Advertisement

Idhika Paul: নীল শাড়িতে লাস্যময়ী ইধিকা, ঠিক যেন 'Mr. India'র শ্রীদেবী

Idhika Paul: কেরিয়ার শুরু ছোটপর্দা থেকে। হঠাৎ করেই বড়পর্দায় অভিনয়ের সুযোগ। আর তারপরই রাতারাতি লাইমলাইটে চলে আসেন ইধিকা পাল। বড়পর্দায় তাঁর ডেবিউ যদিও শাকিব খানের সঙ্গে, প্রিয়তমা ছবিতে প্রথমবার বড়পর্দায় আসেন ইধিকা।

ইধিকা পালইধিকা পাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Aug 2025,
  • अपडेटेड 5:24 PM IST
  • প্রিয়তমা ছবিতে প্রথমবার বড়পর্দায় আসেন ইধিকা।

কেরিয়ার শুরু ছোটপর্দা থেকে। হঠাৎ করেই বড়পর্দায় অভিনয়ের সুযোগ। আর তারপরই রাতারাতি লাইমলাইটে চলে আসেন ইধিকা পাল। বড়পর্দায় তাঁর ডেবিউ যদিও শাকিব খানের সঙ্গে, প্রিয়তমা ছবিতে প্রথমবার বড়পর্দায় আসেন ইধিকা। এরপরই টলিউডে বড় ব্রেক পান নায়িকা। খাদান ছবিতে সরাসরি দেবের নায়িকা হন তিনি। যেখানে কিশোরী গানে দেব-ইধিকার রসায়ন কাঁপিয়ে দিয়েছিল বক্স অফিস। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ইধিকাকে। একের পর এক সিনেমাতে সুযোগ পাচ্ছেন নায়িকা। এরই মাঝে শ্রীদেবী অবতারে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন। 

পরনে আকাশী নীল শাড়ি, ম্যাগি হাতা ব্লাউজ, কপালে নীল টিপ ও সাদা মুক্তোর গয়না। খোলা চুলে ইধিকার জলে ভেজা শাড়ি নেটপাড়ায় উষ্ণতা বাড়াচ্ছে। তাঁকে এক ঝলক দেখে মিস্টার ইন্ডিয়া ছবিতে শ্রীদেবীর কাটে নেহি কাটতি গানের লুকস মনে পড়ে যাবে। একইভাবে সেজেছিলেন শ্রীদেবী। আসলে ১৩ অগাস্ট বলিউড নায়িকার জন্মদিন। আর তাঁকে উৎসর্গ করেই ইধিকার এই সাজে ফটোশ্যুট। ইধিকা এই ছবি শেয়ার করে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, শ্রীদেবী যদি বেঁচে থাকতেন তাহলে যদি তিনি সুযোগ পেতেন তাঁর সঙ্গে অভিনয়ের, সেটা খুবই অল্প সময়ের জন্য হত। 

যদিও ইধিকার সেই স্বপ্ন অধরাই থাকবে। শ্রীদেবীর সঙ্গে আর তাঁর অভিনয় করা হবে না। ৭ বছর আগেই মিস্টার ইন্ডিয়া নায়িকা প্রয়াত হত। দুবাইয়ের এক হোটেলে বাথটবের জলে পড়ে মৃত্যু হয় নায়িকার। খুব রহস্যজনকভাবে মৃত্যু হয় শ্রীদেবীর। যে রহস্য আজ পর্যন্ত সমাধান হয়নি। বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতা ছড়িয়ে দেওয়া শ্রীদেবীর মৃত্যু ঘিরে সকলেই অবাক। তাঁর অভিনয়, তাঁর সৌন্দর্য, তাঁর হাসি, তাঁর নাচ আজও দর্শকের মনে স্মরণীয় হয়ে আছে। 

ইধিকার প্রথম ধারাবাহিক ছিল ‘রিমলি’, যা জি বাংলায় সম্প্রচারিত হয়, তবে এটি খুব একটা জনপ্রিয়তা লাভ করেনি। কিন্তু ‘পিলু’ ধারাবাহিকে রঞ্জা চরিত্রে অভিনয় করে ইধিকা ব্যাপক পরিচিতি লাভ করেন। সেকেন্ড লিড চরিত্রে থাকলেও, তিনি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিলেন। প্রজাপতি ২-তেও দেখা যাবে ইধিকাকে। যদিও লন্ডনে ছবির শ্যুটিং করতে দেখা যাননি অভিনেত্রীকে। অপরদিকে বহুরূপ ছবিতে সোহমের সঙ্গে অভিনয় করবেন ইধিকা। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও ইধিকার জনপ্রিয়তা তুঙ্গে। আপাতত মন দিয়ে কাজ করছেন অভিনেত্রী।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement