রিমলি থেকে দেবের নায়িকা কিশোরী। রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন ইধিকা পাল। খাদান ছবিতে দেবের বিপরীতে অভিনয় করে ইধিকা বং ক্রাশ-এ পরিণত হয়েছেন। এখন ইধিকা কিশোরী নামেই জনপ্রিয়। অভিনেত্রীর উত্থান দেখার মতো। যদিও বড়পর্দায় ইধিকার ডেবিউ বাংলাদেশী অভিনেতা শাকিব খানের হাত ধরে। কিন্তু টলিউডে তাঁর ডেবিউ রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু জানেন অভিনেত্রীর আসল নাম ইধিকা নয়, তাঁর আসল নাম কিন্তু অন্য।
খাদান ছবির আগে ইধিকা ধারাবাহিকে কাজ করেছেন চুটিয়ে। রিমলি, পিলু, কপালকুণ্ডলা সিরিয়ালে চুটিয়ে অভিনয় করার পর অভিনেত্রী প্রথমে বড়পর্দায় ডেবিউ করেন বাংলাদেশী সিনেমায়। এরপরই ইধিকা ব্রেক পান দেবের ছবি খাদান-এ। ‘কিশোরী’ গানের পাশাপাশি দেবের নায়িকার নাম এখন মানুষের মুখে মুখে ফিরছে। কিন্তু এটা তার আসল নাম নয়। ইন্ডাস্ট্রিতে পা রাখার কিছু সময় পরই নিজের নাম বদলে ফেলেন ইধিকা।
আসলে ইধিকার অফিসিয়াল নাম ছিল টুম্পা পাল। ইধিকা নামটি তিনি নিজে পছন্দ করেছিলেন। এটা আসলে দেবী পার্বতীর একটি নাম। আজ এই নামেই তাকে চেনে গোটা বাংলা। যদিও ‘কিশোরী’ গানটি এতটাই ভাইরাল হয়েছে বাংলায় যে এখন অনেক দর্শক, যারা বাংলা সিরিয়াল দেখেন না তারা ইধিকাকে কিশোরী নামেই চিনছেন। এই নামটি ইধিকার খুবই পছন্দের নাম। আর সেই কারণে নিজের নাম বদলে দিয়েছেন তিনি।
ইধিকা জনপ্রিয়তা পান মূলত 'পিলু' ধারাবাহিকে রঞ্জা চরিত্রে অভিনয় করে। টলিউডে পা রাখার আগে তিনি বাংলাদেশের সুপার স্টার শাকিব খানের সঙ্গে ঢালিউডের প্রিয়তমা সিনেমায় অভিনয় করেন। তবে দেবের খাদান সিনেমা তার জন্য মাইলস্টোন। সোশ্যাল মিডিয়ায় ইধিকা বেশ ভালই সক্রিয় থাকেন। তাঁর বোল্ড অবতারের ছবিগুলো রীতিমতো ছ্যাঁকা লাগায়। কিশোরী ছবিতে দেবের সঙ্গে ইধিকার কেমিস্ট্রি দারুণভাবে হিট করেছে দর্শকদের মধ্যে। অনেকেই বলছেন তিনি আগামী দিনে টলিউডের তুরুপের তাস হতে চলেছেন।