Advertisement

Mimi Chakraborty: বড়দিন বলে কথা! নিজের হাতে কেক বানালেন মিমি, VIDEO

Mimi Chakraborty: যে রাঁধে সে চুলও বাঁধে। প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি রান্নাতেও যে পটু, তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। মাঝে মাঝেই তাঁর রান্নার কেরামতি আমরা দেখতে পাই।

মিমি চক্রবর্তীমিমি চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Dec 2024,
  • अपडेटेड 2:23 PM IST
  • প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি রান্নাতেও যে পটু, তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না

যে রাঁধে সে চুলও বাঁধে। প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি রান্নাতেও যে পটু, তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। মাঝে মাঝেই তাঁর রান্নার কেরামতি আমরা দেখতে পাই। এবার ক্রিসমাস উপলক্ষ্যে নিজের হাতে কেক তৈরি করলেন মিমি। আর সেই ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। 

মঙ্গলবার রাতে পোস্ট করা ওই ভিডিওতে মিমিকে দেখা গিয়েছে সবুজ রঙের ফুলস্লিভ সোয়েটার আর সাদা প্যান্টে। রান্নাঘরে কেক বানানোর সব উপকরণ আর মিমিকে দেখা গেল কখনও ডিম ফাটাতে আবার কখনও বা কেকের সব উপকরণ কাঁচের বাটিতে মেশাতে। এরপর সেই কেকের মিশ্রণ সোজা চলে গেল মিমির বাড়িক ওভেনে। হার্ট শেপের সেই কেকের ছবিও তোলেন মিমি। এরপর নিজের পোষ্যদের সঙ্গে অভিনেত্রীকে সময় কাটাতেও দেখা গিয়েছে। 

মিমি খুব ভালো বেকিং করতে পারেন। নিজের মুখেই এই গুণ বহুবার প্রকাশ করেছেন অভিনেত্রী। এছাড়াও শেফ হিসাবেও মিমি খুবই ভাল। সময় পেলেই তিনি রান্না করে থাকেন। এমনিতে খেতে ভীষণ ভালোবাসেন মিমি চক্রবর্তী। বিশেষ করে মিষ্টি, কেক-পেস্ট্রি এইসবের প্রতি অভিনেত্রীর টান রয়েছে। কঠোর শরীরচর্চা করলেও মিমি কিন্তু সুযোগ পেলেই চিট মিল খেয়ে থাকেন। আর সেখানে পিৎজ্জা-বার্গার, কেক এইসব তো থাকবেই। 

ডিসেম্বর মাসটা খুব ভালোই কাটছে মিমির। কিছুদিন আগেই কাছের বন্ধুদের নিয়ে পিকনিক করলেন অভিনেত্রী। ডিজাইনার অভিষেক রায়ের বাড়িতে ছিল সেই পিকনিকের আয়োজন। বাঙালি খাবারেই সারা হয় চড়ুইভাতির ভুরিভোজ। এছাড়াও প্রাক্তনের স্ত্রী শুভশ্রীর সঙ্গেও মিমিকে পার্টি করতে দেখা গিয়েছে। ক্রিসমাস উপলক্ষ্য়ে মিমির বাড়িতে চলে এসেছেন তাঁর খুব বিশেষ বন্ধু অনিন্দ্য। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম মিমি চক্রবর্তী। টেলিভিশন থেকে জার্নি শুরু করে আজ টলিউডের প্রথম সারির নায়িকা। সিনেমা-সিরিজে নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মিমি চক্রবর্তী। 

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয় থাকেন মিমি। জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন মিমি। কখনও ফটোশ্যুটের ছবি-ভিডিও তো কখনও আবার পোষ্যর সঙ্গে কাটানো কোয়ালিটি সময় কাটানোর মুহূর্ত শেয়ার করেন অভিনেত্রী। এছাড়াও জিমে শরীরচর্চার ভিডিও ভাগ করে নেন মিমি চক্রবর্তী।       

Advertisement

Read more!
Advertisement
Advertisement