম থেকেই স্বপ্ন ছিল উচ্চশিক্ষার। আর সেইদিকেই এগোচ্ছেন নায়িকা। এদিন দিতিপ্রিয়া এই সাফল্য পেতে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, টলিউড তথা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যথেষ্ট পরিচিত মুখ দিতিপ্রিয়া রায়। দিতিপ্রিয়া টলিউড অভিনেত্রীদের অনেকের থেকেই বয়সে অনেকটাই ছোট। ছোট্ট বয়সে অভিনয়ে পা রেখেছিলেন তিনি। ছোটপর্দায় ঠিক ভাবে পসার জমিয়ে ওঠার আগেই বড়পর্দাতে পা রেখে ফেলেছিলেন দিতিপ্রিয়া। তাও আবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে। তবে দিতিপ্রিয়া সবথেকে বেশি জনপ্রিয় হন ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে অভিনয় করে।

Advertisement

২২ বছর বয়সেই দিতিপ্রিয়ার কেরিয়ার মধ্য আকাশে। অভিনয়ে যেমন পারদর্শী তিনি তেমনি পড়াশোনাতেও বেশ ভালো অভিনেত্রী। এক পুরনো সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানিয়েছিলেন যে রানী রাসমণি সিরিয়ালের শ্যুটিং চলাকালীনই তিনি দশম শ্রেণীর ছাত্রী ছিলেন। তাই সামনেই তাঁর মাধ্যমিক পরীক্ষা ছিল। শ্যুটিংয়ের মাঝে সময় পেলেই তিনি পড়াশোনা চালিয়ে যেতেন। আর এই বিষয়ে তাঁকে সাহায্য করেছিলেন এই সিরিয়ালের অন্যান্য কলাকুশলীরাও। ২০১৮ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন দিতিপ্রিয়া। কিন্তু ওই চাপের মধ্যেই পরীক্ষা দিয়েছিলেন অভিনেত্রী এবং ভালো রেজাল্টও করেছিলেন তিনি। ২০২০ সালে উচ্চমাধ্যমিকেও ভাল ফল করেন দিতিপ্রিয়া। আর এখন মাস্টার্স ডিগ্রিও শেষ করলেন।   

Read more!
Advertisement
Advertisement